![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আবারও জেতার পরিকল্পনা করছি ! দেখা যাক কি হয় !
কম্পিউটার চালাই সেই ১৯৯৭ সাল থেকে। উইন্ডোজ ই ব্যবহার করতাম সবসময়। এই কিছুদিন হোলো লিনাক্স মিন্ট ১০ জুলিয়া আর উইন্ডস এক্সপি ডুয়াল বুটে চালাতাম। মোটামুটি ভালই চলছিল, কিন্তু অকাম করতে গিয়ে পিসিতে ভাইরাস ঢোকে। তার আগে অবশ্য বিশ্বস্ত ইসেট নড৩২ আমাকে সতর্ক করে দিয়েছিল। আমি ভাবলাম যে হয়ত ছোটো খাটো ভাইরাস, পরে কিলিন করা যাবে।
কিন্তু আমার মুখে চপেটাঘাত করে ভাইরাসটি মাত্র ২ মিনিট এর মধহেই আমার যত সফটওয়্যার ইন্সটল করা ছিল সব পেট পুরে খেয়ে নিল। পিসি হাং আর আমার মাথাও হাং।
কি মনে করে যেন সাথে সাথেই স্ক্যান দিলাম। ইসেট পুরা পিসি মিলে পাইল মাত্র ৯ টা ভাইরাস।
পিসি ত আর কাম করে না। শেষ মেশ আর উইন্ডজ ও ওপেন হয় না।
পাপ্পি লিনাক্স লাইভ সিডি দিয়া সি ড্রাইভ এর প্রয়োজনীয় ফাইল গুলা সরিয়ে নিয়ে নতুন করে উইন্ডজ দিলাম। এবার এভিরা ২০১১ ইন্সটল করলাম। স্ক্যান দিলাম, ভাইরাস ধরল ৮৭৯ টা। ভাবলাম সব সমস্যার সমাধান হইল মনে হয়। ২ দিন ভালই চলল।
৪ জুলাই আমার জন্মদিন ছিল, ভাবলাম সামুতে একটা পোস্ট দেই রাত ১২ বাজার আগেই। পোস্ট টা মোটামুটি লেখা শেষ, ঠিক তখনি হঠাত করে পিসি রিস্টারট নিল।
কিন্তু যখন ওপেন হল, তখন ত আমার আক্কেল গুরুম,
ওয়েলকাম স্ক্রিনের পর এই স্ক্রিন টা আসল।
আমার বাপের জন্মেও এই স্ক্রিন কনদিন দেখি নাই। লেখা আছে যে, আপনার পিসির ax38C3 ফাইল টা ক্রাশ হয়ে গেছে, আনলক করতে নিছের নাম্বারে ( ০০২৬ আর ০০২২ দিয়া কিছু নাম্বার দেওয়া আছে) কল দিয়া আনলক সিরিয়াল কি সংগ্রহ করে পিসি আনলক করেন। আমার মাথায় তো মহাকাশ ভেঙ্গে পড়ল।
মনে হল হ্যাক হয়ে গেসি।
এখন পিসি তো আর কোনও ভাবেই চালু হয় না। না ডস মুডে, না সেফ মুডে, না রিস্টর মুডে। কীবোর্ড এর কোনও বাটন কাজ করে না। রাত বাজে ১২ টা, আর আমার ১৩ টা। মেজাজ তখন চরমে। এক্সপি এর ডিস্ক দিয়া উইন্ডজ রিপেয়ার করলাম। তারপরেও এই স্ক্রিন এসে আর কোন কাজ করে না।
মাথার চুল ছিরলাম ৫০০ গ্রাম, আর এই সামসাং নেটবুক টাকে ধরে আছার মারতে মন চাচছে। কিংকর্তব্যবিমুড় হয়ে আমার ডেস্কটপ টা দিয়ে ৪ গিগা পেন ড্রাইভ এ এক্সপি বুটেবল করে নিলাম। কফি হাতে নিয়ে ছাদে গিয়ে বসলাম।
পারটিশান স্টেপ পর্যন্ত আসতে সময় নিল ৩০ সেকেন্ড এরও কম। শুধু সি ড্রাইভ এর পারটিশান ভেঙ্গে নতুন করে ফরম্যাট করে ইন্সটল দিলাম। কিন্তু একি!
নবাবজাদার মত কপি করা শুরু করল!
১ ঘন্টায় কপি হইল মাত্র ৯% ফাইল! ও খোদা কই যাই!
চিল্লায়ে চিল্লায়ে কানতে মন চাইতাছে। মনে হইতেছে তিন তলা থেকে লাফ দেই। রাগে-ক্ষোভে ছাদের রুম টাতেই ঘুমাই গেলাম। ঘুমের মধহে শুধু ভাইরাস আর আমি মারামারি করলাম। ঘুম ভাঙল ৬ টা ৫০ এ। নেটবুক এর দিকে তাকায়ে দেখি ৯৮% কপিং!
মনে হইল স্বপ্ন দেখছি। নেটবুক তাকে ফুটবল মনে করে একটা শট মারতে মন চাইল। আবার ঘুমাইলাম, উঠলাম ১ ঘন্টা পর। নেটবুক এর দিকে তাকায়ে দেখি সিরিয়াল এর স্টেজ। সিরিয়াল কি দিয়া আবার ঘুমাইলাম, আম্মুর ডাকে উঠলাম সকাল নয়টায়। দেখি এক্সপি বাবা আমার জন্য রেডি হয়ে বসে আছে।
নাস্তা করে আবার বসলাম অপারেশনে। এভিরা দিয়া আবার স্ক্যান দিলাম সি ড্রাইভ। ও খোদা আবার দেখি ১৩ টা ভাইরাস! এইবার তো rundll.exe ভাইরাস ধরে বসে আছে।
ডিলেট না করে Move To Quarantine করলাম। কিন্তু থোতা মুখ ভোতা হয়ে গেল যখন দেখি কোন প্রোগ্রাম ই ওপেন হয় না।
ওহ আল্লাহ্ গো আমারে তুমি এই দিনে কি বিপদে ফেললা?
আর কোন পথ না দেখে rundll.exe কে রিষ্টর করে দিলাম, আর এভিরা রিমুভ করে দিয়ে আবার ইসেট নতুন করে ডাউনলড করে ইন্সটল দিলাম। এখন মোটামুটি চলতেছিল।
কিন্তু ইন্টারনেট চালু করার সাথে সাথেই ইসেট এই ম্যাসেজ দেয়। আর দেখি সেই হারে আপলোড আর ডাউনলড হসসে কোন কারন ছাড়াই।
সব আপডেট অফ আছে তারপরেও।
Malwarebytes' Anti-Malware 1.44 দিয়া স্ক্যান করলাম, ১৩ টা পাইসে।
রিমুভ করে দিলাম। তারপরেও ইন্টারনেট চালু করার সাথেই আবার http:// sfhbsdfhgkbdf.ru/66.exe আর http:// nonetnet.com/ kx4.txt এই টাইপের কিছু লিংক ইসেট ভাইরাস হিসেবে ধরে, আর সাথে তো আপলোড হছহহেই।
হারামিফোন এর ১ গিগা এর মাঝে মাত্র ৫ ঘন্টায় ৩০০ MB শেষ। এখন গলায় দড়ি দেওয়া ছাড়া কি করা যায় কেউ এক্তু বলেন।
০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:০৯
রূম্মান বলেছেন: ভাবছি নতুন করে পারটিশান করব। কিন্তু ২০০ জিবি ডাটা রাখার তো জায়গা পাসসি না।
মন্তব্য করার জন্য ধন্যবাদ
২| ০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:৩৫
নাইটফল বলেছেন: একটা কাজ করুন। ইসেট বাদ দিয়ে kaspersky ধরুন।
০৫ ই জুলাই, ২০১১ রাত ১১:২৮
রূম্মান বলেছেন: দেখি কি হয়...।
৩| ০৫ ই জুলাই, ২০১১ রাত ১০:০০
মুন্ন০১ বলেছেন: একটা কাজ করুন। ইসেট বাদ দিয়ে kaspersky 2012 ধরুন।
০৫ ই জুলাই, ২০১১ রাত ১১:২৫
রূম্মান বলেছেন: দেখি কি হয়...।
৪| ০৫ ই জুলাই, ২০১১ রাত ১০:০১
অহন_৮০ বলেছেন: apnar purano file gulate may be kothin VIRUS ase.....safe mode scan diya ki kiso pawa jai nah? jodio ami khob kom e jani ....
৫| ০৫ ই জুলাই, ২০১১ রাত ১১:৩৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: কঠিন ভাইরাসে ধরসে!
হেপ্পি বার্থডে
০৬ ই জুলাই, ২০১১ রাত ১২:০৫
রূম্মান বলেছেন: ধন্যবাদ ভাই।
কোন কাজ না করলেও আপলোড হয়। সেন্ট হয় অল টাইম ৭০-৭৫ কিলবিট/সেকেন্ড। আর রিসিভ হয় ১০-১২ কিলবিট/সেকেন্ড
৬| ০৬ ই জুলাই, ২০১১ রাত ২:০৫
অহন_৮০ বলেছেন: tar mane kono ekta .exe file log in korar sathe sathe apni net connection gele auto connect hoya jai.........safe mode giya .exe likhe search diya kiso pan kina dekhen try maira.. new folder thakle sob shift + del mairen
১৯ শে জুলাই, ২০১১ রাত ৩:০৭
রূম্মান বলেছেন: সেফ মুডে তো অপেন ই হয় না
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:০৩
আহমেদ আরিফ বলেছেন: আপনার পুরান কোনো ফাইলে মারাত্বক কিছু আছে মনে হয়।পুরাতন সব কিছুর মায়া ছেড়ে একদম নতুন করে ফ্রেশ সেটআপ দিয়ে দেন।