নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপ কথা

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

রুপা

যা কিছু ভালো লাগে তাই শুনি, যা কিছু ভালো লাগে তাই বলি, যা কিছু ভালো লাগে তাই করি,

রুপা › বিস্তারিত পোস্টঃ

আমাদের ভালবাসা বিশুদ্ধ

১৩ ই জুন, ২০০৬ রাত ১:৫৩

আজকে যারা ভালবাসা খোঁজে তাঁরা হুমরি খেয়ে

পড়ে হৃদয়ের নারী পর্বতে

সোনালী শরীরে কোবরা হয়ে সুনীল গুহায়

প্রেতরুপে আসে, এই হাওয়ায় তৈরী প্রেম

রাগিনী চাইনা সখা;

ভালবাসা রূ্ন দগ্ধ ধু-ধু মরুভুমি পতনে ঝরে

পড়ার শব্দ।

সর্বনাশের ছোবলে চাইনা শরীরি হুমরি খাওয়া

সোনালী প্রেম কাম বাসনা!

ভালবাসা হৃদয়ের ওইবে অলৌকিক ঝংকার

সূর্যমুখী সকালের অপোয় খোলা জানালায়

বুকের পর্বতে রক্তিম রংগনের কবিতা শিল্পে

তেমন ভালবাসা আমি চাইনা যেখানে ভঙ্গিতে

নর্তকীর হাতে ফলের থালায় মাতাল নাচ

চেুনার অভিমানে ভালবাসা থাকবে বেঁচে

অনন্তকাল সুধায় এই ধরনীতে

আমাদের আদর হবে নরম জ্বোনাকী আলোর

এত তৃষ্ণার্ত নিশ্চিত সত্যে কাবিন নামায়

সাী হলে তবেই পাবে নারী হৃদয়ের পর্বত

খুড়ে সোনালী শরীর স্বর্ণচোরা কবুতর

হয়ে ঢুকবে সুনীল নাভীর সুরঙ্গে।

চার দেয়ালের শূণ্য ঘরে বসন্ত কাল রয়েছে

পানাহারে ভু-কম্পনে কাঁপেনী এই

নতিদীর্ঘ যৌবন, তোমার চেতনায় চর্যাপদ

থেকে উঠে এসেছে আমার ঘাস ফুল পৃথিবী

বৈচিত্রে স্নানে সিক্ত কর, সরল গস্খীবায় ভঙ্গিতে

চিম্বুক পাহাড়ে নিয়ে চল করবো বাসর রচনা তৈরী

কেটে যাবে আমাদরে ভালবাসা দেখে অন্যরা

তপ্ত মরুতে অপাপ বিদ্ধ হবেনা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০০৬ সকাল ৭:০৬

অতিথি বলেছেন: কবিতাটা সুন্দর হয়েছে। একটা কমনীয় প্রকাশ রয়েছে শব্দের গায়ে - রমনীয়!

২| ১৩ ই জুন, ২০০৬ সকাল ৮:০৬

অতিথি বলেছেন: রমনীয় এবং কোমল। এভাবেই লিখতে থাকুন।শারীরি যে প্রকাশ সংবেদনকে নষ্ট করে তা থেকে দূরে থাকাই উত্তম।

৩| ১৩ ই জুন, ২০০৬ সকাল ৮:০৬

রুপা বলেছেন: আসলে লিখতে গেলে কলমকে রোধ করতে পারিনা.........লিখে ফেলি

৪| ১৩ ই জুন, ২০০৬ সকাল ৮:০৬

আকাশনীলা বলেছেন: ভাল লাগলো....এর একটা করন অবশ্যই, আপনি মেয়ে বলে, অধিকাংশ মেয়ে কবি ই মনে হয় অনেক বেশি বেশি সংযত, যেটা না হলেও হয়।

৫| ১৩ ই জুন, ২০০৬ বিকাল ৪:০৬

অতিথি বলেছেন: রমনীয়, কমনীয় কোনো ব্যাপার না- যা কিছু সাবলীল, সহজবোধ্য আর পা্রণছোঁয়া সেটাই হোক কবিতার ভাষা।
এই সুন্দর অনবদ্য লেখাটির জন্য রূপাকে ধন্যবাদ।

৬| ১৩ ই জুন, ২০০৬ বিকাল ৪:০৬

অতিথি বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি। মন ছুয়ে যাওয়া সংলাপ.......।

৭| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৬:০৬

কালপুরুষ বলেছেন: চমৎকার কাব্যিক ব্যঞ্জনায় হৃদয়ের শাশ্বত বারতা। প্রেমের মানবীয় যুগলবন্দী শারীরিক ছন্দময়তায়। ভালবাসার অকৃত্তিম আস্ফালন নান্দনিক জৈবিকতায়।

লেখার হাত খুবই ভাল। অনেক পরিপক্ক।

৮| ১৪ ই জুন, ২০০৬ দুপুর ২:০৬

পথিক!!!!!!! বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.