![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন (rupakbsadhu@gmail.com)
প্রেম বলিয়া কিচ্ছু তো নাই
সবই অনাসৃষ্টি,
তাই তো অামি ফিরাইয়াছি
ওইদিক হইতে দৃষ্টি!
ভুল করিয়াও পড়ি না অার
কোনো নারীর ফাঁদে,
অার কাঁদিতে পারিবো না
মনের অবসাদে ।
কাহার অাশায় পথ চাহিয়া
ফুরাই অামি বেলা,
অামার অনুভূতিকে যে
করে অবহেলা?
অামার চোখের জল যে জনায়
দলিয়া যায় সাথে?
একটিবারও তাকায় না যে
ফিরিয়াও পশ্চাতে?
মন বলিয়া কিচ্ছু তো নাই
সাক্ষাৎ যেন রাক্ষসী,
জীবন লইয়া খেলা করে
খুনে পারদর্শী!
মায়াজালে বাঁধিয়া সে
করিলো অামায় খুন,
নিত্য জ্বলে বুকের মাঝে
তুষের ভাঁপে অাগুন ।
প্রেম তোমাকে সালাম জানাই
চিরদিনের মত,
অার মরিতে চাহিনা যে
হইয়া পদানত ।
৭ চৈত্র ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অাগেরটা ড্রাফটে নিয়েছি । ব্লগে কম অাসছি শুধু শুধু বিতর্কিত হয়ে কী লাভ!
২| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮
বিজন রয় বলেছেন: বুঝতে পেরেছি........
আপাতত পাগলদের ক্ষেপিয়ে লাভ নেই, দেখলেন না সরকারও সাহস পায় নাই।
আমরা তাদের কোন সুযোগ না দিই।
সাথে থাকেন রূপক।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: হুম ।
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮
গেম চেঞ্জার বলেছেন: কবিতা ভাল হয়েছে। তো বিতর্কিত হলেন কবে? হায় হায়!!
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: একটু অাগে একটা কবিতা পোস্ট করেছিলাম । খারাপ প্রতিক্রিয়া অাসতে পারে, তাই ড্রাফটে নিয়েছি ।
৪| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯
গেম চেঞ্জার বলেছেন: দুঃখজনক! লেখার স্বাধীনতাও আজ নেই!!
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । কোথাও মানুষ নেই; সব শালা ধার্মিক ।
৫| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার মতো নারীবিরক্ত ব্রম্মাচারী হইলে বাইচ্যা থাকার কুনো কারন দেখি না। আমি হইলে গ্লাসের পানিতে ফাল দিয়া সুইসাইড খাইতাম!
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: অার কইয়েন না, ভাই! দুঃখে দুয়েকবার সুইসাইড খাওয়ার পণও করেছিলাম; হয়ে উঠেনি ।
৬| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
শায়মা বলেছেন: প্রেমরে আসলেও সালাম!!!!!!!
আসলামালেকুম সালাম!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: বড় খারাপ জিনিস!
৭| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
রিপি বলেছেন:
ভুল মেয়ে মানুষের প্রেমে পড়লে এমনি হয় মনে হয়। হাহা
ভালো লেগেছে।
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ভুল মানুষের প্রেমে পড়ে জীবন ছারখার! এই লেখাটা লিখতে গিয়ে অামারও মন খারাপ ছিলো ।
৮| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লেগেছে কবিতা।
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।
৯| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: প্রেমের প্রতি অভিমান ! সালাম জানাইয়া বিদায় নিলেও লাভ নাই, তাহা আইবোই বড়ই বেহায়া সে ।
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: বড্ড বেহায়া!
১০| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
নকীব কম্পিউটার বলেছেন: চমৎকার লিখেছেন!
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।
১১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:১১
জুন বলেছেন: মন বলিয়া কিচ্ছু তো নাই
সাক্ষাৎ যেন রাক্ষসী,
জীবন লইয়া খেলা করে
খুনে পারদর্শী!
+
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: সবচে বিতর্কিত লাইন দুটোই বেছে নিলেন? ক্যামনে কী!
১২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আয় হায়
একি দেখিলাম
সাধূর জবানে
প্রেম কাহিনি পড়িলাম
হা হা হা
++++++++++++
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ফান্দে পড়িয়া বগা কান্দে রে!
১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২
সুমন কর বলেছেন: ছন্দময় !
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, সুমন দা!
১৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:২৭
তানজির খান বলেছেন: প্রেম বলে যা আছে কয় জন তার খোঁজ পায়? হতাশ হবেন না কেউ নিশ্চয়ই আছে খুঁজে নেবার।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন ।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩
প্রামানিক বলেছেন: মন বলিয়া কিচ্ছু তো নাই
সাক্ষাৎ যেন রাক্ষসী,
জীবন লইয়া খেলা করে
খুনে পারদর্শী!
অনেক ভাল লাগল। ধন্যবাদ
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ অাপনাকেও ।
১৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০৫
মহা সমন্বয় বলেছেন: প্রেম তোমাকে সালাম জানাই .. কেন কেন ??
প্রেম হচ্ছে ম্যাজিক, এই ম্যাজিক মায়াজালের ঘোরটােপে পড়ে কেউ হয়ে যায় কবি,সাধু,সন্নাসী।
এই প্রেমই আপনাকে কবি বানিয়েছে তাহা আমরা জানি। তাহলে কি এখন প্রেমকে সালাম জানিয়ে সাধু হবেন?
ওহ না আপনি তো ইতিমধ্যে সাধু সেজে বসেই আছেন, আপনার নামের শেষে যে সাধু আছে তা তো খেয়াল করি নাই।
প্রেমের একূল ওকূল দুই কূলই তো দেখলেন কবি হলেন, সাধু হলেন।
এবার কি তাহলে সব ছেড়ে ছুড়ে সন্নাসী হবেন?
---------------------------------------------------------------------------------
আর এই স্বাধীন বাংলায় আপনি কার ভয়ে কবিতা ড্রাফট করলেন? তার নামটা একটু কন, সাইজ করে দিয়া আসি।
কোন মতেই কলম থামানো যাবে না। কবিরা কলম থামালে কোন ফুল আর ফুঁটবে না, পাখিরা আর গান গাইবে না।
চারিদিকে ধ্বনিত হতে থাকবে কর্কশ বেঢপ শুর।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বৈরাগ্য সাধনেই যে অামার মুক্তি । অাপনার মন্তব্যটা মন জুড়িয়ে দিয়েছে ।
১৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০৯
কালনী নদী বলেছেন: আগের পোস্ট ড্রাফট করে ভালই করছেন, সেটা ভয়ঙ্কর ব্যাপার ছিল!
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ, কালনী নদী ভাই! শুভেচ্ছা ।
১৮| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৯
শরতের ছবি বলেছেন: এখন কেউ প্রেম করে না , করে ছলনা !
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই । নারীর ছলনা বোঝার বয়সে কখনোই পৌঁছে না পুরুষ!
১৯| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
সাধু আর সাধু নাই
চুপেচুপে প্রেম!
হাটে হাড়ি ভেংগে গেল
নেই কোন সেইম।
জিয়ো সাধু ভাই। জিয়ো!!!
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: বিচ্ছেদের বাজারে গিয়া,
তোমার প্রেম বিকি দিয়া
করবো না প্রেম অার যদি কেউ কয়!
২০| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১
তাসলিমা আক্তার বলেছেন: একমদম ঠিক বলছেন, যে আমার কথা ভাবেনা আমি ক্যান তার লিগা কান্দুম? খায়ালয়া আর কাম নাই!
হাজার সালাম কোটি সালাম লগে নমস্কারও।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অাফার কি এমন কোন ব্যাপার-স্যাপার ছিলো নাকি?
২১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬
শায়মা বলেছেন: হা হা
মজার এবং দুস্কের কবিতায় আমার কমেন্টের জবাব দেখতে আসছিলাম সাধু ভাইয়া।
মহা সমন্বয় ভাইয়ার মন্তব্যে লাইক!
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ও গুণী লোক! বিদুষী অাপুকে ধন্যবাদ ।
২২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:২৪
উল্টা দূরবীন বলেছেন: আসল প্রেমের খোঁজ কি আদৌ কেউ পেয়েছে!?
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি?
২৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬
মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ।/ প্রেম কে একদম সালাম দিয়ে দিলেন দেখছি । কবিতায় মজা পেলাম ।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ, মাহমুদ ভাই!
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
লেখা বেশ পুরাতন স্টাইলের; লেখার বিষয়টা বাংগালী কবিদের জাতীয় সংগীতে পরিণত হয়েছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: স্বরবৃত্তে লেখার প্রয়াস! কিছু ক্ষেত্রে অবশ্য ছন্দপতন হয়েছে ।
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮
আরণ্যক রাখাল বলেছেন: হতাশ হওয়ার কিচ্ছুটি ণাঈ ভাইজান
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: হতাশাতেই পরিপূর্ণ অামার জীবন!
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।
২৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২
ফারিহা নোভা বলেছেন: ভাল লাগা রইল।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।
২৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
ফরিদ আহমাদ বলেছেন: ভাই, প্রেম বড় বেয়াড়া।
ঘুরেফিরে বারবার আসে।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক তাই ।
২৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৭
মহা সমন্বয় বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: আমার বেলায় এমন ঘটেনি ।
৩০| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৯
নীলপরি বলেছেন: মন বলিয়া কিচ্ছু তো নাই
সাক্ষাৎ যেন রাক্ষসী,
জীবন লইয়া খেলা করে
খুনে পারদর্শী!
যে রাক্ষসী তার কাছে দেবীত্বের আশা কেনো ? সে তো মায়াবী হবেই । যার যা স্বভাব ! নির্মোহ হয়ে একবার ভেবে দেখুন , পরিনতি যতটা করুন হওয়ার কথা ছিল , ততটা কিন্তু হয়নি । তাই কবিতা লিখতে পারছেন । এখানেই প্রেমের কৃতিত্ত্ব । তাই প্রেমকে কূর্ণিশ । তবে রাক্ষসীর কাছে আমরা কৃতজ্ঞ । নাহলে , আমরা এই কবিতা কি করে পড়তাম ?
কবিতা খুব ভালো লাগলো । ++
আরে , কোন কবিতা আবার সরিয়ে নিলেন ? সেটাই তো পড়তে ইচ্ছা করছে ! কি করি ?
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: আমি কবি হতে চাইনি ।
৩১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০
ফরিদ আহমাদ বলেছেন: কয়বার পড়ছেন?
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেম একবারই এসেছিলো নীরবে ।
৩২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
নীলপরি বলেছেন: চাইলেই কেউ আপনার মতো কবি হতে পারবে না ।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: কী যে বলেন না!
৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩
নীলপরি বলেছেন: সবাই একই কথা বলবে ।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন:
৩৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭
খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত সেই রাক্ষুসীই আপনাকে সাধু বানালো নাকি? প্রেম বিধৌত সাধু!
দাগা টা আজকের ভূমিকম্পের মতই বড় ছিল মনে হয়। তা না হলে এত ভাল কবি হতে পারতেন না।
মহা সমন্বয় আর নীলপরির মন্তব্যগুলো ভালো লেগেছে। কার্টুনটা তো চরম হয়েছে। লাইক দিয়েছি দুটোতেই।
১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বড় লজ্জায় ফেলে দিলেন যে!
৩৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: কাহার অাশায় পথ চাহিয়া
ফুরাই অামি বেলা,
অামার অনুভূতিকে যে
করে অবহেলা? দারুন হয়েছে লেখা!
১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২
বিজন রয় বলেছেন: আবার পোস্ট?