নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ধর্ম

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৯


হায়রে ধর্ম তোমার মর্ম
বোঝা বড় দায়,
তোমার জন্য মানুষ বন্য
প্রাণী হয়ে যায় ।
পুড়ায় গাড়ি জ্বালায় বাড়ি
মানুষ কোপায়,
বিভেদ স্পষ্ট বিশ্বাস নষ্ট
তোমার ছোঁয়ায়!
যারে তোষণে ভ্রান্তি ভুবনে
বিষাক্ত মাদক,
অন্ধত্বে মোড়া নষ্টের গোঁড়া
সম্প্রীতি খাদক!
তোমায় অাজ পরাবো তাজ
অাধুনিক সাজে,
শান্তির বাণী ছড়াবে জানি
সেই কারুকাজে!

২ অাশ্বিন ১৪২২ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: হায়রে ধর্ম তোমার মর্ম
বোঝা বড় দায়,
তোমার জন্য মানুষ বন্য
প্রাণী হয়ে যায় ।

সুন্দর ।

অথচ ধর্ম মানুষকে শান্তিতে রাখার জন্য ।ঘটনা হচ্ছে উল্টো ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ । ভালো থাকুন, সেলিম আনোয়ার ভাই!

২| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন: দোষটা ধর্মের না, দোষটা মানুষের। আমরা কেবল আমাদের দেশটা দেখছি, সারা বিশ্বেরই এমন অবস্থা। মানবতার ঝান্ডা ওড়ানো আমেরিকায়ও মনে হয় প্রতিবছর ধর্মীয় উগ্রবাদী আর বর্নবাদের কারনে বাংলাদেশের চেয়ে বেশি মানুষ মারা যায়। ওইয়া হয় বিচ্চিন্ন ঘটনা। আর আমাদের দেশে হইলে পুরা জাতিকে ট্যাগ দিয়ে দেয়া হয়। কিন্তু ধর্মীয় চরমপন্থীরা দেশের মোট জনসংখ্যার একটা ক্ষুদ্র অংশ। আমাদের দেশ এমনিতে উদারপন্থীই বলা যায়, যদিও এদের অতি আবেগের কারনে প্রভাবিত করা কিংবা উস্কে দেয়া খুব সহজ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । ভালো থাকুন ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

জেন রসি বলেছেন: অন্ধের অন্ধ আবেগ খুবই ভয়াবহ ব্যাপার। এই অন্ধ বিশ্বাসের নেশা আসলেই আফিমের চাইতেও ভয়াবহ। আর কেউ যদি এসব নেশায় আক্রান্ত মানুষদের ক্ষমতার স্বার্থে ব্যাবহার করা শুরু করে তখন কোন কিছুই আর নিয়ন্ত্রনে থাকেনা।

চমৎকার বলেছেন। শুভকামনা রইল।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

রুদ্র জাহেদ বলেছেন: জেন রসি বলেছেন: অন্ধের অন্ধ
আবেগ খুবই ভয়াবহ ব্যাপার। এই
অন্ধ বিশ্বাসের নেশা আসলেই
আফিমের চাইতেও ভয়াবহ। আর
কেউ যদি এসব নেশায় আক্রান্ত
মানুষদের ক্ষমতার স্বার্থে ব্যাবহার করা শুরু
করে তখন কোন কিছুই আর নিয়ন্ত্রনে থাকেনা।

কবিতায় সুন্দর বলেছেন।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকুন ।

৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

সুমন কর বলেছেন: সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করাটাই কাম্য।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন ।

৬| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

কিরমানী লিটন বলেছেন: "যারে তোষণে ভ্রান্তি ভুবনে
বিষাক্ত মাদক,
অন্ধত্বে মোড়া নষ্টের গোঁড়া
সম্প্রীতি খাদক!"

অন্ধ হলেই-বন্ধ হবে কি প্রলয় !!!আসছে আগামী-আমাদেরই জেগে উঠার অপেক্ষায়,

অনেক শুভকামনা প্রিয় রূপক বিধৌত সাধু দাদাভাই ...

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৭| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

গেম চেঞ্জার বলেছেন: ধর্মের রুপ বড়ই রহস্যময়! কখনো সে আত্মার পূর্ণ প্রশান্তি ও নিশ্চিন্ত করে আবার কখনো গোটা মানব সমাজে একটা অস্বাভাবিক রাহুগ্রাস শুরু করে।
ধর্মের অন্ধরুপের নির্বাসন হোক।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: 'ধর্মের অন্ধরুপের নির্বাসন হোক ।' ধন্যবাদ ।

৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: যারে তোষণে ভ্রান্তি ভুবনে
বিষাক্ত মাদক,
অন্ধত্বে মোড়া নষ্টের গোঁড়া
সম্প্রীতি খাদক!

ধর্ম শান্তির তবে বেশি গোঁড়ামী অশান্তি বয়ে আনে। সুন্দর কবিতা। ধন্যবাদ

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.