নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

স্ত্রীর প্রেমে ২২ বছর পাহাড় কাটলেন স্বামী

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২০


ভারতীয় এক নাগরিক স্ত্রীর প্রেমে ২২ বছর যাবত পাহাড় কেটে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন । সেই গল্প লাইলি মজনুর প্রেমের মতই স্মরণীয় ।

নাম দশরথ মাঞ্জি । পেশায় একজন শ্রমিক । পূর্ব ভারতের বিহারে ছিল তার বসবাস । ১৯৫৯ সালে একটি দুর্ঘটনায় তার স্ত্রী মারাত্মক আহত হয় । কিন্তু উঁচু পাহাড়ের কারণে ঠিক সময় স্ত্রীকে হাসপাতালে নিতে পারেননি দশরথ মাঞ্জি । পথে মারা যায় দশরথ মাঞ্জির স্ত্রী । স্ত্রী মারা যাওয়ার পর দশরথ মাঞ্জি ভাবলেন, তিনি এ পাহাড় কেটে এমন এক পথ তৈরি করবেন, যাতে আর কারও স্ত্রী এভাবে মারা যেতে না হয় ।

সেই থেকে একটি হাতুড়ি এবং শাবল দিয়ে পাহাড় কাটা শুরু করেন দশরথ মাঞ্জি । তখন গ্রামবাসীরা দশরথ মাঞ্জিকে পাগল বলে আখ্যায়িত করতে থাকে ।

তবে এ পাগলই ২২ বছরে অসম্ভবকে সম্ভব করে দেখান । পাহাড়ের বুক কেটে ৩৬০ ফুট লম্বা পথ তৈরি করেছেন । যার কারণে হাসপাতালটির পথ ৫৫ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটারে কমে আসে ।

দশরথ মাঞ্জি ২০০৭ সালের ১৭ আগস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান । কিন্তু আজও থেকে গেছে দশরথ মাঞ্জির এ কাজটি । দশরথ মাঞ্জি স্বামী-স্ত্রীর ভালবাসার এক অনন্য প্রেরণা । যে বন্ধন পাহাড়ের বুক চিড়তেও প্রেমিককে বাধ্য করে ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: ব্যপার কি ভাইয়া! তুমি দেখি সব পাগল প্রেমীদের গল্প নিয়ে আসছো আজকাল !

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শায়মাপু, সবার ওপরে প্রেম সত্য, তাহার ওপরে নাই । ভেজালের এই দুনিয়ায় খাঁটি প্রেমের নির্যাসটুকু তুলে আনার চেষ্টা করছি মাত্র!

২| ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সূফি বরষণ বলেছেন: ভাই এটা চীনের প্রাচীন রূপকথার গল্প

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সুফি ভাইয়া, রূপকথার মত মনে হলেও এটা কিন্তু বাস্তব গল্প! অবশ্য এমন প্রেম বর্তমানে বিরল ।

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

শায়মা বলেছেন: বুঝেছি বুঝেছি! :P

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম!

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: বাইশ বছর পাহাড় কেটে রাস্তা তৈরী করার গল্প ভারতের। কয়দিন আগেই কে যেন পোষ্ট দিয়েছিল। রুপক ঠিক আছে।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট দিতেও পারে । আমার চোখে পড়েনি ।
-আমি লেখাটা নিয়েছি মূলত ইন্টারনেট থেকে । এখানে শেয়ার করলাম । ধন্যবাদ ।

৫| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫১

tareqbaiya বলেছেন: একটি ছবি দিলে ভাল হত। গত কয়েক দিন আগে চট্টগ্রাম স্ত্রী প্রেমিকার হাতে স্বামী খুন এমন একটি খবর পেলাম । কত ভালবাসা

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবি পোস্ট করতে পারি না, ভাই!
-হ্যা, ওই খবরটা পড়েছি । সত্যিই খারাপ লেগেছে । অহরহ এমনসব ঘটনা ঘটে, বাকরুদ্ধ হয়ে যাই ।

৬| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: ঘটনা ভারতের এটা নিশ্চিত, চায়নার রুপকথা নয়। রুপকরে ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: চীনেও এমন একটা ঘটনা ঘটেছিল । স্ত্রীর চলাফেরার সুবিধার জন্য স্বামী পাহাড় কেটে সিঁড়ি বানিয়েছিলেন । সুফি বরষণ ভাই বোধহয় সেই ঘটনার সাথে এই ঘটনাকে গুলিয়ে ফেলেছেন । অবশ্য দুটি ঘটনার একটা ক্ষেত্রে মিল আছে । দুটিই প্রেমের ঘটনা ।

৭| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৭

বেকার সব ০০৭ বলেছেন: এই নেন আপনার গল্পের আসল নায়ক দশরথ মাঞ্জির ভিডিও লিংক

Dashrath Manjhi

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৮| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩০

আব্দুল্যাহ বলেছেন: ঘটনা সত্য, এতোদিন পর এভাবে প্রকাশ পাবার কারণ হলো সম্প্রতি ভারতে Dashrath Manjhi ছবিটি মুক্তি পেয়েছে। দেখেছি, আসলেই অসাধারণ।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনাকে ধন্যবাদ । ছবিটা দেখতে হবে ।

৯| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


মানুষ ভালোবাসা থেকে বড় বড় কাজ করেছে পৃথিবীতে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । আবার এই প্রেমের জন্যই অনেক সভ্যতা ধ্বংস হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.