নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

অসভ্য পাকিস্তানি টিভিতে "ফান অনুষ্ঠানের" নামে চরম অপমান করল আমাদের নারী ক্রিকেটার সালমা ও লতাকে

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০২

-যারা বলেন, পাকিস্তান ক্রিকেট টিমকে, পাকিস্তানকে আমরা এত ঘৃণা করি কেন?
-যারা বলেন, খেলার সাথে রাজনীতি মেশাবেন না,
-যারা বলেন, বাংলাদেশ প্রমিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন সালমা উর্দুতে কথা বলায় তেমন জাত যায় নি, আর সামান্য ব্যাপার বলে উল্টো ব্যঙ্গ করেছেন; নিচের স্ট্যাটাসটি মূলত তাদের জন্য। বাংলাদেশে জন্ম নিয়ে থাকলে, বিন্দুমাত্র দেশপ্রেম- জাত্যাভিমান থাকলে স্ট্যাটাসখানা অবশ্যই পড়বেন।

পাকিস্থানের জনপ্রিয় টিভি চ্যানেল জিও নিউজ এ বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাম্প্রতিক হার নিয়ে তারা পুরো বাংলাদেশ এবং বাঙালি জাতিকে অপমান করে। আসুন দেখে নিই তারা কী কী অপমানজনক উক্তি করেছে:

১) অনুষ্ঠানের শুরুতে সালমা খাতুনকে কাঁদতে কাঁদতে স্টেজে উঠতে দেখে অনুষ্ঠান পরিচালক প্রশ্ন করেন, "আপনি কাঁদছেন কেন? খেলায় হারজিত তো থাকবেই!"
উত্তরে সালমা জানান:-"তাহলে এভাবে দাওয়াত দিয়ে এনে হারানোর কী দরকার ছিল?"
তারপর পরিচালক তাচ্ছিল্য ভরে বললেন, "আপনাদের যদিও ভি আই পি সিকিউরিটি দিয়ে আনা হয়েছে, কিন্তু আসলে আপনাদের সোশ্যাল সিকিউরিটিরও যোগ্যতা নেই।"

২) তারপর প্রশ্ন করা হয়, "আপনাকে উর্দু শিখিয়েছে কে?"
উত্তরে সালমা জানালেন, "ফেসবুকে আমার অনেক পাকিস্তানি ফ্রেন্ড, ফলোয়ার আছে তো! তারা শিখিয়েছে।"

৩) তারপর বলা হয়, "আপনার সানগ্লাস দেখে মনে হয় আপনি উড়োজাহাজে নয়, মোটরসাইকেলে চড়ে এসেছেন।"

৪) সবশেষে শিক্ষাগত যোগ্যতা নিয়ে উপহাস করা হয়। অনুষ্ঠান পরিচালক তাচ্ছিল্য ভরে বলেন, "শুনেছি আপনি বি.এ পাস করেছেন? আমার তো মনে হয় কালা যাদু করেছেন।"

একটা কথা না বললেই নয়, খেলাকে আমরা খেলার মতোই দেখি, পাকিস্তান আমাদের জাত শত্রু হলেও আমাদের ক্রিকেট টিম এদের গত সফরে হোয়াইটওয়াশ করার পরেও আমরা কিন্তু কোনো টিভি চ্যানেলে এদের নিয়ে ট্রল বানাইনি।

আর এরা যে বিবেক বর্জিত জাতি, তা আবার প্রমাণ করল আমাদের জাতীয় ক্রিকেটারদের অপমান করে, এমনকি ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও মজা করেছে। অথচ এদের অনেক জাতীয় ক্রিকেটার এক লাইন ইংরেজিও বলতে পারে না! যারা তারপরও পাকিস্তান বলতে অজ্ঞান, তারা ভিডিওটা দেখে নিতে পারেন।

সংগৃহীত ও পুনর্লিখিত





মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

প্রামানিক বলেছেন: ধিক্কার জানাই

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১

সাদী ফেরদৌস বলেছেন: পাকিস্তানকে আমাদের শুধু ঘৃণাই নয় , কোন পাকিকে দেখলে তিনবার থুঃথুঃ ফেলার বাধ্যতামূলক আইন করা উচিত । কুত্তার নাপাক পানিতে পয়দা এই জাতির অধিকাংশ মানুষ ভয়ানক জঘন্য । নারী মাদক আর টাকা ছাড়া এরা কিছু বুঝে না ।
ভিডিও টার লিঙ্ক দেন তো ভাই ।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ১৮. ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩ ০
রূপক বিধৌত সাধু বলেছেন: https://www.youtube.com/watch?v=53mOw-Nl1z0
অসভ্য পাকিস্তানি টিভিতে 'ফান অনুষ্ঠানের' নামে চরম অপমান করল আমাদের নারী ক্রিকেটের সালমা লতাকে
youtube.com ·

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৩

গোধুলী রঙ বলেছেন: প্রামানিক বলেছেন: ধিক্কার জানাই

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ভিডিওটা কই?
আগে দেইখ্যা লই
ভিডিওটা কই?
আগে দেইখ্যা লই

তার পর মাথা মোটাদের
সাইজ করবো।
তার পর মাথা মোটাদের
সাইজ করবো।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: https://www.youtube.com/watch?v=53mOw-Nl1z0
অসভ্য পাকিস্তানি টিভিতে 'ফান অনুষ্ঠানের' নামে চরম অপমান করল আমাদের নারী ক্রিকেটের সালমা লতাকে
youtube.com ·

৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৮

বিষন্ন পথিক বলেছেন: এই জন্যই সারা দুনিয়ার মানুষ 'পাকি' গালিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এদের কাছ থেকে মন্দ ছাড়া ভালো কিছু আশা করা বোকামো ।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
কুত্তার নাপাক পানিতে পয়দা এই জাতির অধিকাংশ মানুষ ভয়ানক জঘন্য।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

অমিত অমি বলেছেন: আজ বলতে ইচ্ছে করে সাড়ে ৭ কোটি জন্ম দিয়েছ হে জননী রেখছো পাকিস্তানি করে মানুষ করনি।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২

জুন বলেছেন: আমাদের পশ্চিম দিকে যতদুর চোখ যায় দেখবেন বেশিরভাগ মানুষগুলো অসভ্য আর অসভ্য রূপক সাধু। এ আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি । কিছুদিন আগে কলকাতায় টিভিতে শিশুদের গানের প্রতিযোগীতার অনুষ্ঠানে ( আমি আবার টিভি খুবই কম দেখি) বাংলাদেশি এক শিল্পীকে কি অপমান করলো ।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: পাকিস্তানের কথা বলাই বাহুল্য! আর ভারত? ওরা আমাদের শিল্পীদের নিচু চোখেই দেখে, আমাদের শিল্পীদের খুব একটা নিমন্ত্রণও করা হয় না ওখানে । অথচ প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করে ভারত থেকে অভিনয় শিল্পী আনা হয় । বড় লজ্জার কথা!
আমাদের একটা টিভি চ্যানেলও ওখানে দেখানো হয় না । আর আমরা ওদের চ্যানেল ছাড়া একদিনও চলতে পারিনা । আসলে আমাদের আত্মসম্মানবোধের বড়োই অভাব ।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: পাকিস্তান একটা দেশ.... আর তেলাপোকাও একটা পাখি... ওরা কি বললো, কি করলো আমাদের তাতে কিছুই যায় আসেনা। যেই দেশে ভ্রমনের সিল পাসপোর্টে থাকলে অন্য আর কোন দেশ ভিসাই দিতে চায়না, সেই দেশ নিয়ে আর বলার কিছু নেই। আমাদের প্লেয়াররা যে ঐ দেশে গেছে, সেটা অনেকটা দয়াপরবশ হয়ে। এই ভিজিটের রেফারেন্সে ওরা অন্য দেশ থেকে খেলতে আসার জন্য সাহস দিতে পারবে। বলবে ওরা খেলে গেছে, কিছু হয়নি, এবার তোমরাও আসো, ভয়ের কিছু নেই... এরকম আরকি।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: 'আমাদের প্লেয়াররা যে ঐ দেশে গেছে, সেটা অনেকটা দয়াপরবশ হয়ে। এই ভিজিটের রেফারেন্সে ওরা অন্য দেশ থেকে খেলতে আসার জন্য সাহস দিতে পারবে। বলবে ওরা খেলে গেছে, কিছু হয়নি, এবার তোমরাও আসো, ভয়ের কিছু নেই... এরকম আরকি।' সেটাই । এই অকৃতজ্ঞদের কাছ থেকে অপমান ছাড়া বেশি কিছু আশা করা যায় না ।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১

চাঁদের আলো: বলেছেন: পাকি কা বাচচা কাভি নেহি আচছা । জো ভি আচছা কুত্তা কা বাচচা ।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৩

গেম চেঞ্জার বলেছেন: যদিও সালমার উর্দু বলাটা অপরাধের পর্যায়ে নিয়ে যাওয়াটা বেখাপ্পা দেখায় তারপরও ওঁর উর্দুপ্রীতি নিয়ে আপত্তি চলে এল এখন। পাকিদের আসলেই সভ্যতাজ্ঞান নাই এটা আবারো প্রমাণিত হলো।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি নিজেও কয়েকটা উর্দু বলাতে দোষের কিছু দেখিনি । ভিডিওটা দেখে সম্পূর্ণ মানসিকতা পাল্টে গেছে । প্রমাণিত হয়েছে, জাতি হিসেবে ওরা কতোটা নীচ!

১২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

মিহির সাহা বলেছেন: ডাডারা একেবারে সাধু।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

প্রবাসী ভাবুক বলেছেন: যদিও আমি সালমার উর্দু বলা নিয়ে মারাত্মক দোষ দেখছিলাম না৷ কিন্তু এখন মনে হচ্ছে, পাকিস্তানিদের সব কিছুই ঘৃণ্য৷

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি নিজেও কয়েকটা উর্দু বলাতে দোষের কিছু দেখিনি । ভিডিওটা দেখে সম্পূর্ণ মানসিকতা পাল্টে গেছে । ওদের দেশে কেউ খেলতে যায়না, বাংলাদেশের মেয়েরা দয়া করে খেলতে গেছে । আর ওদের আচরণটা দেখুন! কুকুরের লেজ কখনো সোজা হ্য় না ।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০

ইখতামিন বলেছেন: ওরা তো জন্ম থেকেই শুয়োর

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৩

ওনাসিস বলেছেন: Nobody could disgrace us unless we permit them. Salma is the culprit. But can you share the video.

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯
লেখক বলেছেন: https://www.youtube.com/watch?v=53mOw-Nl1z0
অসভ্য পাকিস্তানি টিভিতে 'ফান অনুষ্ঠানের' নামে চরম অপমান করল আমাদের নারী ক্রিকেটের সালমা লতাকে
youtube.com ·

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভিডিও টি পোস্টে সংযুক্ত করুন। এই ব্যাপারে তেমন কোন ভিডিও তো পাচ্ছি না খুঁজে।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯
লেখক বলেছেন: https://www.youtube.com/watch?v=53mOw-Nl1z0
অসভ্য পাকিস্তানি টিভিতে 'ফান অনুষ্ঠানের' নামে চরম অপমান করল আমাদের নারী ক্রিকেটের সালমা লতাকে
youtube.com ·

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: আসলেই তো, আমিও খুজে পাইনাই। আপনি যা শেয়ার করলেন তা একটা সিরিয়াস ইস্যু, এ কারনে রাস্ট্রীয়ভাবে প্রতিবাদ হওয়া উচিত। ফেসবুকের পেজের ট্রোল আর এইসব এক ব্যাপার না।

আমি ব্যক্তিগতভাবে মনে করি রাস্ট্রের সাথে রাস্ট্রের সম্পর্ক বন্ধুত্বপূর্ন হওয়া উচিত। কোন জাতি বা রাস্ট্রের বৈরীতা চিরদিনের থাকেনা। পরিবর্তিত সময় আর পরিবর্তিত মানসিকতার কারনে সেটা ভালোর দিকেও যেতে পারে। আর যে কোন দেশের জাতীয় কোন পরিচিত মুখকে অপমান করা মানে সেই দেশকেই অপমান করা যা আইনত যেকোন রাস্ট্রে দন্দনীয় হবার কথা। যদি সত্যি কিছু হয় তাহলে প্রতিবাদও রাস্ট্রের পক্ষ থেকেই লিখিতভাবে হওয়া উচিত।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯
লেখক বলেছেন: https://www.youtube.com/watch?v=53mOw-Nl1z0
অসভ্য পাকিস্তানি টিভিতে 'ফান অনুষ্ঠানের' নামে চরম অপমান করল আমাদের নারী ক্রিকেটের সালমা লতাকে
youtube.com ·

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: https://www.youtube.com/watch?v=53mOw-Nl1z0
অসভ্য পাকিস্তানি টিভিতে 'ফান অনুষ্ঠানের' নামে চরম অপমান করল আমাদের নারী ক্রিকেটের সালমা-লত
youtube.com ·

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন: আসলে আমরা নিজেদের কে ভুলতে বসেছি । ভুলে গেছি আমরা ই যুদ্ধ করে স্বাধীনতা এনেছি । ভিডিও দেখেছি ।

ইচ্ছা করছে গুলি করে মারি । X((

২০| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৭

গেম চেঞ্জার বলেছেন: ১ মিনিটের বেশি দেখা সম্ভব হয়নাই। পাকি জঙিদের দোষ দিয়ে লাভ নাই। সালমার কান্ডটা দেখেই তো আমার মেজাজ সপ্তমে চড়ে গেছে!! X(

২১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

হাসান মাহবুব বলেছেন: দয়া কৈরা খেলতে গেছি, এতে ওদের ধন্য হয়ে যাওয়ার কথা। আর ওরা করলো কী! অবশ্য সালমারা যেমনে উর্দু কৈয়া, ডাক্রিদির সাথে ফটোসেশন কৈরা চাঙে তুলছে ওদের, তার জবাব পাইলো। আশা করি ভবিষ্যতে আর কখনও এই ভুল করবে না।

২২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:

পাকীরা গুহা মানব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.