নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

মরণ

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

ও বন্ধু মরণ, ধরি তোমার চরণ;
এসো আমার দুয়ারে-
যাতনা স্মরণে হৃদয়ে রক্তক্ষরণ
জীবনটা নাও কেড়ে!
দিবস-রজনী কেটে যায় ভেবে ভেবে
কৃতকর্ম, কতো কথা;
সর্বত্র বিভ্রান্তি দেখি, বেঁচে আছি; তবে
জানিনা যে সার্থকতা ।
মনে মনে অবিরত কতো তপঃ করে,
খুঁজেছি কতো যে দিশা;
দুঃখগাথা জুটেছে যে শুধু এ অন্তরে
কাটে নাই অমানিশা!
আকাশ বাতাস থাকে সতত নীরব
অভাগার দুঃখ দেখে,
কীসের মাধুর্য আর কীসের গরব
ভবে কল্পলতা এঁকে!
অসাড় জীবনে কিছু নেই, গড় আয়ু
যাকনা আজকে কমে;
নিখিলের ব্যথার এত দূষিত বায়ু
সইতে পারিনা দমে!
মাটির বদ্ধ কুটিরে পূর্ণিমার আলো
না-ই যাক আর দেখা;
নিশ্চুপে থাকবো শুয়ে সে-ও ঢের ভালো
নিদ্রায় গিয়েই একা!

১৫/০৩/২০০৯ খ্রিস্টাব্দ
১ চৈত্র ১৪১৫ বঙ্গাব্দ

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

নিমগ্ন বলেছেন: ও ভাইলোগ!! ইতনা দুঃখ ক্যারে??


(দোয়ারে < দুয়ারে)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কী করে যে বলি!

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

আজাদ মোল্লা বলেছেন: অনেক দুঃখের মনে হয় , ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

রাইসুল ইসলাম রাণা বলেছেন: নিশ্চুপে থাকবো শুয়ে সে-ও ঢের ভালো
নিদ্রায় গিয়ে একা!
জয় সাধুজী

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ রানা ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: দারুণ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

আরণ্যক রাখাল বলেছেন: সাধু, এতো ভাল ছন্দ মিলাও কীভাবে? এখন তো সবাই ছন্দ না মিলানোটাকেই কবিতার অত্যাধুনিক স্টাইল মনে করছে!
সুন্দর!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আধুনিক স্টাইলটাই শিখতে পারলাম না । শুভেচ্ছা!

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ছন্দ খুব ভাল হইছে, সাথে দুঃখের কথাগুলোও চমৎকার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: ও বন্ধু মরণ, ধরি তোমার চরণ;
এসো আমার দোয়ারে-


এসো আমার দোয়ারে-- না দুয়ারে - - -?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক করে নিয়েছি । ধন্যবাদ ।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৮

কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
অভিবাদন জানবেন কবি।
অনেক অনেক শুভ কামনা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর, শুভেচ্ছা রইল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

রানার ব্লগ বলেছেন: মরণ বড়ই বেশরম, বিনা দাওয়াতেই তিনি চলে আসেন, তাকে ডেকে শুধু শুধু কস্ট করার কি দরকার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: এ জীবন ভালো লাগেনা আর!

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

গেম চেঞ্জার বলেছেন: সাধু ভাই!! এ কি? এত তাড়াতাড়ি মরণের চিন্তা করলে জাতির কি হবে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বেঁচে থেকে সুখ নেই; সুখ বুঝি মরণে!

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

নুরএমডিচৌধূরী বলেছেন: “ও বন্ধু মরণ, ধরি তোমার চরণ;”
ধরিওনা বিধৌত সাধুরে
যেমন্টি ধরেছিলে দাদুরে

ভাল লাগা জানবেন কবি
অনেক ভাললাগা
+++++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মরণেই বোধহয় শান্তি ।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাল লেগেছে অমোঘ সত্য লাইন গুলি। + ++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থেকো ।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০০

জুন বলেছেন:
এতো কবি গুরুর ভাষায় "মরণ তুহু মম শ্যাম সমান " ।
এত দুঃখ কিসের এই বয়সে ?
তবে কবিতা ভালো হয়েছে ।
+

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: সে বহুবিধ কারণ! আশা-নিরাশার দোলাচলে নিজেকে কেমন ক্লান্ত মনে হয় । মনে হয় মৃত্যুতেই স্বস্তি ।
শুভেচ্ছা । ভালো থাকুন নিরন্তর ।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




এতো এতো দুঃখ কেন ?
বসন্ত আসছে ধেয়ে । এখন তো ফুল ফোঁটানোর কবিতা হবে !
আবার চারদিকে যে এতো অস্থিরতা তাতে নিশ্চুপে থাকবেন শুয়ে সে-ও ঢের ভালো.................

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: উত্তর দিতে গিয়ে রবি ঠাকুরের "আমার যে দিন ভেসে গেছে চোখের জলে, তারই ছায়া পড়েছে শ্রাবণ-গগন তলে" গানটার কথাই মনে পড়লো । আগের মত আর বসন্ত আসেনা ।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

ফারিহা নোভা বলেছেন: সুন্দর , ভাল লাগল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । অাপনারও কি জীবনে অরুচি?

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

এম.এ.জি তালুকদার বলেছেন: “মরণ রে তুহু মম শ্যাম সমান” ছোট রবীকে ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যে ভালো লাগা । ধন্যবাদ ।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২

লালপরী বলেছেন: কবিতা ভালো লেগেছে রুপক ভাই :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: লালপরীকে লাল গোলাপের শুভেচ্ছা ।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো হয়েছে, তবে কবিতার বিষয়বস্তু, মৃত্যুকামনা, ভালো নয়।
নিশ্চুপে থাকবো শুয়ে সে-ও ঢের ভালো
নিদ্রায় গিয়েই একা!
-- গভীর দুঃখবোধ থেকে লেখা। কিন্তু কেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: সে অনেক কথা!

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: নিশ্চুপে থাকবো শুয়ে সে-ও ঢের ভালো
নিদ্রায় গিয়েই একা!


লাইনগুলো পড়ে মনটাকে ছুঁয়ে গেল ।

আপনার পুরানো লেখাগুলো পড়ছি আস্তে আস্তে । বেশ ভালো লাগছে ।

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: লাইনগুলো মনটাকে ছুঁয়ে গেল ।

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.