নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

প্রেম করলাম কার লগে আর বিয়া করলাম কারে?

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩



আমার বড় বইন কমার্স এর ছাত্রী আছিল। আমি যেহেতু মাঝারি মানের ছাত্র আছিলাম, আমি যহন কেলাস নাইন এ উঠলাম, বড় বইন কইলো, কমার্স নে। হের কতামতন কমার্স নিলাম। গেরাম অঞ্চলে আর্টসরে ছোড চক্ষে দেহা অয়। বলা অয়, দুর্বল ছাত্ররাই আর্টস নেয়। আর সাইন্স পড়ার মতন সদিচ্ছা আমার আছিল না। প্রাণিবিদ্যা না জীববিজ্ঞান বইয়ে ব্যাঙের ফডো দেইখা আমার সাইন্স পড়ার খায়েশ চিরতরে মিইট্যা যায়।

মাধ্যমিক পাশ করি কমার্স থাইকা। হেরপর ভর্তি অই স্থানীয় এক কলেজে। আগে যেহেতু কমার্স এর ইস্টুডেন্ট আছিলাম, এইহানেও কমার্স নিলাম। উচ্চ মাধ্যমিকের কমার্স অবশ্য অনেক কঠিন। হাড়ে হাড়ে সব টের পাইলাম। কিচ্ছু করার নাই। ইংলিশে মোটামুটি ভালা আছিলাম বইলা আর কোনো পেরাইভেট পড়তে অয় নাই। পেরাইভেট না পইড়াও পুরো কলেজে দ্বিতীয় অইতাম। প্রথম যে অইত, হে আমার চাইতে দুয়েক নাম্বার বেশি পাইত। যদিও ঘনিষ্ঠজনরা বলত, স্বজনপ্রীতি হইত। পেরাইভেট না পড়ার কারণে ইংরেজি শিক্ষক আমারে দুই চক্ষে দেখতে পারতেন না। যাহোক, টেস্টে সে পাঁচ নাম্বার বেশি পায়। ফাইনালে দুইজনে আবার সমানে সমান। মানে সমান নাম্বার পাই।

ইংলিশে পেরাইভেট না পড়লেও হিসাববিজ্ঞানে ঠিকই পড়তে অইত। ফার্সট ইয়ার এ তুলনামূলকভাবে সহজ আছিল, মাগার সেকেন্ট ইয়ারে কিছুই বুঝি নাই। পেরাইভেট না পড়ার কারণে মাস্টারসাব ফার্সট ইয়ারে একবার ফেইল করাইয়া দেন। উপায়ন্তর না পাইয়া পেরাইভেট পড়া শুরু করেছিলাম।

উচ্চ মাধ্যমিক পাশ কইরা ভর্তি অইলাম বিশ্ববিদ্যালয়ে। কলাতে পরীক্ষা দিছিলাম, ব্যবসা প্রশাসনেও দিছিলাম। চান্স দুইডাদেই অয়। গুরুজনেরা কইল, বিবিএতেই ভর্তি অও। হে গো কতামতন বিবিএতেই ভর্তি অইলাম। পড়ালেহা শুরু অইলো।

পড়ালেখায় আমার কোনো মনোযোগ নাই। আমার পছন্দের বিষয় আছিল ইতিহাস, সাহিত্য, দর্শন, রাজনীতি। মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে পড়ালেখার ফাঁকে ফাঁকে এইগুলা নিয়া পড়তাম। তখন তো পড়ালেহা অল্প আছিল, এইগুলা পড়তে কোনো সমস্যা অয় নাই। এখন তো অকূল পাথার! আমি এইডা কী করলাম? বিবিএতে কেন ভর্তি অইলাম? কার লগে প্রেম করলাম আর কারে বিয়া করলাম?

পড়ালেখা আমার চাঙ্গে উঠল। আমি বুঝলাম, এই পড়ালেহা আমার লাইগা না! ভুল কইরা ফালছি, মস্ত বড় ভুল। হেই ভুলের খেসারত অবশ্য দিতেই অইল। অনেক কষ্টেসৃষ্টে বিবিএটা শেষ করলাম বটে, পড়ালেখা কইরা শান্তি পাইলাম না।

ছবি: বিবিসি

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

প্রামানিক বলেছেন: বাস্তব কথাই বলেছেন। ইচ্ছার বিরুদ্ধেই আমাদেরকে পড়তে হয়।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । শুভেচ্ছা রইলো ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কার লগে প্রেম করলাম অার কারে বিয়া করলাম?
পড়ালেখা অামার চাঙ্গে উঠলো । হা হা হা

আমাদের ৮০ ভাগেরই এই হাল!
কার কোন বিসয়ে আগ্রহ তার খবর নাই। চাপায় দেয়া বিষয়ে পড়তে গিয়ে নাভিশ্বাস!

পড়লাম পলিটিকাল সাইন্সে! পেট বাচাই কম্পু চাকরী/ব্যবসা কইরা :-B

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: মনে বড় দুঃখ, ভৃগু ভাই! ভালো থাকুন ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেইম টু সেইম। কমার্স দেন বিবিএ। তবে সেইন্ট জোসেফ্স স্কুলে ক্লাস এইটে ফার্স্ট হয়ে কমার্স নিতে বড্ড ঝক্কি পোহাতে হয়েছিল।
কিন্তু আমার মতে আমি জানতাম প্রেম করতেছি কার সাথে আর বিয়েইবা হবে কার সাথে। ;)

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

লেখোয়াড়. বলেছেন:
আমি অসুস্থ এটা মনে হলো কেন শিষ্য??
বড়ই বিপদে ফেললেন যে!

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রাণচাঞ্চল্য দেখছিনা ইদানীং । অাপনার ইমেইল এড্রেসটা দিন উস্তাদ । মাঝে মধ্যে সুখ দুঃখের অালাপ করতাম ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

সুলতানা রহমান বলেছেন: এটা কার কথা?

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এক্টু অস্বাভাবিক লাগতাছে, না? জীবনের দুঃখগাথা একটু অন্যরকমভাবে প্রকাশ করলাম অার কী! ভবিষ্যতে হয়ত করা হইবোনা ।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

গেম চেঞ্জার বলেছেন: প্রথম দিকে মজা পেলেও শেষেরদিকে ব্যাথাটা অনুভব করার চেষ্টা করছিলাম। শুভেচ্ছা রইল সাধু ভাই।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপ্নে না বুঝলে অপর কে বুঝবো? ব্লগের সবচে ঘনিষ্ঠ একজন ভাবি অাপ্নারে ।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে ভাইজান পেরেম টা যেমন নিজের পছন্দে করি , বিয়ের বেলায় আবার গুরুজনের সিদ্ধান্তকেই নমস্য মনে করি
সমস্যা এইখানে , তেনারাই নির্ধারণ করে দেন আমরা কোন বিশয় নিয়ে পরবো ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক কতাই কইছেন ভাই ।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:২২

ফেরদৌসা রুহী বলেছেন: আহারে দুক্ষ।

নিজের পছন্দেই পড়াশুনা করা ভাল।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: সিদ্ধান্তে ভুল অাছিলো, বুজান! ধইন্যবাদ!

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৫

অলওয়েজ ড্রিম বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কথা ১০০% সত্য। পড়াশুনার ক্ষেত্রে আমরা ভালবাসাকে পাই না বললেই চলে।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপ্নের নামডাক (নিক) পছন্দ অইছে ।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




প্রেম করলেন কার লগে, আর বিয়া করলেন কারে ?
আমারও হেই অবস্থা - হাড়ে হাড়ে সব টের পাইলাম । কিচ্ছু করার নাই স্বামী বিদেশ । ইংলিশে মোটামুটি ভালা অাছিলাম বইলা অার কোন পেরাইভেট পড়তে অয় নাই ।

পড়লাম কি আর বুঝমু কি ? স্বামীডা আবার আইলো কইথ্থা ? :(
মাঝারি মানের ছাত্র আবার ফাইনালে দুইজনে অাবার সমানে সমান মানে পেরথম অয় কেমতে ?
ল্যাকলেন কি আর বুঝুম কি ????? :P

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: -কেউ নিরুপায় অইলে অামগো এইদিকে ওই কথাটা বলা অয়। মুদ্রা দোষ কইতারুইন । কোন কারণ নাইক্কা!
-ইংলিশে দুজনার গ্রেড সমান ছুলো (বোর্ডে তো নাম্বার দেখানোর সুযোগ নাই)। লাইনগুলা তো অন্তত তাই বোঝানোর কথা!

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

টোকাই রাজা বলেছেন: ১০০% সঠিক বর্তমান প্রেক্ষাপটে।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, ভাইসাব!

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

চরমপহ্নী বলেছেন: আমি কিভাবে ডিপ্লোমা শেষ করেছি জানিইনা
আব্বা দিল মাদরাসায়
প্রেমিকা দিল সাইন্স
মা দিল ডিপ্লোমায়
শেষে আমার ইচ্ছার বি এস সি
হাসতে হাসতে পথচলা

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: অামার পছন্দের বিষয় অাছিলো ইতিহাস, সাহিত্য, দর্শন, রাজনীতি । মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে পড়ালেখার ফাঁকে ফাঁকে এইগুলা নিয়া পড়তাম । তখন তো পড়ালেহা অল্প অাছিলো, এইগুলা পড়তে কোন সমস্যা অয় নাই । এখন তো অকূল পাথার! অামি এইডা কী করলাম? বিবিএতে কেন ভর্তি অইলাম?
আমি কিন্ত আমার প্রিয় বিষয় ইতিহাস নিয়েই পড়েছি সাধু । এছাড়া কোন সাবজেক্টে এপ্লাই ই করি নি ।
মজা পেলাম লেখায় ।
=p~ =p~

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সিদ্ধান্তে অামার ভুল ছিল। অাসলে গাইডলাইন দেওয়ার কেউ ছিলনা তো । ধন্যবাদ ।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

দিগন্ত জর্জ বলেছেন: আমারও একই অবস্থাডাই অইলো ভাইসাহেব। এক্কেরে মানের কতাডা কইয়ালছেন। পিরিত করতাম একাউন্টিংয়ের লগে, শেষে বিয়া করতে অইলো ইংরেজিরে। তয়, বিয়া করার পরে বুঝবার পারছি, ইংরেজির লগে পিরিত কইরাও মজা আছে। মাঝে মইধ্যে পুরুনা পিরিত জাইগা ওঠে। কিন্তু এহন তো কিচ্ছু করার নাইক্কা। সন্তান একটা হইয়া গেছে আরেকটা হইবো হইবো করবার লাগছে। (অনার্স+ মাস্টার্স)।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হায়!!হায়! কন কি? প্রেম করলাম কার লগে বিয়া করলাম কারে?!!! :)


মোটামুটি সব ছাত্রদেরই এই অবস্থা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

সাকিব আনোয়ার কণক বলেছেন: অনেহের এই অবস্থা অয় ৷যেডাই অউক ডুইব্বা তলঅইছইন না,শেষ মেষ ফাড়ো উঠছুইন ,কম কী

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সেইটাই ।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

কল্লোল পথিক বলেছেন: এটাই বাস্তবতা।আমিও চারুকলায় ভর্তি হতে চেয়েছিলাম।কিন্তু পড়ালেখা করতে হয়েছে বিজনেসে।
শুভ কামনা রইল।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সেইম কেস! শুভ কামনা অাপনার জন্যও ।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

ফুয়াদ আল আবীর বলেছেন: নিজের স্বপ্নের ল্‌যাঞ্জা নিজের ই টানা লাগে... কিন্তু লেখা টা কার?? স্বামী বিদেশ মানে কি?? প্রোপিক এ তো ব্‌যাটা মানুষের ছবি ঝোলে...

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বামী বিদেশ মজা করেই বলেছি । অামাদের এইদিকে কেউ (দুষ্ট) নিরুপায় হলে এই কথা বলে । ধন্যবাদ ।

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

সাহসী সন্তান বলেছেন: শান্তির মা মইরা গেছেরে ভাই! কোনহানেই শান্তি নাই.........!!
মুরুব্বিগো কতা হইলো গিয়া, আমরা যা বলি তোমরা তাই করো! আর আমরা যা করি তোমরা তা করোনা!



শুভ কামনা জানবেন!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: "মুরুব্বিগো কতা হইলো
গিয়া, আমরা যা বলি
তোমরা তাই করো! আর আমরা যা করি
তোমরা তা করোনা!" যা কইছেন । হেগো বোঝাবো কেডায়, অামাগোরও মতামত অাছে ।

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

ইষ্টিকুটুম বলেছেন: তাও যে টেনেটুনে বিবিএ শেষ করেছেন তাইবা কম কি? এখন পড়াশুনা বাদ দিয়ে ব্যবসা শুরু করে দিন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: গরিব মানুষ ভাই । টেহা-পয়সা নাই ব্যবসা শুরু করার ।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর নিকৃস্টতম শিক্ষাব্যাবস্হার দেশে ডাক্তাররা টায়ার বেচে, নিউক্লিয়ার মেডিসিনে মাস্টার্স করে গার্মেন্টস কারখানাতে মার্চেন্ডাইজারের চাকরী করে জানেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অামার কপালে জানিনা কী অাছে?

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:১৭

রক্তিম দিগন্ত বলেছেন: গার্লফ্রেন্ড আর বৌ - দুইডা দুইজন হইলে তো সমস্যা! শান্তি পাওন যায় না।

আম্রেও বাসা থাইকা কইছিল মেডিক্যালে যাইতে - যাই নাই। যার লগে প্রেম সেই ইঞ্জিনিয়ারিং-এই গেছি। যদিও বৌরে না খাওয়াই রাখি - তবে সুখে আছি। B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপ্নের লাহান কর্তার্লে অামিও বোধহয় সুখিই অইতাম । কপাল পোড়া!

২৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৯

নীলপরি বলেছেন: বাস্তব ফুটে উঠেছে ।

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: করুণ বাস্তবতা, না?

২৪| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: কিচ্ছু করার নাই স্বামী বিদেশ =p~ =p~

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আসলেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.