নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আমরা কি এই ভূমিকম্প চেয়েছিলাম?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩


বন্ধুর সাথে হলে ঘুমিয়েছিলাম। ঘুমোতে ঘুমোতে রাত সাড়ে তিনটার মত বেজে গিয়েছিল। ফজরের আযানের কিছুক্ষণ আগে ঘটল ঘটনাটা (ভূমিকম্প)। বিছানায়, সারা ঘরে কাঁপাকাঁপি শুরু হলো। ধড়ফড় করে বিছানা থেকে ওঠে বসলাম, সাথে বন্ধুটিও। ঘটনা কী? আমি বুঝতে পারছিলাম না কিছু, বন্ধুটিও না। চুপচাপ বসেছিলাম। হঠাৎ বন্ধুটি বলে বসল, "ভূমিকম্প"! রুমে আর যারা ছিল খালি পায়েই দৌড়াদৌড়ি শুরু করল, তাদের দেখাদেখি আমিও (অবশ্যই খালি পায়ে) ।

ঘরে ফিরে বন্ধুর সাথে আলাপ হচ্ছিল প্রসঙ্গটি নিয়ে। সে বলতে লাগল, "মানুষ যে পাপ করছে, পাপের ফলেই ভূমিকম্প হয়।" অনেকদিন আগে এক মৌলানা বলেছিলেন, "মেয়েরা জিন্স পরার কারণে ভূমিকম্প হয়।" আমরা কি এই ভূমিকম্প চেয়েছিলাম?

পুনশ্চঃ মেয়েদের জিন্সের প্যান্ট পরাই যদি ভূমিকম্পের কারণ হয়, তাহলে ১১ বছরের বাচ্চা মেয়েকে রেপ করার অপরাধে বহু আগেই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া উচিত ।

মন্তব্য ৫৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩

আরজু পনি বলেছেন: ভুমিকম্প নিয়ে প্রথমে ভালোই পড়ছিলাম শেষে এসেতো থ!

জিন্স পরে যদি নিজেকে প্রদর্শন করার টেন্ডেন্সি না থাকে তবে সেখানেতো দোষের কিছু দেখি না । একসময় আমিও জিন্স পরেছি কিন্তু আমার শত্রুও বলতে পারবেনা আমি উগ্র, অশালীন ।

এই সব অতিজ্ঞানী মৌলানাদের নিয়ে হয়েছে বিপদ !

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: উনারা মধ্যযুগের মানুষ, তাই ধ্যান-ধারণাও সেই পর্যায়ের । অবাক লাগে, অনেক অশিক্ষিতের মত শিক্ষিতরাও তাদের কথায় পুরোপুরি অাস্থা রাখে ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মেয়েরা জিন্স পড়ার কারণে ভূমিকম্প হয় =p~ =p~ =p~

ছেলেরা জিন্স পড়লে কি হয়? =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মৌলানা সাবই ভালো জানেন ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

রিকি বলেছেন: সে বলতে লাগলো, "মানুষ যে পাপ করছে, পাপের ফলেই ভূমিকম্প হয় ।" অনেকদিন অাগে এক মৌলানা বলেছিলেন, "মেয়েরা জিন্স পরার কারণে ভূমিকম্প হয় ।" অামরা কি এই ভূমিকম্প চেয়েছিলাম?

ভাই এগুলো ভূমিকম্পের কারণ !!!! :-/ :-/ :-/ আতঙ্কের মাঝে হাসানোর জন্য হাজার শুকরিয়া---হার্ট অ্যাটাকের ভয় কিছুটা কমলো !!! :-B

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এ তো মাত্র দুইটা কইলাম । অারো কিছু জানি (এখন মনে অাসছেনা), শুনলে ব্যাপক বিনোদন পাইবেন!

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

নিমগ্ন বলেছেন:

এই যে দেখুন অবস্থা :-/

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাই, বিপদে পড়লে এইসব দোয়া-দোরদে কাম অয়না । দেখছি অনেক (ঈমান দুর্বল কিনা)!

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

প্রামানিক বলেছেন: না চাইতেই ভুমিকম্প চাইলে যে আরো কি হতো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: খুব ভয় পাইছিলেন? অাপ্নের কিছু অইবোনা । অাপনি ভালো লোক ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

জুন বলেছেন: গত রাতের ভুমিকম্পে আতংকিত হয়েছি কিন্ত এর রুট কজটা জেনে বিস্মিত হোলাম। বাইরে গেলে আমিও জিন্স পড়ি :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মৌলানার কথা বিশ্বাস করে ফেলেছেন? কন কী? অাপনের মত বিদুষী কেউ এইসব কথায় ঈমান অানলে হবে?

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯

প্রামানিক বলেছেন: জুন আপা এবার পাইছি আপনারে, মোল্লার কথামত আপনিই ভুমিকম্প আনছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: উনি বোধহয় মজা নিচ্ছেন!

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

রিকি বলেছেন: রূপক ভাই, প্লিজ লাগে বলেই ফেলেন, নেক্সট কোন ভূমিকম্পের আগে সাবধান হওয়া দরকার তো !!! :D :D

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

চাঁন মিঞা সরদার বলেছেন: তোমরা যারা ----ভূমিকম্প টের পেয়েছো তাদের বলছি, আমাদের আবারো একাত্তরের চেতনায় জাগ্রত হয়ে জঙ্গীবাদ ও ভুমিকম্প বিরোধী সংগ্রামে উজ্জিবিত হয়ে বিএনপি-জামাতের বিরুদ্ধে এক হতে হবে হবে।

বিএনপি জামাত দেশকে পাকিস্তান বানানোর জন্য ঢাকাশহরের মাটি ধরে ঝাকি দিয়েছিলো। আমরা কি এমন দেশ চেয়েছিলাম?। তাই এর দেরী নয়, চেতনায় ৭১ এর ফেরীওয়ালা প্রজন্মকে অগ্রনী ভুমিকায় অবর্তীর্ন হতে হবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সেইরাম বিনোদন দিলেন ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

যোগী বলেছেন:
তাইতো বলি জাপানে এত শক্তিশালী ভুমিকম্প কেন হয়। মেয়েরা সবাই হাফপ্যান্ট পরে :(

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক কথা কইছেন ।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

অন্য কথা বলেছেন: চাঁন মিঞা সরদার বলেছেন: ...... বিএনপি জামাত দেশকে পাকিস্তান বানানোর জন্য ঢাকাশহরের মাটি ধরে ঝাকি দিয়েছিলো।

স্পিকার, আমি মখা হয়ে গেলাম । :D

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: বিনোদন দেওয়ায় চাঁন মিঞাকে শুভেচ্ছা, সাথে অাপনাকেও ।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

রানার ব্লগ বলেছেন: এক কাজ করা যাক মৌলানা গুলারে সিস্মিক ফল্ট গুলার এক টার উপর বসিয়ে দিয়া আসি এর পর দেখি এরা কি ব্যাখ্যা দেয়।

আমার যেটা মনে হয় ফতয়া দেয়া ভুইলা যাবে সারা জীবনের জন্য।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: যাদের যা কাম!

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মেয়েরা জিন্স পড়ার কারণে ভূমিকম্প হয়

ভূমিকম্পের আধুনিক ও বিজ্ঞানসম্মত কারণ। আগে জানলে মাধ্যমিকে প্যারাগ্রাফে এক লাইন বেশি লিখতে পারতাম। ভূমিকম্প আসছিল।

মৌলানারা এতো জ্ঞানী হয় ক্যান?

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: উনারা এত জ্ঞানী হন বলেই তো অামরা সুস্থ বিনোদন পাই!

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

অন্য কথা বলেছেন: এক মৌলানা বলেছিলেন, "মেয়েরা জিন্স পরার কারণে ভূমিকম্প হয় ।"

তাও ফুল আসিলো...

যোগী বলেছেন: তাইতো বলি জাপানে এত শক্তিশালী ভুমিকম্প কেন হয়। মেয়েরা সবাই হাফপ্যান্ট পরে :(

ভাই, আর উপরে উঠায়েন না..। তাইলে সব শেষ...

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কেয়ামত হইবো!

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

ধমনী বলেছেন: ঐ ধরনের মৌলানার কথায় তো আর ভূমিকম্প হয় না!! তারা রেফারেন্স হবার যোগ্যতাও রাখে না।
তবে আজকে দেখলাম নামাজী বেনামাজি নির্বিশেষে ধুমায়ে দোয়া দরুদ পড়ছিল ভূমিকম্পের পরের কিছুক্ষণ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বিশ্বাসের বাষ্প!

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

আমি আবুলের বাপ বলেছেন: ভূমিকম্পের জন্য বিএনপি-জামায়াত দায়ীঃ মাহবুবুল আলম হানিফ

বিএনপি নেতা সালাহউদ্দিন ভারতের মণিপুরে নাড়াচাড়া করে ভূমিকম্প সৃষ্টি করেছেঃ হাছান মাহমুদ

যুদ্ধাপরাধী বিচারের মাধ্যমে ভূমিকম্পের প্রতিকার করতে হবেঃ হাসানুল হক ইনু

তোমরা যারা খাটের তলার গুরুত্ব অস্বীকার করোঃ মুহাম্মদ জাফর ইকবাল

জামাত-শিবিরের লুকেরা পিলার লৈয়া নাড়াচাড়া করতেছিল : মখা আলমগির।

ফেসবুক থেকে কালেক্টেড

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপ্নে তো অারেক বিনোদন নিয়া অাইলেন ।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জিন্স পরা ভূমিকম্পের কারন না, এটা আমরা সবাই জানি। মৌলানাদের পচাইলে কমেন্টস -এ ভুমিকম্প হয় এটা সবাই জানতো না।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এদেশের অনেক মানুষ এই কথা বিশ্বাস করে!

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: আসলে ভূমিকম্প কেনো হয়? আসুন জেনে নিই ।
আজ থেকে প্রায় ২০০ মিলিয়ন বছর আগে পৃথিবী কিন্তু এমন ছিল না। একটা সমগ্র ভূখন্ড তার চারপাশে সমুদ্র। এই অখন্ড ভূখন্ডটার নামই কিন্তু পাঙেয়ানা/প্যানজিয়ানা।
২০০ মিলিয়ন বছর আগে ভাঙ্গা শুরু হয়। মাঝে দিয়ে তৈরি হয় অগভীর টেথিস সাগর। উপরের উত্তর অংশের নাম ইউরোশিয়ান আর দক্ষিণের অংশের নাম গন্ডোয়ানা। ইউরোশিয়ান অত বিভক্ত হতে চায় না, কিন্তু গন্ডোয়ানা সৃস্টির খুব অল্প সময়েই বিভক্ত হয়। ইন্দো -অস্ট্রেলিয়ান নাম নিয়ে আরেকটা ভাগের সৃষ্টি হয়, চলতে শুরু করে পুর্ব দিকে। বেশ খানিক পূর্ব দিকেও এগিয়ে যায়।
এর পরেই ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে ভাঙ্গন ধরে।একটা খন্ড পূর্ব দিকে এগিয়ে যেতে থাকে। যেই ভূখন্ড আজকের অস্ট্রেলিয়া। বছরে ৬ সেমি গতিতে আরেকটা খন্ড উত্তরের ইউরেশিয়ান অভিমুখে এগুতে থাকে। এই ভূখন্ডই হল "ভারতীয় উপমহাদেশ", বর্তমান ইরানের পুর্ব-আফগানিস্তান-পাকিস্তান-ভারত বাংলাদেশ-নেপাল-ভুটান-মায়ানমার-মালদ্বীপ-শ্রীলংকা নিয়ে গঠিত। মালদ্বীপ-শ্রীলংকাও ভাগ হয়ে যায় কিছুদূরেই এসে, বাদ বাকি অংশ আজ থেকে ৬৫ মিলিওন বছর পুর্বে সজোরে ইউরোয়েশিয়ান বরাবর ধাক্কা দেয়, টেথিস সাগরে আন্দোলন হয় আর ভূমি সোজা বরাবর উঠে পড়ে। উঠে পড়া এই ভুমিই হল "হিমালয় পর্বতমালা"
আমরা জানি প্লেটের কারণে ভুমিকম্প হয়। প্লেটের চলন ভূমিকম্পের কারণ। সত্য কথা। ইন্দো অংশটিই ইউরোশিয়ান অংশে আজো ধাক্কা দিয়ে চলছেই, যার ফলাফল আমাদের ভূমিকম্প। মাঝ দিয়ে একটা তথ্য বলি। হিমালয় এর পর্বতসমূহ, যেমন এভারেস্ট এদের উচ্চতা কিন্তু আরো বাড়ছে। আমরা দেখতে পারি না, বুঝতে পারি না। হাজার মিলিওন বছর পরে দেখা যাবে হয়ত বা এক কি.মি উচ্চতা বেড়ে গেছে !
হিমালয়ের গঠন এখনো চলছে। এই কারণে ওইখানে প্রচুর ভূমিকম্প হয়। আমরা টের পাই না। মাত্রা খুবই সামান্য।
একই কারণে জাপান, যেইখানে ইউরোশিয়ান প্লেটে আমেরিকান প্লেট ধাক্কা দেয়, কিংবা নিউজিল্যান্ড-চিলি যেইখানে অস্ট্রেলিয়ান-আমেরিকান প্লেট ধাক্কা দিচ্ছে অনবরত। ভূমিকম্প কিন্তু সবখানেই হয় না। খুব কমন জায়গায় ঘুরে ফিরে সব সময় হয়!

সংগৃহীত

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

টোকাই রাজা বলেছেন: ভুমিকম্প আমাগো মতন টোকাইদের কারনে হয়। :P

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এই ফতুয়া অাবার কেডায় দিলো? এইডাও কিন্তু মজার!

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

খোলা মনের কথা বলেছেন: চাঁন মিঞা সরদার বলেছেন: বিএনপি জামাত দেশকে পাকিস্তান বানানোর জন্য ঢাকাশহরের মাটি ধরে ঝাকি দিয়েছিলো। আমরা কি এমন দেশ চেয়েছিলাম?

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ কেউ বোধহয় চাইছিলো?

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রকৃতির কাছে মানুষ অসহায়

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: বটে!

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: ভূমিকম্পের সাথে ৭১?

কমেন্টটায় হাসলাম মেলাক্ষণ!


জিন্স পড়ার কারণেই ভূমিকম্প হইছে। এইটা নিশ্চিত।
ভূমিকম্পের ফলেই জিন্স পরিধানকারী জনগনকে জাতি চিনতে পারছে। B-)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: পাকিস্তান, সৌদি এবং বাংলাদেশের কয়েকজন মৌলানাও এই ফতুয়া দিয়েছিলেন । অনেকেই বিশ্বাস করে ।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

জনম দাসী বলেছেন: মানুষে মানুষে চার দিকে যখন এত ভেদাভেদ দেখি তখন মনে হয় এই ভূকম্পনই দিকনা সবাই কে মিলিয়ে ক্ষতি কি, তবু যদি একটু হলেও সৃষ্টিকর্তা কে ভয় পায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে। ভাল থেক বাবা সব সময়।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনিও ভালো থাকুন । মন খারাপ করেছেন?

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

সুমন কর বলেছেন: ধুর ভাই...শেষে এসে কি বললেন !!

আমি কিন্তু শুয়েই ছিলাম...যা হয় হোক....

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত্যু যখন অাসন্ন, দরজা বন্ধ করে তা উপভোগ করাই শ্রেয়!

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

সাহসী সন্তান বলেছেন: ভাই পোস্টের থেকেতো মন্তব্যই বেশি ভাল্লাগলো?

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: সব রসিক এক হয়েছে তো!

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

আবু শাকিল বলেছেন: এরাবিক মেয়েরা জিন্স পড়ার কারনে এ ভূমিকম্প হতে পারে বলে সম্ভাবনা থাকতে পারে ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে ।

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

গেম চেঞ্জার বলেছেন: এই আবিস্কার যে করেছে হেতেরে ধইরা আইনা নু-বেল দেওয়া হউক।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: জোর দাবি জানাইতাছি!

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

রাজিয়া সুলতানা বলেছেন: "মেয়েরা জিন্স পরার কারণে ভূমিকম্প হয় ।" অামরা কি এই ভূমিকম্প চেয়েছিলাম? "

দারুণ। দারুণ। দারুণ।।।।। 8-| 8-| B:-/

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপা কি মজাডা নিতারছুইন? না অাবার মাইন্ড খাইছেন?

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

গোধুলী রঙ বলেছেন: মেয়েরা জিন্স পরলে ভুমিকম্প হয়, মেয়ে ছেলে একসাথে ন্যাংটা হয়ে বিচে ঘোরাঘুরি করিলে কি হয়, এই থিয়োরী অনুযায়ী তো নুড বিচ এতদিনে... কি হইতো আমার এন্টেনায় ধরতেছে নাহ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মৌলানা সাব কইতারবেন!

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

তাহসান আহমেদ বলেছেন: মেয়েরা জিন্স পড়লি ভূমিকম্প হইছে তাহলে সর্ট স্কার্ট পড়লি কেয়ামত হবে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: তারা কন কেয়ামত অাসন্ন! অই যাইবো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.