নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
আমি যদি পুলিশ হতাম,
হাতে থাকত বন্দুক;
মানুষেরে ভয় দেখিয়ে
মনে পেতাম খুব সুখ!
রাত-দুপুরে ডিউটি করতাম,
করতাম চাঁদাবাজি;
আমার চেয়ে বড় কে আর
থাকত কাজের কাজি!
বিরোধীদের প্রহার করতাম,
পুরতাম তাদের জেলে;
রিমান্ডেতে নিতাম গাঁজা
সিসার মামলায় ফেলে ।
থাকতো আমার অঢেল সম্পদ
বিত্ত-গাড়ি-বাড়ি,
মাঝে মাঝে বিদেশ-বিভূই
দিতে পারতাম পাড়ি!
আমি যখন দেশে ফিরতাম
লাট সাহেবের মতো;
সংবর্ধনা দিতো সরকার
পদোন্নতি কতো!
বধূ-সন্তান, সকল স্বজন
থাকতো রাজার হালে,
স্বর্গের হাওয়া লাগতো এসে
আমার ভাঙ্গা পালে!
ঘুষের টাকায় নেওয়া চাকরি,
তুলতাম সব সুদসহ;
প্রভাব-প্রতিপত্তি মাগনা
লাভের সমারোহ!
২ মাঘ ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ধইন্যবাদ!
২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
দুখোমিয়া বলেছেন: সত্যি এখন আমার ও পুলিশ হতে ইচ্ছে করে!!
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: অাহেন অনশন করি!
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
তার আর পর নেই… বলেছেন: আমিওও পুলিশ হতে চাই। তবে সুযোগ নাই।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: (!)
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
চাঁদগাজী বলেছেন:
চাকুরী তো নেই দেশে, সুযোগ পেলে সবাই পুলিশ হবে। সরকার প্রয়োজন মতো চাকুরী সৃস্টি করতে পারলে, কেহ ঠোলার চাকুরীতে যেতো না।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অবাধ্য বাঙালিকে ঠিক করতে পুলিশের বিকল্প নেই!
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
কল্লোল পথিক বলেছেন: এইটা কি কইলেন ভাই।
আপনি সাধু মানুষ আপনি পুলিশ হইবেন কেন?
তবে কবিতা চমৎকার হয়েছে।
ভাল থাকবেন প্রিয় স্বজন সাধু।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের তো কত ইচ্ছাই থাকে! কয়টা অার পূরণ হয়!
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
প্রামানিক বলেছেন: এই জনমে মার খাইয়া যাই
পরজনমে পুলিশ হইতাম চাই।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ! এরচে ভালা চাকরি অার নাই । অামি বাকিতে বিশ্বাসী না, এই জন্মেই পুলিশ হতে চাই!
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
নাজমুস সাকিব রহমান বলেছেন: ভাই, আপনারে পুলিশ খুজতেসে, পুলিশ হবার ইচ্ছা রেখে, ছড়া কবিতা লিখতেসেন এটা তো মেনে নেয়া যায় নি। তাদের সম্মানহানি হইসে। নিন্দা জানাই।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: ডর দেহাইন ক্যারে!
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২
মেমননীয় বলেছেন: ভাই কি রিমান্ডে না বাইরেই আছেন?
তয় আফনে আমার মনের কতা কইয়া ফালাইছেনঃ
অামি যদি পুলিশ হতাম,
হাতে থাকতো বন্দুক;
মানুষেরে ভয় দেখিয়ে
মনে পেতাম খুব সুখ!
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: অাপাতত বাইরেই অাছি!
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
প্রণব দেবনাথ বলেছেন: কপাল ভাল দাদা আপনি পুলিশ হননি, হলে হয়ত আর ব্লগে আর লিখতেন না,তখন উল্টো ব্লগারদের ধরে ঢুকিয়ে দিতেন.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।। জেলে
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: কন কী?
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২
আজাদ মোল্লা বলেছেন: ভাই আমার জন্য কি একটু জায়গা মিলবে , চুরি চাদাবাজি করি মোল্লা হয়ে বেশ ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: এই পেশাটাও (মোল্লাগিরি) কিন্তু বেশ লাভজনক!
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ দাদা!
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
০৫ ই জুন, ২০১৬ সকাল ৭:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
সুমন কর বলেছেন: হাহাহাহা....ভালো হয়েছে।
পুলিশ আসলো কিন্তু.....
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অাসলে অাসুক পুলিশ ভয় কী বা তাহে!
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১৫
রুদ্র জাহেদ বলেছেন: আমিও পুলিশ হইবার চাই।দেখি কোনটা হওয়া যাই
দারুণ হইছে স্যাটায়ার টাইপ পদ্য
+++
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বলেন কী! অাপ্নেও! ভাল্লাগসে!
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭
আরজু পনি বলেছেন:
অসির চেয়ে মসি শক্তিশালী...এমন লেখা পড়লেই মনে পরে যায় ! সাব্বাস !
তবে আমিতো ভাবছিলাম আপনি আগের লেখার জবাব দেননি, কিন্তু এখন দেখলাম দিয়েছেন কিন্তু নোটিফিকেশন পাইনি ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ পনি অাপু চমৎকার মন্তব্যের জন্য,সাথে শরমও পেলাম কিঞ্চিত! অাপনার মত তাপসীর কাছে এমন মন্তব্য পাওয়া সত্যিই অানন্দের ।
পুনশ্চঃ মন্তব্যের উত্তর দিতে মুখিয়েই থাকি, কিন্তু দেওয়া হয়না বিভিন্ন কারণে (কারণটা বোধহয় জানেন)। ধন্যবাদ । ভালো থাকুন নিরন্তর!
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পুলিশ নিয়া মস্কারি করো
করো টিটকারি
আজকে তোমায় পেয়েছি বাছাধন
দেখামু দাদা গিরি
সামু ব্লগে কবিতা লিখো
পুলিশেরে দাও বাঁশ
ইয়াবা ব্যবসায়ী বানাইয়া তোরে
রিমান্ডে নিয়া দিমু ঠাস ঠাস।
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: কন কী ভাই? ডরাই তো!
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২
আরজু পনি বলেছেন:
হাহা
মোস্তফা কামাল পলাশ-এর মন্তব্যে লাইক দিলাম ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: পুলিশ মামারা দেখলে কী বলবে চিন্তা করে অনেককিছু বাদ দিয়ে দিয়েছি । পুলিশের অত্যাচারের অভিজ্ঞতা অামাদের পরিবারে অাছে ।
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১
শাহরিয়ার কবীর বলেছেন: িকছু কমু না ডর লাগে।
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ডরের কিছু নাই!
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
আমিই মিসির আলী বলেছেন: আপনার এতো সবপনো!!!
আপনার পুলিশ হইয়া কাম নাই।
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: এইডা একটা কতা কইলেন?
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
আবু শাকিল বলেছেন: পুলিশ নিয়া মস্কারি-তোমারে নিয়া দিব ডান্ডার বাড়ি
করো যদি বাড়াবাড়ি-খাইবা ঝাড়ি -
খৈয়াল কইরা সহ ব্লগার
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: ডর দেহাইন ক্যারে!
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছড়া অনবদ্য হইছে। অনেক অনেক ভালো লাগা। +
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: স্বরবৃত্ত ছন্দে কিঞ্চিত খেলাধুলা অার কী!
২২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
ভ্রমরের ডানা বলেছেন: একে বারে কেচে দিলেন তো ভাইয়া। আহা! সব ধুয়ে গেল যে!
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: এই অার কী! ধন্যবাদ!
২৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
আনন্দ বড়ুয়া বলেছেন: দাদা ,ঠিক বলেছেন ,কেন জানি এখন আমিও সপ্ন দেখা আরাম্ভ করেছি ।
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: স্বপ্ন দেখতে নেই মানা!
২৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
খায়রুল আহসান বলেছেন: সাধুর পুলিশ হবার প্রয়োজন নাই। সাধু সাধুই থাক!
তবে কবিতার বাণী যথাস্থানে পৌঁছে যাক, চেতনা উদয় আর আত্ম সংশোধনের জন্য।
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ ।
২৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
জেন রসি বলেছেন: ভালো satire হয়েছে। তবে ভাই যেহেতু আপনি পুলিশ না তাই নিরাপদ অবস্থানে থাইকেন। বিশেষ কইরা রাতের দিকে তারা নাকি
কিসবে রুপান্তরিত হয়ে যায়!!
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: হুম! ঠিক!
২৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
জুন বলেছেন: ভালোলাগে নাই পুলিশ কবিতা বাপরে দেশের হর্তাকর্তা নিয়ে পদ্য রচনা করেন সাধু
বুঝবেন রিমান্ডে নিলে
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: সেই পর্যন্ত বোধহয় পৌঁছবেনা । যাহোক, ভবিষ্যতে সতর্ক হতে হবে ।
২৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি যদি পুলিশ হতাম
ডাকাত হতো কে?
মাছের রাজা ইলিশ হলে
উজির নাজির কে?
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: কইতারি না তো!
২৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
তানজির খান বলেছেন: সাধ! ভাই পুলিশ হওয়া আর ড্যাশ হওয়া সমান। দারুণ লিখেছেন।
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।
২৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাই , আমিও আপনার লগে আছি ----
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ধইন্যবাদ ।
৩০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩১
রাজিয়া সুলতানা বলেছেন: অামি যদি পুলিশ হতাম,
হাতে থাকতো বন্দুক;
মানুষেরে ভয় দেখিয়ে
মনে পেতাম খুব সুখ।
----ইস্ যদি আমি পুলিশ হতাম! !!
অসাধারণ! !
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।
৩১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
জনম দাসী বলেছেন: বাবা সাধু নিয়ত গুনে বরকত, এ তুমি কি লিখিয়াছ বাবা। আমি দোয়া করি তোমার যেন জীবনেও পুলিশের চাকুরি না হয়। তবে হ্যাঁ, যদি রেজাল্ট ভালো থাকে, তো আর্মি তে অফিসার পোষ্টে চেষ্টা করতে পারো, এক জন সৎ আর্মি অফিসার হও , আমার খালা আছেন উনি বি,জি জেনারেল। হয়তো চেষ্টা করলে, এগুতে পারবে।
অসৎ চিন্তা মাথার মধ্য থেকে উড়িয়ে দাও। জানি খুব ভাল ভাবে এখন কার পুলিশের কর্ম গুলি খুব স্পষ্ট ভাবে কবিতাতে তুলে ধরেছ। তাই বলে নিজে হইও না। ভাল থেকো বাবা সব সময়,
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনিও ভালো থাকুন ।
৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
সাইফুল১৩৪০৫ বলেছেন: আজকাল রাস্তাঘাটে পুলিশ দেখলেই কেন যেন অজানা ভয় এসে ধরে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: রক্ষকই ভক্ষকে পরিণত হয়েছে ।
৩৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৩
নীলপরি বলেছেন: কবিতাটা দারুন ।
তবে কবির পুলিশ হওয়ার সাধটা বড়ই বেসুরো টাইপ !
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: এটা স্যাটায়ারধর্মী লেখা হলেও একসময় সত্যি সত্যিই পুলিশ হতে চাইতাম । এটা শুনে আমার এক নানা বলেছিলেন, তুই পুলিশ হতে পারবিনা! আমি জিগ্যেস করলাম, কেন? তিনি বললেন, তোর দয়ামায়া বেশি । পুলিশ হতে হলে নির্দয় হতে হবে ।
আসলেই এই কম্ম আমার জন্য না!
৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
দারূণ হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: খবরদারি পুলিশদের হাতেই।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মাছের রাজা ইলিশ
দেশের রাজা পুলিশ কথাটা দেখি অনেকেই বলছে
তো আপ্নে দেশের রাজা হইতে চাইতেছেন! ভালু ভালু স্বপ্ন!
কাব্যে দারুন প্রতিবাদ। ++++