নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানলা খুলে এমনি বসে চুপ,থমকে থাকা মেঘেরা বিদ্রুপ, অচেনা শহর,পথ,ঘাট,চোখের কোণে একটুকু চিকচক ।

রুপ।ই

হাত ভোরতি চাদের আলো ধরতে গেলেই নাই

রুপ।ই › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় শক্তি কিংবা গতানুগতিক

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

এই বছরে লেখার টেবিলে বসা হয়নি, আজই প্রথম বসা, ভিতরে একটা তাগিদ পাচ্ছিলাম নিজের ভাবনা গুলোকে গুছিয়ে লেখার। শাহবাগে আপামর জনতার ঢল নেমেছে শুধুমাত্র একটি দাবি নিয়ে যুদ্ধ অপরাধীর ফাঁসি চেয়ে। আমি কোনো রাজনীতি বোদ্ধা নই, নই কোনো দলের সমর্থক তবে দেশটাকে ভালবাসি । স্বপ্ন দেখি একদিন আমরা মালোয়েশিয়া বা সিংগাপুরের মত হতে পারবো। ওরা গরিব ছিলো আামাদেরই মত আজ ওরা কোথায় আর আমরা ৪১ বছরেও তেমন এগোতে পারিনি।

যতটুকু এগিয়েছে দেশ তা কিছু মানুষের সাহস আর পরিশ্রমের মাধ্যমে। সেই মানুষ গুলো কিন্ত রাজনিতীবিদ নন। তবে দেশকে কি দিয়েছেন আমাদের রাজনিতীবিদরা ? কি তাদের অবদান ? উত্তর টা সবাই জানেন ------------উনারা সবাই ধান্দাবাজ , মুদ্রার এপিঠ আর ওপিঠ । না হলে এতগুলো বছর চলে গেলো বিচার কাজটা শুরু হলনা কেন, এখন শুরু হলেও নানা আতাত , হিশাব নিকেশ চলছে...। আজকে যারা রাজপথে নেমেছে তারা কোনো লাভ এর আশায় শাহবাগে বসে নেই, এইসব তরুনরা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা গেছে বিবেকর তাড়নায়,আমাদের মত পচনধরা ফরমালিনযুক্ত বিবেক না, তাদের আছে তরতাজা বিবেক ।

ওদের হাত ধরেই বাংলাদেশ এগোতে পারবে, বলিস্ঠ কন্ঠে আান্তর্জাতিক হিস্যা ওরাই আদায় করে আনতে পারবে, আমাদের মত মিনে মিনে গলায় চামচা গিরি করে না।

শাহবাগে আন্দোলনের সচিত্র প্রতিবেদনে আমার চোখ খুঁজে ফিরে সেই ছেলেটি বা মেয়েটিকে যে হবে আমাদের মাহাথির মোহাম্মদ কিন্বা Lee Kuan Yew এর মত নেতা। কেউ কি বেড়িয়ে আসবেনা হাজার হাজার টগবগে তরুনের মাঝ থেকে আমাদের উদ্ধার করতে, অর্থনৈতিক মুক্তি দিতে !

আমরা যে বরন মালা সাজিয়ে বসে আছি সেই নিবেদিত প্রান দেশপ্রেমিকের জন্য ।আর কতকাল দেখতে হবে উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত ক্ষমতার তান্ডব ? তুমি কি সত্যি আসবেনা ? ....প্লিজ একটিবারের জন্য হলেও এসো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.