নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতির ডানা

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৩

অামার যদি থাকতো ডানা
প্রজাপতির মতো,
উড়ে যেতাম তোমার কাছে
ক্ষণে ক্ষণে কতো!
তোমার কালো চুলের ওপর
উড়ে বসতাম যখন,
অালতো করে ছুঁয়ে দিতে
অামায় তুমি তখন ।
তোমার নরম ছোঁয়া পেয়ে
শান্ত হতো হৃদয়,
চোখে চোখে কতো কথা,
হতো যে বিনিময়!
হেঁটে যেতে তুমি যখন
গাঁয়ের পথটি ধরে,
উড়তো তোমার শাড়ির অাঁচল
ঝড়ের মতো করে ।
সেই অাঁচলে থাকতো বাঁধা
অামার হৃদয়খানি,
অযুত পঙ্কিলতায় সে যে
হতো কলঙ্কিনী!
নানান খোয়াব দেখতে যখন
তুমি ঘুমের ঘোরে,
তোমার চিবুক ছুঁয়ে দিতাম
এক মুহুর্তের তরে ।
তুমি যখন শোকাচ্ছন্ন
নানা দুর্ভাবনায়,
অামিও হতাম বিষাদমুখর
তোমার প্রেমের মায়ায়!

২৭ পৌষ ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪১

রাফা বলেছেন: Wawoo nice one,I like it।
Thanks,R.b.sadhuu।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৮

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা
খুব খুব ভাল লেগেছে প্রিয় কবি।
অনেক অনেক শুভ কামনা জানবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৮

বাকা পথ বাকা চোখ বলেছেন: ভালো লাগলো

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৯

তার আর পর নেই… বলেছেন: প্রজাপতির ডানা খুবই হালকা, ধরলেই ছিঁড়ে হাতে থেকে যায়, আপনি অন্য কোন ডানা ধার নেন। :D
কবিতা ভাল হইছে।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: যদি হয় সুজন তে৺তুল পাতায় নয়জন ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: খুবই চমৎকার কবিতা। ভাল লাগল।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাহ! কি প্রানবন্ত লেখা। খুব ভালো লেগেছে।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

আরণ্যক রাখাল বলেছেন: এমন যদি হতো/ আমি পাখির মত/ উড়ে উড়ে রেড়াই সারাক্ষণ!
জলের
গানের গানটা মনে পড়ে গেল|
সুন্দর ছন্দময়

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকা হয় যেন ।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ লাগলো , সরল ভাষার কারুকাজ...।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:

"অামার যদি থাকতো ডানা
প্রজাপতির মতো,
উড়ে যেতাম তোমার কাছে
ক্ষণে ক্ষণে কতো!
তোমার কালো চুলের ওপর
উড়ে বসতাম যখন,
অালতো করে ছুঁয়ে দিতে
অামায় তুমি তখন । "

-লজিক্যালী শুদ্ধ নয়; কল্পনা হলো, প্রজাপতির মত 'পাখা' পাওয়া, কিন্তু প্রজাপতি হওয়া নয়; তা'হলে, আপনি পাখা পেলেও মানুষ থেকে যাচ্ছেন, যিনি উড়তে পারেন; তা'হলে কালো চুলে বসা হচ্ছে কিভাবে?

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রত্যক্ষভাবে প্রজাপতির ডানা থাকার কথা বলা হলেও প্রকারান্তরে প্রজাপতি হওয়ার কথাই বোঝানো হয়েছে । মানুষের তো আর ডানা থাকতে পারেনা ।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা । ভাল লেগেছে ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কৃতজ্ঞতা ।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

নুরএমডিচৌধূরী বলেছেন: চমৎকার কবিতা
খুব খুব করে ভাল লেগেছে প্রিয় কবি।
+++++++++

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

প্রামানিক বলেছেন: আট ছয় মাত্রায় চমৎকার কবিতা। ধন্যবাদ

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ বস!

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ ভাই

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




সুন্দর একটি আকাঙ্খায় নীচের এই লাইন দু'টি কেন ঢুকালেন -----
সেই অাঁচলে থাকতো বাঁধা
অামার হৃদয়খানি,
অযুত পঙ্কিলতায় সে যে
হতো কলঙ্কিনী
!

যে প্রিয়ার আঁচলে বাঁধা পড়তে চান , সেই প্রিয়ার আঁচলকেই কলঙ্কিনী করতে চান ??????
সম্ভবত অন্তমিল আনতেই লাইন দুটি বসিয়েছেন অর্থ মাথায় না রেখে ।

একটু ভেবে দেখবেন কি ? যদিও কবির উপর কবিত্ব ফলাতে নেই !
শুভেচ্ছান্তে ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এই লাইন দুটি লেখার সময় "নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে প্রেমের কী দাম আছে বলো" লাইন দুটি আমাকে প্রভাবিত করেছে ।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।
ছন্দে ছন্দে পড়ে বেশ লাগলো ||

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বনমহুয়া বলেছেন: বাহ দারুণ সাধুভাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, মহুয়া!

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভাল লেগেছে। সুখপাঠ্য!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

ফরিদ আহমাদ বলেছেন: নানান খোয়াব দেখতে যখন
তুমি ঘুমের ঘোরে,
তোমার চিবুক ছুঁয়ে দিতাম
এক মুহুর্তের তরে।
প্লাস দিয়ে গেলাম।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৯| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

নীলপরি বলেছেন: বাহ , খুব কিউট লাগলো কবিতাটা ।

০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই বুঝি! শুভেচ্ছা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.