নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

স্টেশনে প্রেমিকার অপেক্ষায় ২০ বছর

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

সত্যিকারের প্রেমে পড়ে চণ্ডিদাস নাকি শুকনো পুকুরেই ১২ বছর ধরে বড়শি পেতে অপেক্ষা করেছেন রজকিনীর জন্যে । ইউসুফের প্রেমের অপেক্ষায় থেকে থেকে জুলেখা হয়ে গেছেন থুড়থুড়ে বুড়ি । লাইলির প্রেমের টানে পথে পথে ঘুরে কায়েছ হয়েছেন মজনু বদ্ধ উন্মাদ । এমন সব প্রেম কাহিনীকে হার মানানোর আরেক কাহিনীর জন্ম দিয়েছেন তাইওয়ানের অহ জি । ৪৭ বছরের অহ জি গত ২০ বছর ধরে একটি রেলস্টেশনে, অপেক্ষা করছেন তার প্রেমিকার জন্য । রেলস্টেশনেই প্রেমিকার সঙ্গে তার দেখা হওয়ার কথা ছিল ।
কোনো বাঁধাই হার মানাতে পারেনি এই প্রেমিককে । এত কষ্টের ভেতর দিয়েও টানা দুই দশক ধরে তাইওয়ানের তাইনান রেলস্টেশনে প্রেমিকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন অহ জি । তাকিয়ে থাকেন যাত্রীদের দিকে, আর ভাবেন, এই বুঝি এল তার ভালোবাসা । তার প্রেমিকার এতদিনে বিয়ে হয়ে গেছে বা তিনি কোথাকার বাসিন্দা, তাও পরিষ্কার বলছেন না জি । শুধু অপেক্ষাই করে যাচ্ছেন ।
স্টেশনে আসা-যাওয়া করা লোকজন প্রতিদিন অহ জিকে দেখেন, ঠিক এক জায়গাতেই দাঁড়িয়ে আছেন জি । প্রথম কয়েক বছর জি অপেক্ষা করতেন রেলস্টেশনের প্রবেশমুখের সামনে একটি সিঁড়ির ওপর । ইদানীং তিনি দাঁড়ান বহির্গমন পথের সামনে । প্রতিটি ট্রেন থেকে নেমে আসা যাত্রীদের দিকে তাকিয়ে থাকেন জি । চলার পথে মানুষও তাকিয়ে দেখেন অসহায় দাঁড়িয়ে থাকা লোকটিকে । অনাহারে খোলা আকাশের নিচে অপেক্ষারত জিকে ।
এত বছরে সবারই পরিচিত মুখ প্রেমিক জি । কেউ একটু খাবার দিয়ে যান । কেউ একটি পোশাক । প্রথম দিকে মাঝে মধ্যে পরিবারের কেউ এসে তাকে বুঝিয়ে-সুজিয়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তবে তাতে রাজি হননি জি । বছর তিনেক আগে সমাজকর্মীরা তাকে ধরে নিয়ে ভর্তি করিয়েছিলেন একটি হাসপাতালে । সেখান থেকে তিন দিনের মাথায় পালিয়ে ঠিক আগের জায়গাতেই অবস্থান নিয়েছেন তিনি ।
ইদানীং জির ব্যাপারটি নিয়ে জড়িত হয়ে পড়েছে তাইনান শহর সমাজকল্যাণ কর্তৃপক্ষ । শহরের মেয়রও তাকে একদিন চার্চের ভোজসভায় নিয়ে যান । সেখানে তার পরিবারের লোকজনকেও দাওয়াত দেওয়া হয়; কিন্তু কিছুতেই বুঝতে চান না জি । তার এক কথা, প্রেমিকার জন্য অপেক্ষা করে যাবেন ।

সূত্রঃ ইন্টারনেট

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩০

শায়মা বলেছেন: হায় হায় !!!!


এতদিন জানতাম প্রেমের মরাল জলে ডোবে না .....

এখন দেখি স্টেশন থেকেও নড়ে না!!!!!!!:(

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এঁদেরকেই পাগল প্রেমিক বলে । আফসোস, প্রেমিকারা এঁদেরকে মূল্য দিতে জানে না!

২| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

জেন রসি বলেছেন: ব্যাপক মজা পাইলাম!!!

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কী বলেন ভাই? আমি তো উনার দুঃখে দুঃখিত! অথচ আপনি মজা পেলেন?

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

ডার্ক ম্যান বলেছেন: প্রেমিক নাম্বার ওয়ান।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম! পাগল প্রেমিক বলে কথা! এঁরা প্রেমের জন্যে সব করতে পারেন ।

৪| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৪

হাবিব ইমরান বলেছেন: আমি আপ্লুত !
আমি মুগ্ধ !
এটা ভেবে যে জগতে এখনও সত্যিকারের প্রেমিক আছে ।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও আপনার মত আপ্লুত, মুগ্ধ এই ভেবে যে, ভেজালের এই পৃথিবীতে এখনো এমন খাঁটি প্রেমিক আছে ।

৫| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭ ০
লেখক বলেছেন: এঁদেরকেই পাগল প্রেমিক বলে । আফসোস, প্রেমিকারা এঁদেরকে মূল্য দিতে জানে না!



আহা

এই পাগলকে মূল্য দিয়ে মরবে নাকি!!!!!!!! কি বলো ভাইয়ু!!!!!!!!!

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চিন্তার বিষয়!

৬| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: খারাপ লাগলো। লোকটা আশা নিয়েই বেচে থাকুক। হয়তো যেদিন বুঝবে দেখবার আর আশা নাই সেদিন সেও ঝরে যাবে। কেবল মাত্র মানুষই নিঃস্বার্থভাবে গভীর ভালোবাসা ধারন করতে জানে।

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সংসার সাগর সুখদুঃখ তরঙ্গের খেলা,
আশাই তার একমাত্র ভেলা!

৭| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১২

শায়মা বলেছেন: হা হা


আহা !!!!! :P

৮| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে?

মর্মস্পর্শি ।

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? যথার্থই বলেছেন ।

৯| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


দু:খজনক ঘটনা

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম!

১০| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৯

তুষার কাব্য বলেছেন: গভীর প্রেম ! এমন প্রেম শুধু কষ্টই দেয় !!

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বেচ্ছায় নেয়া দুঃখকে ঐশ্বর্যের মতই ভোগ করা যায় ।

১১| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬

ইকরাম বাপ্পী বলেছেন: ঢাকা ভার্সিটির রোকেয়া হলের সামনেও শুনেছিলাম এমন একজন আছে, গেইটের কাছে দাঁড়িয়ে থাকে...... ... কেউ একজন বলেছিলো... ... জানিনা কতটা ঠিক... ...

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আহারে! খাঁটি প্রেমিকদের কেউ চেনে না! এই দুঃখ কোথায় রাখি?

১২| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: শায়মা বলেছেন: হায় হায় !!!!


এতদিন জানতাম প্রেমের মরাল জলে ডোবে না .....

এখন দেখি স্টেশন থেকেও নড়ে না!!!!!!!:(

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: যুগে যুগে প্রেমের কতো রুপ!

১৩| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮

এস কাজী বলেছেন: বলেছেন: ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭ ০
লেখক বলেছেন: এঁদেরকেই পাগল প্রেমিক বলে । আফসোস, প্রেমিকারা এঁদেরকে মূল্য দিতে জানে না!



আহা

এই পাগলকে মূল্য দিয়ে মরবে নাকি!!!!!!!! কি বলো ভাইয়ু!!!!!!!!!

হাহাহাহাহ সায়মা আপু B-)

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সায়মাপু বাস্তববাদী কথা বলেছেন!

১৪| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: এতো দেখি প্রেমের আরেক ইতিহাস সৃষ্টি করেছেন।
ধন্যবাদ ভাই রুপক বিধৌত সাধু। দারুণ একটা ঘটনা তুলে ধরেছেন।

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ দাদা! ভালো থাকুন ।

১৫| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৪

নৈশ শিকারী বলেছেন: এযুগে মানুষের সেই আবেগও নাই এমন প্রেমও নাই! এমন দৃষ্টান্ত সমগ্র পৃথিবিতে খুব কমই পাওয়া যাবে।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিকই বলেছেন! এমন দৃষ্টান্ত সমগ্র পৃথিবীতে খুব কমই । বিজ্ঞান দিয়েছে বেগ, নিয়েছে আবেগ!

১৬| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৭

বোকামানুষ বলেছেন: জেনে খারাপ লাগলো

তবে শায়মা আপুর মন্তব্য পড়ে মজা লাগলো

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো!

১৭| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১২

হাসান মাহবুব বলেছেন: এমন মানুষও আছে!

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন প্রেমিক আছে বলেই পৃথিবীতে এখনো প্রেম আছে!

১৮| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৭

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



হ্যা ..... এই সেই প্রেম , যে প্রমে ট্রয় ধংশ হয় , তাজমহল গড়ে ওঠে !

শায়মার মন্তব্যে দারুন হাসি পেল ।

শায়মা বলেছেন: হায় হায় !!!!
এতদিন জানতাম প্রেমের মরা জলে ডোবে না .....
এখন দেখি স্টেশন থেকেও নড়ে না!!!!!!!:

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেম শুধু মিলনই দেয়না বিরহও দেয়..

বিরহী খাঁটি মজনু প্রেমিকের জণ্য সহানুভূতি

বিরহের যে আগুনে পুড়ে তিনি খাঁটি হয়েছেন- তা অমূল্য। বাহ্যত হয়তো মূল্যহীন বস্তুবাদের কাছে স্রেফ পাগলামী.. কিন্তু অাত্মার কাছে এক অমূল্য সম্পদ।
অহ জি র জন্য একরাশ ভালবাসা :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.