নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

যেভাবে ভাইরাল হয়েছিল আমার মৃত্যু সংবাদ

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২

সেদিন সন্ধায় শাহবাগ থেকে বিঅরটিসি বাসে উঠেছি । মহাখালী নেমে ময়মনসিংহের বাসে উঠবো । আমার বাড়ি ময়মনসিংহের ভালুকায় । কিছু পথ যাওয়ার পর শরীরটা হঠাৎ খারাপ করলো । সারাদিনের হাঁটাহাঁটিতে অবসন্ন হয়ে পড়েছে । দম নেওয়াও খুব কষ্ট হচ্ছিলো । ভাবলাম মাওনায় যাবো । সেখানে তৌহিদ নামে জনৈক ছোট ভাইয়ের সাথে দেখা করাও প্রয়োজন । তার সাথে অনেকদিন দেখা-সাক্ষাৎ নেই । ফোন দিলাম তাকে । তার সাথে কথা বলে বুঝতে পারলাম, আমার যাওয়ার খবরে সে বেশ খুশি । গাজীপুরের কিছু আগে বাসটা হঠাৎ থেমে গেলো । বিশাল এক যানজটে আটকে গেছে! এক ঘন্টার মতো বসে রইলাম । যানজট ছাড়ার কোন সম্ভাবনা দেখছিনা । বাস থেকে নেমে দেখলাম এক বাস আরেক বাসকে ধাক্কা মেরে প্রায় গুড়িয়ে দিয়েছে । দুটো বাস রাস্তার ঠিক মাঝখানে দাঁড়ানো! রাস্তা ক্লিয়ার করে বাস ছাড়তে বোধহয় আরও অনেক সময় লাগবে । চালকের সহকারীকে জিজ্ঞেস করলাম, "বাস কোন পর্যন্ত যাবে?"
উনি বললেন, "সালনা পর্যন্ত ।"
পাশেই একটা মাইক্রোবাস দাঁড়িয়েছিলো । মাইক্রোবাসের চালক জানতে চাইলেন, আমি কোথায় যাবো । যদিও মাওনা যাবো, তবুও আমি বললাম, "ভালুকায় ।" উনি বললেন, "কিছুদূর যাওয়ার পর গাজীপুর চৌরাস্তা । ওখান থেকে বাস পাওয়া যাবে ।"
গাজীপুর চৌরাস্তার দিকে হেঁটে চলেছি আমি । এক-দেড় কিলোমিটার হাঁটার পর ঠিক কী কারণে জানিনা, মাওনা যাওয়ার সিদ্ধান্ত পাল্টে ফেললাম । তৌহিদকে ফোনে জানালাম, "আজকে আসতে পারছি না ।" তাহলে কি আমি ভালুকায় যাবো? রাত তখন প্রায় দশটার মতো বেজে গেছে । ভালুকা থেকে বাড়ি যাওয়ার আর কোন বাহন পাবো না । আমার বাড়ির দূরত্ব ভালুকা সদর থেকে ভরাডোবা, চার কিলোমিটার; ভরাডোবা থেকে বাকসাতরা, নিঝুরি, মেদুয়ারী, বগাজান, বনকোয়া পেরিয়ে আরও নয় কিলোমিটার । হঠাৎ এক বন্ধুর কথা মনে পড়লো । তার নাম মনির । কলেজে একসাথেই পড়তাম আমরা । খুবই ঘনিষ্ঠ ছিলো । সে গাজীপুরেই থাকে । তার সাথে পাঁচ বছর কোন প্রকার যোগাযোগ নেই । তাকে ফোন দেবো কিনা ভাবছি । আবার চিন্তাও করছি, তার মোবাইল কি খোলা আছে? সে কি আগের নাম্বার ব্যবহার করে? তার মোবাইল খোলাই ছিলো ।


বন্ধু মনির এর রুমে শুয়ে ছিলাম । ও আমাদের কলেজ জীবনের জনৈকা বান্ধবী সুমাইয়ার সাথে ফেসবুকে চ্যাট করছিলো । চ্যাটের এক পর্যায়ে সুমাইয়াকে জানালো, সড়ক দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছে । সুমাইয়া প্রথমে বিশ্বাস করতে চায় নি, কারণ, ঘন্টাখানেক আগেই আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি বইমেলা বিষয়ে । বন্ধু মনির তাকে বললো, "কিছুক্ষণ আগেই দুর্ঘটনাটা ঘটেছে । বইমেলা থেকে আসার পথেই ।"
মনিরকে খুব বকাঝকা করলাম । ভুল বুঝতে পেরে ও সত্যি কথাটা বলে দিতে চাচ্ছিলো সুমাইয়াকে । রাগ করে আমি না করলাম, কারণ, কথাটা আমিই সুমাইয়াকে জানাতে চাচ্ছিলাম, যাতে কোন ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় । কিছুক্ষণ পর থেকে গণহারে ফোন আসা শুরু হলো আমার ফোনে । ঘটনা বুঝে ফেললাম, আমার মৃত্যু সংবাদ ততক্ষণে ভাইরাল হয়ে গেছে! মনিরকে বললাম, "তুমি যে ভুল সংবাদ দিয়েছো, সুমাইয়াকে এখন তুমিই জানাও ।" সে তাই করলো । সুমাইয়া তার সাথে খুব রাগারাগি করলো, বললো; "এমন মিথ্যে কেউ বলে! আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছি ।"
ফেসবুকে ভার্সিটির গ্রুপে স্ট্যাটাস দেওয়া মানে বহুলোক জেনে যাওয়া । ইতোমধ্যে অনেকে জেনেও গেছে । সুমাইয়া সাথে সাথে স্টাটাসটা মুছে দিলো । তারপরও বন্ধুদের সংশয় যায় না । সবার সংশয় দূর করতে আমি নিজেই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম এই বলে যে আমার কিছুই হয় নি । সুমাইয়া আমাকে ফেসবুকে নক করলো, "এমন দুষ্টুমি কেউ করে?"
আমি বললাম, "আমি তো কিছুই জানতাম না । তুমি নিশ্চিত না হয়ে স্ট্যাটাস দিয়ে দিলে কেন?"
সে বললো, "এমন সিরিয়াস বিষয় নিয়ে যে মনির মজা করবে, আমি তা ভাবতেই পারি নি । প্রথমে আমি তো বিশ্বাসই করি নি । আপার সাথেও কথা বললাম তোমাকে নিয়ে । বড় ভালো ছেলে ছিলো । আজ মারা গেছে । সব শুনে আপাই বললো, ঘটনা বোধহয় সত্যি ।"
আমি বললাম, "তোমার আপুকে আমার সালাম দিও ।"
সে বললো, "ঠিক আছে । জানাবো ।"

মন্তব্য ৬২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৫

বিজন রয় বলেছেন: অনেক দিন পর লিখলেন।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম!

২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬

বিজন রয় বলেছেন: ঘটনা সত্যি?

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি!

৩| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এত সিরিয়াস বিষয় নিয়ে রসিকতা করা ঠিক হয়নি।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ও (মনির) এমনই ! তাও ভালো একেবারে রাষ্ট্র হয়ে যায়নি! কী কেলেঙ্কারীই না হতো ।

৪| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯

ঢাকাবাসী বলেছেন: এতে করে কিছু লোকের আসল রূপ জানতে পারেন।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটা অবশ্য ঠিক ।

৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



সে জন্যেই বেশ কিছুদিন আপনার পাত্তা পাওয়া যায়নি ।
তা, ভাইরাল জ্বরে নিয়ে গা ঢাকি দিয়েছিলেন ? :P :P


০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগ ছেড়ে দেবো ভাবছি ।

৬| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬

কল্লোল পথিক বলেছেন:







মুর্শিদ ভাল থাকবেন সর্বদা।
আপনার মঙ্গল কামনা করি স্রষ্টার কাছে।
যাতে কোন অমঙ্গল না ছোয় আপনাকে।
ভাল থাকবেন সুস্থ থাকবেন।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনিও সুস্থ থাকবেন।

৭| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২০

আরণ্যক রাখাল বলেছেন: মাঝেমাঝে এমন খবর ভাইরাল হওয়া ভালো। "ছেলেটা বড় ভালো ছিল" এমন কমপ্লিমেন্ট শোনা যায় =p~

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । মৃত্যুর পর সব ছাত্রই মেধাবি ।

৮| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭

সাহসী সন্তান বলেছেন: খবর তো বেশ গুরুতর!

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তা তো বটেই ।

৯| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কিছু ভাইরাল হতে সময় নেয় না। তাই একটু সাবধান থাকা উচিৎ। ভাগ্য ভালো আপনার মৃত্যু সংবাদ গুজব ছিল।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন ।

১০| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এখন যদি বলেন যে ঘটনাটা সত্যি, তবে কিন্তু খুব ভয় পেয়ে যাবো।

ভাল লেগেছে।

শুভেচ্ছা

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১১| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩১

দেবজ্যোতিকাজল বলেছেন: এখন কেমন আছ?
কবিদের জীবনে যত পরাজয় তত কবিতা পুঁজি ।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আছি এক রকম ।

১২| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

নীলপরি বলেছেন: আপনি তো দেখছি মৃত্যুঞ্জয় । :)
লেখা ভালো লাগলো ।
খুব ভালো থাকুন আর এরকম ভালো ভালো লিখুন আমাদের জন্য ।

শুভকামনা ।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভকামনা ।

১৩| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

মহা সমন্বয় বলেছেন: তাজ্জব তো!!!! :-< জলজ্যান্ত একজন মানুষের মৃত্যু নিয়ে এমন ছেলে খেলা কউ করে??

আপনি তো দেখছি মৃত্যুঞ্জয় । :)

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত্যুঞ্জয়ই বটে ।

১৪| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৮

শায়মা বলেছেন: যদিও মনিরের কাজটা খারাপ হয়েছিলো তবে আহমেদ জি এস ভাইয়ার কমেন্ট পড়ে হাসছি।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই?

১৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:২১

আমিই মিসির আলী বলেছেন: সাবধানে থাইকেন।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: অবশ্যই । ভালো থাকুন ।

১৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: মানুষের মৃত্যু নিয়ে রসিকতা করা ঠিক হয় নাই।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম ।

১৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৬

অন্তঃপুরবাসিনী বলেছেন: প্রামানিক বলেছেন: মানুষের মৃত্যু নিয়ে রসিকতা করা ঠিক হয় নাই।

তবে আমার মাঝে মাঝে ইচ্ছা হয় আমাকে নিয়ে কেউ এমন রসিকতা করুক। দেখতাম, কে কি করে। :)
যেহেতু সত্যিকার মরে গিয়ে দেখা যাবে কিনা সে বিষয়ে আমরা শিউর না।

ভালো থাকুন।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন।

১৮| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

এম.এ.জি তালুকদার বলেছেন: ভাইয়া সত্য হলে খুব খুব খষ্ট পেতাম। আর ব্লগ ছাড়বেন কেন?

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যক্তিগত সমস্যা । ভালো থাকবেন ।

১৯| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৮

রুদ্র জাহেদ বলেছেন: অদ্ভুত।আসলে এমনভাবে কৌতুক করা উচিত নয়।ব্লগ ছাড়া যাবে না,প্রয়োজনে কম সময় দিয়ে থাকুন

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা যাক কী হয় । ভালো থাকুন জাহেদ ভাই ।

২০| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি যে জীবিত থেকে মৃত, এরপর পুনর্জীবিত হয়েছেন, এ পোস্ট না পড়লে আমার নানিও তা জানতে পারতো না।

আলহামদুলিল্লাহ।

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

২১| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

জেন রসি বলেছেন: আপনি বাঁচিয়া প্রমান করিলেন, আপনি মরেন নাই। ;)

শুভকামনা। :)

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা অাপনার জন্যও ।

২২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: কোথায় গেলেন??

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এই তো এলাম ।

২৩| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: এহহ....জীবিত মানুষটাকে সবাই এমনে মেরে ফেললো? কপাল ভালো জুকারবার্গকে জানায় নাই, তাইলে আপনার প্রোফাইলটারে আপনার ভার্চুয়াল শ্মশান ঘাট বানায়া ফেলতো!

যাই হোক, আপনার দ্বিতীয় জন্মের বার্থডে আসলে জানায়েন!

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: গুণী মানুষের পদার্পণে খুশি হলাম ।

২৪| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৯

তার আর পর নেই… বলেছেন: ফেসবুক যে জীবন্ত মানুষেরে মরা বানায়ে দিতে পারে :D

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: মরণেই বোধহয় ভালো ছিলো । অন্তত কিছু মানুষ মনে রাখতো।

২৫| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

প্রামানিক বলেছেন: নুতন লেখা কই?

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: এই তো দিলাম ।

২৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:০৫

মামুন রেজওয়ান বলেছেন: এতে একদিক দিয়ে ভালই হয় আপন পর চেনা যায়।

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিকই বলেছেন ।

২৭| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


বেকুব বন্ধু বড় ধরবের সমস্যা

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ও বুঝতেই পারেনি ঘটনা এতদূর গড়াবে ।

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: বাহুল্যে কতবার যে এমন মরার হাত থেকে বেচে এসেছি।। এমনকি হার্ট সার্জারীর পরও দি্ব্যি বেচে-বর্তে আছি।। এখন ভাবছি সত্যিই মৃত্যুর কথা।।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: সুস্থ থাকুন ।

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: গফরগা থিকা ভালুকা কতদূর?

একটা অফটপিক কুশ্চেন: ভালুকার লুকজন নাকি আগে রামদা, বাটাল ছাড়া কথা কইতো না, এখন কি পরিস্থিতির কিছু উন্নতি হইছে?

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কাছাকাছি ।

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২

মহামহোপাধ্যায় বলেছেন: হায়!! হায়!! আমার ব্লগে তাহলে কে গিয়েছিলো?? আপনি না আপনার আত্মা ;)


আহারে পোলাডা বড় ভালু আছিলো :)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার আত্মা ।

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিথ্যা মৃত্যু সংবাদ রটলে নাকি আয়ু বাড়ে =p~

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা যাক কী হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.