নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানলা খুলে এমনি বসে চুপ,থমকে থাকা মেঘেরা বিদ্রুপ, অচেনা শহর,পথ,ঘাট,চোখের কোণে একটুকু চিকচক ।

রুপ।ই

হাত ভোরতি চাদের আলো ধরতে গেলেই নাই

রুপ।ই › বিস্তারিত পোস্টঃ

ঘর পালানো পাখির ছদ্ধবেশ

০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫২





নাম : সুফিয়া আখতার

জন্মতারিখ: ২৬-০৫-১৯৮২

স্হায়ী ঠিকানা: ১১১/২ কাজীপারা, থানা - নেত্রকোনা সদর

জিলা-নেত্রকোনা

অস্হায়ী ঠিকানা : ৯৪/৩ বশীরউদ্দীন রোড,কলাবাগান

শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স মার্কেটিং, ঢাকা বিশ্ববিদ্যালয়

............................................................................................।
"

হুম এক্সপেক্টেড স্যালারি তো কভার লেটার এ উল্লেখ করেননি। এতক্ষনে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা এই পদ থেকে কি কি এক্সপেক্ট করছি।সুফিয়া সম্মতি সুচক মাথা নারল।মনে মনে হিসাব করে নিচ্ছে বর্তমানে যেখানে কাজ করে ওখানে ৩২ হাজার টাকা পায় এই অফিসের ঠাট বাট , টেবিলের ওপাশের ৩ জনের বেশ ভুসা, ঘড়ি,চশমার ফ্রেম ,সেল ফোনসেট প্রকটভাবে প্রকাশ করছে উনারা সমাজের উচু তলার মানুষ।১ লক্ষ টাকা চেয়ে বসলো সুফিয়া। মাঝখানের লোকটি একবারে ডান পাশের লোকের দিকে চোখের ইশারা করলো, লোকটি আস্তে করে বল্লেন , "সুফিয়া আমাদের আর কিছু বলার নেই আপনাকে আমরা পরে জানিয়ে দিবো ।"

বা দিকের বাঁকা করে বসা লোকটি কিছুই জিজ্ঞেস করেনি কেবল মোবাইল ফোন নিয়ে খেলছিলো । আশ্চর্য্য !

সুইং ডোর পেরি্যে একটা বড় নিশ্বাষ নিলো সে , উহু এত্ত টাইটফিট জামা পড়ে ঠিকমত নিশ্বাষ ও নেয়া যায় না ! ধ্যূত্তরি , এদিকে রিসেপশেনিস্ট মেয়েটি হাসিমুখে ভিজিটিং পাস ফেরত নিতে নিতে বলেই ফেলল "ম্যাডাম আপনাকে যদি নেয়া হয় আমরা অফিসে একজন সুন্দরী কলিগ পাবো ।"

সুফিয়া মুচকি হেসে বেরিয়ে গেলো এই ঝাঁ ঝাঁ রোদে, সিনজি ঠিক করে এখন গুলশান থেকে মতিঝিল অফিসে যেতে হবে। দুপুর রোদে কোথাও একটা সিনজি পাওয়া গেলো না, হাঁটতে হাঁটতে তিতুমির কলেজ পর্যন্ত যেতে হলো ২/১ টা যাও দেখা যায় তারা কেউ মতিঝিল যাবে না ।অগ্যতা রাস্তা পার হয়ে উল্টো দিকের ব্র্যাক ইউনিভার্সিটির সামনে পাওয়া গেলো একটা সিনজি । ভিতরের খাঁচায় নিজেকে ঢুকিয়ে দিয়ে ভেবে নিলো এই চাকুরিটা হলেই একটা পুরোনো গাড়ী কিনে নিবে আর ভালো লাগে না সিনজি,রিক্সা,ট্যাক্সি চড়তে ।



হা হা হা মফস্বল থেকে আসা সেদিনের সেই সুফিয়ার আজকের সোফিয়া হতে অনেকটা বন্ধুর পথ পেরোতে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েই নিজেকে নতুন ছাচে ঢেলে সাজিয়েছে, পোশাক-আশাক; চলন-বলন;জেসচার; কথা-বার্তা সবই বদলে ফেলেছে হুট করে কেউ পরিচিত হলে ভাবে বিদেশ থেকে পড়া বড়লোকের মেয়ে ! এই খোলনালচে বদলাবার জন্য সোফিয়া কে কম কষ্ট করতে হয়নি, প্রতিদিন সবাই যখন ক্লাস শেষে প্রেমিকের হাত ধরে ঘুরে বেরিয়েছে বা ডাস এর কলিজা সিঙ্গারায় কামড় দিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মেতেছে সোফিয়া তখন ভাষা ইনস্টিউট,ব্রিটিশ কাউনসিল,আবৃত্তি চর্চার ময়দানে তামিল নিয়েছে।রুমমেট নেপালি মেয়ে সুরুটি -ওর কাছ থেকে শিখেছে ফ্যাশন আর স্টাইল । কি করে নিজেকে আরো সুন্দর করে তুলে ধরা যায়। সেই সময় থেকেই অনবরত নিজেকে আরোও ধারালো বানিয়েছে সোফিয়া যা আজকের কর্পোরেট জগতের বহু কাঙ্ক্ষিত ।

তাই তুলোনামূলক ভাবে তার বন্ধুদের কাছে সোফিয়ার অবস্হান ঈর্ষনীয় । সোফিয়া জানে শুধু মেধা দিয়ে সমাজের উচু স্তরে পৌছানো যায় না এর জন্য নানা ফেক্টর লাগে, মামা-চাচার জোর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড,রুপের যথাযথ ব্যবহার,কূটচাল,ক্ষমতাবানদের সাথে সু-সম্পর্ক এমনি আর কত কি ! নাহলে এই বয়সে এত তাড়াতাড়ি এন্ট্রি লেভেল পোস্ট থেকে ডেপুটি ম্যানাজের হতে পারতো না।



মাহাবুব পায়ের উপড় পা তুলে মোবাইল ফোন নিয়ে গেইম খেলেছে ইন্টারভিউর পুরোটা সময়,মিটিং এ মাহাবুব মোবাইল দিয়ে ফেসবুক এ চ্যাট করে।সবাই বুঝে তাও কিছু বলে না কারন ম্যানেজমেন্টের নানা অপকর্মের ডান হাত এই মাহাবুব চৌধুরী ।এক সন্তানের পিতা অত্যন্ত সুদর্শন মাহাবুব ,সনামধন্য ব্যরিস্টারের একমাত্র কন্যার জামাতা , গুলশানের কোটি টাকার ফ্লাটে বসবাস করেন। মাহাবুবের একটা আলোকিত নয় এমন দিক আছে । সেলিব্নিটি নায়িকা দের সঙ্গ পছন্দ করে তাই তাকে প্রায়সই ঢাকার আশে পাশের প্রাইভেট রিসোর্টগুলোতে দেখা যায় ।অফিসে এ নিয়ে কানাঘুসা আছে, ইন্টারভিউ বোর্ডে মাহাবুব বা দিকের চেয়ারে বসে মোবাইলের স্ক্রীনে সোফিয়া কে দেখছিল আর ভাবছিলো মেয়েটা নাটক সিনেমায় নামলেই পারত, এত ঝা চকচকে চেহারা খুব কমই কর্পোরেট জগতে দেখা যায় না। তারই ইউনিটে একে নিতে হবে ভাবতেই মনটা ফুরফুরে হয়ে গেলো । সিমকি চলে যাবার পর অফিসে লেট নাইট কাজ করে আর মজা নেই । হাহাহাহা...................



নাসিম সাহেব মোটামোটি দুইজনকে সিলেক্ট করেছেন এই পোস্টের জন্য কিন্ত্ত ইকুয়েল অপরচুনিটির নামে মেয়েটি সামান্য এগিয়ে আছে ছেলেটির তুলনায় । অবশেষে সোফিয়া জয়েন করে বিপুল সুজোগ সুবিধা নিয়ে, কাজ করতে গিয়ে সোফিয়া ঠিকি ধূর্ত শিয়াল মাহাবুবকে চিনে ফেলেছে। মাহাবুব সোফিয়ার চোখে সেই সেলিব্নিটি তরুনীদের চোখের ভাষা দেখেছে, সেই একই লোভের প্রতিচ্ছবি, ভোগ-বিলাশ, সমাজের উপড় তলায় উঠবার তাড়না আকুতি তা যেমন করেই হোক না কেন।



সহজ সরল হিসাব লেনদেনের কোথাও দুর্বোধ্য কিছু নেই, এখানে ইমোশোনের কোনো জায়গা নেই, এই সুন্দরী ললনারা চায় অর্থ,যশ, ক্ষ্যাতি,প্রতিপত্তি বিনিময়ে মাহাবুবরা চায় মনোরঞ্চন ওদের ভাষায় কমপ্লিট স্যাটিসফেকশন । মারকেটিং এর ভাষায় উইন উইন সিচুয়েসন কোনো জোর জবরদস্তি নেই , জেনে শুনে এই সাপ লুডু খেলা উভয়পক্ষের। কিছুটা রিস্ক আছে কিন্তু কিছু পেতে হলে কিছু তো রিস্ক নিতেই হয় । সিমকি ও নিয়েছিলো এখন অন্য আফিসে আরো ভাল পোস্টে জয়েন করেছে , বিয়ে করে এখন সংসারী ।



স্বন্ধ্যা থেকেই ফোনেটা বেজেই চলছে ও পাশে কেউ ধরে না, ঘরের পাশের বারান্দায় বসে বসে লালচে আকাশ দেখছে সোফিয়া, চা এর স্মূক্ষ্ম ধোঁয়া একে বেকে উপরে উঠছে যেমন করে মফস্বলের একতলা বাড়ী থেকে সোফিয়া উঠেছে এই ১৪ তলা ভবনের টপ ফ্লোরে।জানে সে কে ফোন টা করেছে মাহাবুব চৌধুরী , আজকে রাতে ওয়েস্টিনে ডিনারের পর বায়ারের সাথে নিভৃতে হোটেলের রুমে সময় কাটানোর সময় কোন প্রোজেক্ট ফাইলটা তার ল্যাপটপ থেকে পেন ড্রিইভ দিয়ে সরিয়ে নিতে হবে সেটা নিয়ে আলোচনা করবে। সিগারেটে ধোয়া ছাড়তে ছাড়তে সোফিয়া ভাবে এই জীবন কি ও চেয়েছিলো ? ডুবন্ত মানুষের জীবন , পুরো শরীর যার নর্দমার ময়লা পানিতে ডুবে আছে কেবল নাকটা আছে জেগে যেটা তাকে মাঝে মাঝে গন্ধ দেয় শুদ্ধতার ।



আজকাল আর ভালো লাগে না তার কিছু । মনে হয় কেন সে আর ১০ টা মেয়ের মত সাধারন জীবন বেছে নেয়নি , যত টাকার পিছে

ছুটেছে তত একা হয়ে পড়েছে । গুন গুন করে গেয়ে উঠে সোফিয়া

ভয় দেখাশ না প্লিজ..............।



মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৭

মামুন রশিদ বলেছেন: আর একটু ডিটেইল হলে ভালো হত, যেমন সুফিয়ার সামনে কিছু সংকট তৈরি হলো তারপর এটাকে সে ওভারকাম করলো ।


গানটা সুন্দর ।

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৪

রুপ।ই বলেছেন: আমার লেখাগুলোর এটা একটা বড় সীমাবদ্ধতা , লেখা ছোটো
শেষটা ঝপ করে শেষ হয়ে যায় । ধন্যবাদ আপনাকে এটা আমি চেষ্টা করবো কাটিয়ে উঠতে ।

২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৫

রুপ।ই বলেছেন: ধন্যবাদ লেখা পড়বার জন্য ।

৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এক্সপেকটেড স্যালারি সিভির বিষয় নয় ওটা কাভার লেটারে বা জব এপ্লিকেশনে থাকে :)

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৭

রুপ।ই বলেছেন: ভূল ধরিয়ে দিবার জন্য ধন্যবাদ । খেয়াল করিনি এতদিন এইচ আর এ কাজ করেও। ঠিক করে দিলাম।

৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:১১

আর.হক বলেছেন: সুন্দর

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৮

রুপ।ই বলেছেন: ধন্যবাদ লেখা পড়বার জন্য ।

৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ভাল লাগলো

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৯

রুপ।ই বলেছেন: আপনার নামটি চমৎকার ।ধন্যবাদ লেখা পড়বার জন্য ।

৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪

রেজোওয়ানা বলেছেন: বেশ লিখছেন!

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৫১

রুপ।ই বলেছেন: আপনাদের মত লেখিকারা যখন ভাল বলেন বুঝি না কি বলতে হয় উত্তরে তার । আমি চেষ্টা করছি কিছু লেখা জোখার ।ধন্যবাদ লেখা পড়বার জন্য ।

৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

মামুন রশিদ বলেছেন: আর একটু ডিটেইল হলে ভালো হত, যেমন সুফিয়ার সামনে কিছু সংকট তৈরি হলো তারপর এটাকে সে ওভারকাম করলো ।

আমিও সহমত।

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৬

রুপ।ই বলেছেন: আমি কোনো লেখায় কোনো সংকট ওভারকাম করবার উপায় বলি না এটা আমি ইচ্ছাকৃতভাবে করি ।আমি ভাবি একেকজন পাঠক তার মত করে ভেবে নিবে এ ধরনের সংকট থেকে বের হবার উপায়। আর মামুন ভাই যেটা বলেছেন , আমার লেখাগুলোর এটা একটা বড় সীমাবদ্ধতা , লেখা ছোটো শেষটা ঝপ করে শেষ হয়ে যায় । শুরুটা যেমন হয় শেষটা তেমন হয় না ।

৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন।একটু বেশি সংক্ষেপ হয়ে গেছে।

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৭

রুপ।ই বলেছেন: আপনারা ভূলগুলো ধরিয়ে না দিলে আরো ভালো লিখবো কি করে বলুন তো ? চেষ্টা করব ভুল শুধরে নিতে ।

৯| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৯

জ্যোস্নার ফুল বলেছেন: মনে হয় ঠিকই আছে সংক্ষেপ হয়নি। ডিটেইলসই আছে।
শুরু, ডিটেইলস, শেষ। সবই এইখানে।
সহজ সরল হিসাব লেনদেনের কোথাও দুর্বোধ্য কিছু নেই, এখানে ইমোশোনের কোনো জায়গা নেই, এই সুন্দরী ললনারা চায় অর্থ,যশ, ক্ষ্যাতি,প্রতিপত্তি বিনিময়ে মাহাবুবরা চায় মনোরঞ্চন ওদের ভাষায় কমপ্লিট স্যাটিসফেকশন । মারকেটিং এর ভাষায় উইন উইন সিচুয়েসন কোনো জোর জবরদস্তি নেই , জেনে শুনে এই সাপ লুডু খেলা উভয়পক্ষের। কিছুটা রিস্ক আছে কিন্তু কিছু পেতে হলে কিছু তো রিস্ক নিতেই হয় । সিমকি ও নিয়েছিলো এখন অন্য আফিসে আরো ভাল পোস্টে জয়েন করেছে , বিয়ে করে এখন সংসারী ।

তবে গল্পে সোফিয়াকে যেভাবে করুনাত্রয়ী দেখানো হয়েছে বাস্তব জীবনে ব্যাপারটা আসলে তেমন হয়না।

সোফিয়ারাই মাহাবুবদের সুজোগ করে দেয়, মাহাবুবরা সুজোগ নিয়ে সোফিয়াদের অন্য সুজোগ করে দেয়।

এইখানে কেউই করুনাময়ী অথবা করুনাত্রয়ী না।

সিগারেটে ধোয়া ছাড়তে ছাড়তে সোফিয়া ভাবে এই জীবন কি ও চেয়েছিলো ?


অপরাধের পরে প্রায় সবারই একটা সময় এইধরনে একটা ফিল আসে, তবে সেটা বেশিক্ষন স্থায়ী হয়না।
মুলত সোফিয়া অবশ্যই এই জীবন চেয়েছিল, এইজন্যই ভার্সিটিতে আসার পরথেকেই সে নিজেকে প্রিপেয়ার করতে শুরু করে।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

রুপ।ই বলেছেন: সুন্দর কমেন্ট, আমি আপনার সাথে সহমত। সোফিয়ারা জেনে বুঝেই এ পথে পা দেয় ,মাহাবুবরা ও জানে কে কি চায়। সব হিসেব করা দাবার চাল । বিনিময় বানিজ্য । সোফিয়ার মন মাঝে মাঝে খারাপ হয় সেটা সাময়িক মনোকষ্ট । কারন এথিক্স, সততা , বিশ্বস্ততা এগুলো সে কবেই ধূয়ে মুছে ফেলেছে জীবন থেকে ।

১০| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০

নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনি কি ঢাবির স্টুডেন্ট? মার্কেটিং?

জিজ্ঞেস করেছি কারন মার্কেটিং বিভাগের এক সিনিয়র আপুর জীবনের সাথে অনেকটাই মিল পাচ্ছি সোফিয়ার। মনে হচ্ছে আপনি সেই আপুর জীবনের ওপর বেইজ করেই সোফিয়াকে সাজিয়েছেন।

গল্পে ভাললাগা।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

রুপ।ই বলেছেন: এটা কোন আনকমন কাহিনী না । একটু ভালো ভাবে লক্ষ্য করলেই বুঝবেন কোর্পোরেট ওয়ার্ল্ডে এমনি অনেক অজানা কাহিণী আছে । আমার মোটামুটি দীর্ঘ কর্মজীবনে আছে নানা ঘটনা ,দূর্ঘটনা যা খুব কাছ থেকে দেখেছি তাই লেখায় তার প্রতিফলন ।ধন্যবাদ লেখা পড়বার জন্য ।

১১| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০২

অপর্ণা মম্ময় বলেছেন: হঠাৎ শেষ হয়ে গেলো গল্পটা ।

শুভেচ্ছা ।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

রুপ।ই বলেছেন: আমি ক্ষমা চেয়ে নিচ্ছি । আমি ভাল লিখতে পারি না বলে । অল্প অল্প চেষ্টা করে যাচ্ছি । আপনি খুবই ভাল লিখেন আমি পড়েছি তাই আপনাকে এখানে পেয়ে ভালো লাগলো । আপনাদের থেকে আমি শিখতে চাই, আপনাদের লেখা আমাকে ভাবায় । মনের ভাবগুলো প্রকাশ করা টা কেমন দিন দিন কঠিন হয়ে পড়ছে ।

১২| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:১৯

~মাইনাচ~ বলেছেন: ভালই লেগেছে

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

রুপ।ই বলেছেন: ধন্যবাদ লেখা পড়বার জন্য ।

১৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: পুরাই ভিন্য ধর্মি লেখা । ভালো লেগেছে ।

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

রুপ।ই বলেছেন: ধন্যবাদ লেখা পড়বার জন্য ।

১৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০

হাসান মাহবুব বলেছেন: গল্প মোটেও ভিন্নধর্মী না, গতানুগতিক। গানটা শুনতে হবে।

লেখালেখি চলুক।

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

রুপ।ই বলেছেন: সহমত , খুবই আটপৌড়ে কাহিনী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.