নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

তোমরা যারা ছাত্রলীগ করোঃ "আমি কিন্তু সোজা সোজা কথা কই- রাগ করতে পারবে না" । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (রি-পোস্ট)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

১৯ আগস্ট ১৯৭৩ সালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলনে দেওয়া ভাষণের অংশ বিশেষ :-

"বাবারা, একটু লেখাপড়া শিখ। যতই জিন্দাবাদ আর মুর্দাবাদ কর, ঠিকমত লেখাপড়া না শিখলে কোন লাভ নেই। আর লেখাপড়া শিখে যে সময়টুকু থাকে, বাপ-মাকে সাহায্য কর।

প্যান্ট পরা শিখেছো বলে বাবার সাথে হাল ধরতে লজ্জা করো না। দুনিয়ার দিকে চেয়ে দেখ। কানাডায় দেখলাম, ছাত্ররা ছুটির সময় লিফট চালায়। ছুটির সময় দু'পয়সা উপার্জন করতে চায়। আর আমাদের ছেলেরা বড় আরামে খান, আর তাস নিয়ে ফটাফট খেলতে বসে পড়েন।

গ্রামে গ্রামে বাড়ীর পাশে বেগুন গাছ লাগিও, কয়টা মরিচ গাছ লাগিও, কয়টা লাউ গাছ ও কয়টা নারিকেলের চারা লাগিও।

বাপ-মারে একটু সাহায্য কর। কয়টা মুরগী পাল, কয়টা হাঁস পাল। জাতীয় সম্পদ বাড়বে। তোমার খরচ তুমি বহন করতে পারবে। বাবার কাছ থেকে যদি এতটুকু জমি নিয়ে ১০ টি লাউ গাছ, ৫০টা মরিচ গাছ, কয়টা নারিকেলের চারা লাগায়ে দেও, দেখবে ২/৩ শত টাকা আয় হয়ে গেছে। তোমরা ঐ টাকা দিয়ে বই কিনতে পারবে।

কাজ কর, কঠোর পরিশ্রম কর, না হলে বাঁচতে পারবে না। শুধু বিএ, এমএ পাস করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং, কলেজ ও স্কুল, যাতে সত্যিকারের মানুষ পয়দা হয়।

বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে। কেরানী পয়দা করেই একবার ইংরেজ শেষ করে দিয়ে গেছে দেশটা। তোমাদের মানুষ হতে হবে ভাইরা আমার।

আমি কিন্তু সোজা সোজা কথা কই, রাগ করতে পারবে না। রাগ কর, আর যা কর, আমার কথাগুলো শোন। লেখাপড়া কর আর নিজেরা নকল বন্ধ কর। আর এই ঘুষ, দুর্নীতি, চুরি-ডাকাতির বিরুদ্ধে গ্রামে গ্রামে থানায় থানায় সংঘবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোল।

প্রশাসনকে ঠিকভাবে চালাতে সময় লাগবে। এর একেবারে পা থেমে মাথা পর্যন্ত গলদ আছে। মাঝে মাঝে ছোট-খাট অপারেশন করছি। বড় অপারেশন এখনো করি নাই। সময় আসলে কর যাবে।

তোমাদের আমি এইটুকু অনুরোধ করছি, তোমরা সংঘবদ্ধ হও। আর মেহেরবানী করে আত্মকলহ করো না। এক হয়ে কাজ কর। দেশের দুর্দিনে স্বাধীনতার শত্রুরা সংঘবদ্ধ, সাম্প্রদায়িকতাবাদীরা দলবদ্ধ, তোমাদের সংঘবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে"।

সংগৃহীত

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কে শুনে কার কথা

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

ইমরান আশফাক বলেছেন: কাদের কি বুঝাচ্ছেন? জানোয়ারের বিষ্ঠাও ওদের চেয়ে উত্তম।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: অাদর্শচ্যুত হয়ে পড়েছে ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

প্রামানিক বলেছেন: সত্য কথা

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

অনুকাব্য০০৭ বলেছেন: আপনার পোস্ট টার উৎস জানালে উপকৃত হবো।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

গেদা (Geda) বলেছেন: বেশ ভালো লেগেছে ! ধন্যবাদ

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

কল্লোল পথিক বলেছেন: কথা সত্যি শোনার মানুষ নাই।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০

আজাদ মোল্লা বলেছেন: সত্যি কথা শুনার মানুষ নারে ভাই , আমি এখন কোথায় যাই , দেশ বিদেশে কোন খানে আমার জায়গা নাই ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

কিরমানী লিটন বলেছেন: কোথাও কেউ নেই, তাই কিচ্ছু বলার নেই ...।
অনেক ধন্যবাদ প্রিয় সাধুদা'কে অপ্রিয় সত্যকে চোখের সামনে তুলে ধরার জন্য। নিরন্তর শুভকামনা জানবেন ...।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! কি ভাবনা! কি আকুল আবেদন! কত সঠিক চিন্তা চেতনা!

১৫ আগষ্ট শুধু জাতির পিতা মরেননি- মরেছে আওয়ামী লিগ! মরেছে বঙ্গবন্ধুর দেশপ্রেমিক চেতনা!

আওয়ামী নেতা যারা উনার লাশ দাফনে না গিয়ে বঙ্গভবনে শপথ নিতে গিয়েছিল! তাদের দুষিত রক্তেই নতুন ধারার সূচনা।

ভাল জিনিষ মনে করাইছেন। কিন্তু শুনবেটা কে??????

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


উনি সেদিন উনার ডেথ সার্টিফিকেট লিখেছেন, সেদিন উনার বলার দরকার ছিল , "যাদের বয়স ১৮, ভোটার হবে, তারা আওয়ামী লীগ কর, ছাত্র রাজনীতি আজ থেকে শেষ"।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

রাফা বলেছেন: সঙ্গবদ্ধরা আরো বেশি সঙ্গবদ্ধ হইছে।ছাত্রলীগ পথ হারিয়েছে।আর এই সুযোগটাই গ্রহণ করেছে পরাজিত অপশক্তি আর বিদেশি চক্রান্ত।আমরা চিনতে পারি নাই শত্রু মিত্র কোনটাই।তাই বাংলার মাটি আজ বহন করছে শতাব্দির সবচাইতে ভারি লাশটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.