![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশী একটি বিশ্ববিদ্যালয়ের এডমিন অফিসার
ভিয়েতনাম যুদ্ধ থেকে ফিরে আসা এক মার্কিন সৈন্য একদিন সানফ্রান্সিসকো থেকে তার বাড়িতে টেলিফোন করল। তার বাবা ফেলিফোন ধরলেন। সৈন্যটি বলল: 'বাবা আমি এইমাত্র ভিয়েতনাম থেকে ফিরে এসেছি। দু'দিন পর আমি সানফ্রান্সিসকো থেকে বাড়িতে ফিরে আসব। কিন্তু সঙ্গে করে আমি আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা ও বন্ধুকে নিয়ে আসতে চাই।' শুনে বাবা বললেন, 'অবশ্যই নিয়ে আসবে। এতে আমাদের কোনো আপত্তি নেই।' সৈন্যটি তখন বলল, 'কিন্তু আমার এই সহযোদ্ধাটি যুদ্ধে একটি হাত ও একটি পা হারিয়েছে। আমি চাই সে তার এই অসহায় অবস্থায় সবসময় আমাদের সঙ্গে থাকবে।' এবার বাবা বললেন, 'দেখ বাবা, ভবিষ্যতে এ-লোকটি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আমি সত্যিই দু:খিত। একে তুমি বাড়িতে নিয়ে এসো না।' ঠিক সে-সময় সৈন্যের মা টেলিফোন ধরে ছেলেকে বললেন: 'বাছা, এ-নিয়ে তোমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। তুমি তাড়াতাড়ি দেশে ফিরে এসো। ওকে ভুলে যাও।' মার কথা শেষ হওয়ার আগেই সৈন্যটি টেলিফোন রেখে দিল। এরপর কয়েক দিন আর তার কোনো খবর পেলেন না তার পিতা-মাতা।
তারপর একদিন সৈন্যটির বাবা-মা সানফ্রান্সিসকোর পুলিশের টেলিফোন পেল। পুলিশ জানালো, তাদের ছেলে একটি উঁচু অট্টালিকার ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। পিতা-মাতা দ্রুত সানফ্রান্সিসকো গেলেন। সেখানে পৌঁছে দেখলেন, সত্যি সত্যি তাদের ছেলে আত্মহত্যা করেছে। ছেলের লাশ দেখে তাঁরা একাধারে অবাক এবং মর্মাহত হলেন। তারা দেখলেন, তাদের ছেলের একটি হাত ও একটি পা নেই।
©somewhere in net ltd.