নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

রোদনে ভরা বসন্ত

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৭

একুশ বসন্ত
একা একা কেটে গেলো একুশ বসন্ত,
কোনোদিন কেউ এসে নিলোনা খবর;
পলাশ-শিমুল ফুটে ঝরে গেলো কত
কামনার-বাসনার হলো যে কবর ।
কুকিল ডাকলো কত কুহুকুহু স্বরে,
একমনে তার পাণে রইলাম চেয়ে;
হেঁটে গেলাম সতত মেঠোপথ ধরে
শুকনো পত্র-পল্লবে পথ গেছে ছেয়ে ।
রমণীরা শাড়ি পড়ে দল বেঁধে চলে
হাওয়ায় দোল খেলো শাড়ির অঞ্চল,
পুরুষ পাঞ্জাবি পরে ছুটে প্রাণোচ্ছলে
প্রেমিকার হাত ধরে আবেগে চঞ্চল ।
আকাশে ভাসলো কতো উচ্ছ্বসিত রবি,
আলোয় আলোয় ধরা গেলো কত ভরে;
আমি তবু দীনহীন- ম্লান প্রতিচ্ছবি
কী শোকে অন্তর যেন আনচান করে ।

২০ ফাল্গুন ১৪২১ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।


♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

ফাগুন হাওয়া
ফাগুন হাওয়া করছে ধাওয়া
আমায় পেছন থেকে,
তোমায় পাওয়া আমার চাওয়া
জীবন নদীর বাঁকে ।
মাঘের কাঁপন নিয়েছে বিদায়
আসবেনা আর ফিরে,
ওহে প্রিয়তমা, ডাকি গো তোমায়
আসো মোর কুঁড়েঘরে ।
জমেছে এ প্রাণে কতো যে যাতনা
শুধু করে নিপীড়ন,
ওহে প্রেমময়ী, তোমার চেতনা
জাগাও হে শিহরণ ।
মনের বাগানে চলো গানে গানে
বাজাবে বাঁশের বাঁশি,
তোমার দর্শনে জড়াবো বাঁধনে
দেখবো তোমার হাসি ।
নতুন দিনের নতুন হাওয়া
দাও মনে ভালোবাসা,
তোমার দুয়ারে এ আসা যাওয়া
হয়ে গেছে যেন নেশা ।

২৬/০১/০৯
১৩ মাঘ ১৪১৫ বঙ্গাব্দ


♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

হায় বসন্ত
কোকিলের ডাক শুনি হলো বোধোদয়,
প্রকৃতিতে আসিয়াছে ঋতুরাজ;
শুষ্ক পাতা ঝরিবার এই তো সময়
প্রেমে মজি নিকটে আসার আজ ।
যুগলেরা চলিতেছে হাতে হাত রাখি
অজানা আনন্দ তাহাদের মনে,
মাঝে মাঝে কভূ হইতেছে চোখাচোখি
শিহরণে চুপিসারে আলিঙ্গনে ।
আমি চলিতেছি আনমনে পথে, আর
দিকে ছিলোনা তো চোখের নজর;
অজানা অতৃপ্তি জাগি তবু বারংবার
ব্যথিত, বিমর্ষ হইলো অন্তর ।
যদ্যাপি তাকা’লাম পাশের আম্রডালে
ছিলোনা হৃদয়ে আবেগ পিয়াস,
শিমুল পলাশ ভুবনের কোলাহলে
ছড়ায়েছে শুধু ব্যথা উপহাস ।
কা’র তরে অহর্নিশ জাগ্রত প্রকৃতি
খেলিতেছে একমনে দোলাচল,
কোথায় পাইবো বলো বাঁচার নিষ্কৃতি
সর্বত্রই দেখি বিভেদ শৃঙ্খল ।
আমার ভালো লাগার নাই কোনো মানে
কা'রো কিছু কখনো যায় না আসে,
ফুটিবে ফুল, ঝরিবে পাতা প্রয়োজনে
সবুজ মাঠেতে কিংবা দুর্বা ঘাসে ।


২১ ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বসন্তময় তিনটা কাব্যই ভালো লাগলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৬

শাহরীন মাহাদী বলেছেন: কোনোদিন কেউ এসে নিলোনা খবর

ভাল লাগল.....।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫

তার আর পর নেই… বলেছেন: মাত্র তো একুশ বসন্ত গেছে, এখনো তো কত সময় রয়ে গেছে :(

দুশ্চিন্তা করার কারণ নাই :)

তবে আমি একটাও কোকিলের ডাক শুনি নাই

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথমটা দুই বছর আগের, দ্বিতীয়টা সাত বছর আগের; আর তৃতীয়টা তিন বছর আগের । তো বুঝতেই পারছেন । আর কতো অপেক্ষা!
এইবার আমিও শুনিনি কুকিলের ডাক! তারাও বুঝি আমার মত নির্বাক ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামনে আরও অনেক বসন্ত আছে। হতাশ হবার কিছু নেই।

তিনটি কবিতাই সুন্দর। ধন্যবাদ রূপক বিধৌত সাধু।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার লেখা তিনটি কবিতাই সুন্দর হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

অগ্নি সারথি বলেছেন: প্রতিটি কবিতাই বেশ সুন্দর। শুভকামনা জানবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা!

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

কল্লোল পথিক বলেছেন: বসন্তের তিনটা কবিতা ভালো লেগেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর হয়েছে তবে ১মটা বেশি ভালো লেগেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও । শুভেচ্ছা ।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

রক্তিম দিগন্ত বলেছেন: অনেক আগের তারিখ মনে হচ্ছে। অনেক আগের লেখা!

তিনটাই জোস! ++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: যথাক্রমে দুই, সাত, তিন বছর আগের । অনুভূতি এখনও একই আছে । শুভেচ্ছা ।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

মাদিহা মৌ বলেছেন: তিনটি কবিতাই সুন্দর। তবে দ্বিতীয়টা বেশি ভাল লাগলো। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন ।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

প্রামানিক বলেছেন: তিনটি কবিতাই সুন্দর। খুব ভাল লাগল। ধন্যবাদ রূপক বিধৌত সাধু।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

আইএমওয়াচিং বলেছেন: খুবি চমৎকার হয়েছে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: একুশ বসন্তের রোদন, স্বপ্ন, আশা, ভালবাসা ফাল্গুনের রং.. সব মিলে চমৎকার...+++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানাই ।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

বিজন রয় বলেছেন: আপনি তো অনেক ভাল লেখেন রূপক।
++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অনুপ্রাণিত!

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

প্রণব দেবনাথ বলেছেন: ++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

রানার ব্লগ বলেছেন: ঠিক ঠাক বাসন্ত
এসে গেলো দুয়ারে
কি অপরূপ, রংবাজী
আহারে!! আহরে!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আহারে!

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ফাগুন শুভেচ্ছা রইলো। কবিতা ভালো হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২

মাহমুদ০০৭ বলেছেন: ফাগুন হাওয়াটা বেশি ভাল লাগছে ।/

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ ত্র‍য়ী কবিতা!

মুগ্ধতা!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগলো জেনে ।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১

গেম চেঞ্জার বলেছেন: বেশ!! ভালইতো। কিন্তু কুশ্চেন আছে। সাধূদের না প্রিয়ার আঁচড় লাগতে মানা!?? ;)

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মন কি বাঁধা মানে?

২১| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪

ফরিদ আহমাদ বলেছেন: একুশ বসন্ত,কবিতাটা আমার জন্য লিখেছেন?

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনিও দুঃখী?

২২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৬

ফরিদ আহমাদ বলেছেন: মায়ের দেয়া কালো কাজলের প্রভাবটা এখনো কমেনি।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: :(

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

উদাসী স্বপ্ন বলেছেন: ১৪২০,১৪২১ এর কবিতা দুটো বেশ পরিপক্ক।


আপনার মধ্যে কবিত্বের যে বিবর্তন সেটা শেষের দিকে কেন যেনো আটকে গেছে মনে হয়। যদিও কবিতা গুলো সবই ভালো। কিন্তু আপনি কি আপনার কবিত্বের বিবর্তন চান না?

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ফরম্যাট চেঞ্জ এর কথা বলছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.