নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগাড়ের তেলাপোকা চলল সমুদ্র দেখতে

জাফর সাদিক রুমী

.........।

জাফর সাদিক রুমী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী ছেলেরা স্কার্ট পরে :|:|:| (১৮+ ছাড়া পড়া নিষেধ)

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

মেয়েটা ভিয়েতনাম থেকে এসেছে বাংলাদেশে পড়ালেখা করার জন্য ।

জিজ্ঞেস করলাম, বাংলাদেশ কেমন লাগছে?

:জ্বি স্যার, ভালই ! তবে মজা পেয়েছি একটা জিনিস দেখে।

: কী দেখে?

: এখানকার অনেক ছেলেরা দেখি মেয়েদের মত স্কার্ট পরে :D

: স্কার্ট?

: হুম! লংস্কার্ট ! (জ্ঞানী জ্ঞানী মুখ করে বলল মেয়েটা) ওরা অবশ্য স্কার্ট বলে না, বলে লুংগি :D :D :D



*************************************************************

আমার বস মেড ইন আমেরিকা। বাংলাদেশে,বিশেষত: এশিয়ায় এটা তার প্রথম ভ্রমণ।তাইসবকিছুতেই তার অতি কৌতুহল,কথায় কথায় তারে বিভিন্ন সবক দেওন লাগে।

যেমন একদিন জিগায়, , বিয়া করস?

ঘটনা কোনদিকে যায় আবার, তাড়াতাড়ি বললাম, জ্বি, করসি।

তাইলে তোমার হাতে আংটি কই !!! পোলাপান দেখলে কেমনে বুজমু বিবাহিত কীনা?

*************************************************************

একদিন বসের রুমে যাইতাসি । দরজার বাইরে দাঁড়াইয়া শুনি ক্রমাগত অদ্ভূৎ সব শব্দ-



ওহ--ইয়েস- ও নো- আহ্ - ও মাই গড- আহ্- দ্যাট্স গুড ;)



আমিতো লজ্জায় লাল । বেচারী অফিসে বইসা এইসব কী করতেসে? তাও এই ষাইট বছর বয়সে?



সাহস কইরা টোকা দিলাম দরজায় । আওয়াজ বন্ধ । বলে, কাম ইন ।



দুরু দুরু বুকে ঢুকলাম বসের রুমে - কী না কী দেখি ?



বস বল্ল, মটর খাইবা? শখিনা (সখিনা,বসের কাজের লোক) সরিষার তেল দিয়া ভাজছে। সেইরকম এক্সাইটিং জিনিস । মুখ পুইড়া যাইতাসে, আবার না খাইয়াও থাকতে পারতাসি না ।





*************************************************************

আবার একদিন জিগায় ,

:তোমরা হইলা ইন্ডিয়ার পাশে, এইখানে এত আরব মহিলা ক্যান?

ওফফফ! ব্যাখ্যা দিয়া বুঝাইতে হইল, আরব না, বোরখা পরলেই আরব হয় না। ওরা বাংলাদেশী মহিলা।

*************************************************************

ষেদিন অফিসের কাজে তাকে নিয়ে এক ভিজিটে যাচ্ছিলাম, গাড়ি যথারীতি জ্যামে পড়ল । আমাদের পাশেই দাঁড়ানো ছিল একটা মুরগীর ভ্যান, বড় খাঁচার ভেতরে একগাদা মুরগী। জিজ্ঞাসা করল,

: এইগুলা কই নিয়া যাইতাসে?

:বাজারে, বেচতে নিয়া যাইতাসে।

:(আরেকটা পুরাই এক ডিজাইনের ভ্যান দেখাইয়া) ঐগুলা নিশ্চয় বাজারে যাইতাসে না

:না ,ওরা স্কুলে যাইতাসে ।

: ও, আই সি ! তোমাদের দেশে খাঁচায় কইরা মুরগীও বাজারে নেয়, আবার বাচ্চাদেরও স্কুলে নেয় ! খাঁচার মাল্টি পারপাস ইউজ শিখা গেল :)

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬

সোহানী বলেছেন: খাঁচার মাল্টি পারপাস ইউজ শিখা গেল =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, দারুণ মজা পেলাম আপনার জীবনের অভিজ্ঞতার কথা জেনে... =p~ =p~ =p~ =p~

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

হাসান মাহবুব বলেছেন: টুকরো টুকরো ঘটনা মজা লাগলো।

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫

মদন বলেছেন: =p~

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৬

সামু মামু বলেছেন: :-P খাঁচার মাল্টি পারপাস ইউজ শিখা গেল

খাঁচারবাসি আমরা।

চিএঞ্জি কথা কইল না ?

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৭

শ্রাবণধারা বলেছেন: ''ওহ--ইয়েস- ও নো- আহ্ - ও মাই গড- আহ্- দ্যাট্স গুড" এট পড়ে খুবই মজা পেলাম।
বাস্তবে অবশ্য এই রকম রোমান্টিক আম্রিকান বস পাই নাই। যেগুলারে পাইছি - কম বেশি সবাই দুর্দান্ত প্রফেশনাল - চাপার জোর ভাল, বুদ্ধিও ভাল আর বেশ স্টেট ফরওয়ার্ড।

তবে ইন্ডাস্ট্রি ভেদে মানুষগুলো অন্য রকম হতে পারে। যেমন হয়ত যারা এনজিওতে কাজ করে তারা হয়ত অন্য ধরনের- আপনার বসের মত হতে পারে.....।

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩

বিলাসী বলেছেন: "খাচার মাল্টি পারপাস ইউজ শিখা গেল" জব্বর মজা পাইলাম :P

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: হাসতে হাসতে তো লুঙি খুইল্লা গেলগা...হাহাহাহা

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

রিমন রনবীর বলেছেন: আপনার ভচ ব্যাপক ফানি :(( :((

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজা পাইসি ||

১১| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

nurul amin বলেছেন: ফাসির মাঝে সত্যিই রসালো

১২| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

কেএসরথি বলেছেন: পুরা ঢাকা শহরটাই তো খাচা।

১৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ড. জেকিল বলেছেন: "বস" রা আবার ইয়ার্কিও করে ? :-* :-*

১৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

দি সুফি বলেছেন: ওরা অবশ্য স্কার্ট বলে না, বলে লুংগি :D :D :D

মজা পাইলাম B-)) B-)) B-))

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

আহমেদ নিশো বলেছেন: না ,ওরা স্কুলে যাইতাসে ।

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

ইমানুয়েল নিমো বলেছেন: হা হা হা। ভালো লাগলো ।

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: =p~ =p~

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪০

রাইসুল নয়ন বলেছেন:

মজাক পাইলাম :) :)

২০| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮

সমুদ্র কন্যা বলেছেন: শেষেরটা পড়েতো পুরাই :|

মজা লাগল ঘটনাগুলো :D

২১| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১

ইলুসন বলেছেন: খেকয! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই ব্যাফুক বিনুদুন পাইছি......... :D :D :D :D :D
=p~ =p~ =p~ =p~ =p~

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে...আমি ১৮ মাইনাচ...তয় মজা পাইছি পইড়া।


:D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.