নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আবার কখনো যদি

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১


আবার কখনো যদি অামাদের দেখা
হয় কোনো এক রেলস্টেশনের ধারে,
হাজারো লোকের ভিড়ে তুমি কি অামায়
চিনতে পারবে সেই লোক-লোকারণ্যে?
মধ্য-বিরতিতে পপকর্ণ হাতে নিয়ে
ছুটছি যখন এক প্লাটফর্ম হতে
অন্য প্লাটফর্মে, অামার ব্যস্ততা দেখে
কী উচ্ছ্বাসে মিটিমিটি হাসছো তখন!
থমকে দাঁড়াই অামি, ভুল দেখছি কি?
কোথা হতে নেমে এলো অাকাশের চাঁদ,
খুঁজছি যারে হাজার বিভাবরী ধরে
যারে ভাবি অবিরত শয়নে স্বপনে ।
বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলাম, তুমি
নিজেই এগিয়ে এসে হাতটা ধরলে;
তোমার সজল চোখে কী জানি মুগ্ধতা
অামায় অাচ্ছন্ন করে দাবিয়ে রাখলো ।

১৫ অাশ্বিন ১৪২২ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।

মন্তব্য ৭৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছন্ন চোখের মুগ্ধতায় মুগ্ধতা ;)

+++

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: তুমি তো ভুলতেই পারলে না সাধু ভায়া।

যাক তাই কবিতা রচিত হলো।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আই কান্ট ফরগেট হার!

৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

শাহেদ চৌধুরী বলেছেন: বেশ ভালো লেগেছে :)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

ফরিদ আহমাদ বলেছেন: হারানো মানুষটা ফিরে আসলে আপনার অনুমিত অনুভূতির মতোই হবে হয়তো।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । তবে আসার সম্ভাবনা কম ।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

মাহবুবুল আজাদ বলেছেন: আহা স্মৃতি - মধুরতায় মুড়ে থাক।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: স্মৃতি তো কাঁদায়!

৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

পুলহ বলেছেন: প্রথম লাইন দুটা পড়ে জীবনানন্দের একটা কবিতা মনে পড়লো-

"....জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি, কুড়ি, বছরের পার,-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার !"

ভালো লেগেছে । শুভকামনা জানবেন কবি!

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা আপনার জন্যও ।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ, সুমনদা!

৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার। +

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইল, রাজপুত্তুর!

৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকেও!

১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

রিপি বলেছেন:
বাহ। ভালো লেগেছে কবিতা সাধু ভাইয়া।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, রিপি!

১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫

নীলপরি বলেছেন: অবশেষে দেখা হোলো । মুগ্ধ ++

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা হয়নি তো!

১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

জেন রসি বলেছেন: তীব্র আবেগ খুব গভীর ভাবেই কবিতায় উঠে এসেছে।

++

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, জিনি ভাই! ভালো থাকুন ।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

কল্লোল আবেদীন বলেছেন:







কবিতায় এক রাশ ভাল লাগা রেখে গেলাম।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বাগতম । মন্তব্যে প্রীত হলাম!

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

খায়রুল আহসান বলেছেন: কোথা হতে নেমে এলো অাকাশের চাঁদ --
এ চাঁদ তো থাকে কেবল মনের আকাশে...
তাই যখন তখন, যেখানে সেখানে নেমে আসে!
আই কান্ট ফরগেট হার! (২ নং উত্তর) -- দ্যাটস লাভ!
কবিতার আবেগ ভালো লেগেছে।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: চমতকার মন্তব্যে ভালো লাগা রইলো ।

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে জীবনানন্দের ছায়া পেলাম , চমৎকার কাব্যে প্লাস !

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা, লিটন ভাই । ভালো থাকুন ।

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: থাকতে এমন কেউ যাকে দেখলেই মনে হয় অনন্ত অপেক্ষাগুলি সুধু তার জন্যই ছিল
লেখায় ভালোলাগা :)

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই । শুভেচ্ছা রইলো ।

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন । শুরু সমাপ্তি খুব সুন্দর হয়েছে। ভাললাগা জানবেন।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯

উল্টা দূরবীন বলেছেন: স্মৃতি নাকি সমসাময়িক বাস্তব?

অনেক ভালো লাগলো।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: কলপনা

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: কবিতা ভালো হয়নি! :(

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: :)

২০| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯

তাসলিমা আক্তার বলেছেন: কবিতা ভাল লাগল। প্লাস।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা ।

২১| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

মানসী বলেছেন: মিথ্যে স্বপ্ন দেখার এই রোগ আমার বরাবরের ৷ বাস্তবে না পেয়ে স্বপ্নে পাবার এই সুখানুভূতি বাস্তবের চেয়ে অনেক তীব্রতর |

কবিতায় ভালো লাগা + + + + +

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপু!

২২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

মাহবুবুল আজাদ বলেছেন: ওরে এত কাঁদলে কেমনে হবে :(
ইনস্ট্যান্ট অনু কবিতা আপনার জন্য লিখলাম

স্বচ্ছ থেকে ধুসরতার পানে প্রবাহিত জীবনের সব কিছুই
আলো থেকে ধীরে ধীরে ম্রিয়মান হয়ে যায়,
অশ্রু শুকিয়ে যাবে, স্মৃতি হবে মলিন,
সেদিন মুখে হাসি আসবে, অপেক্ষা ততদিন

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লিখেছেন ।

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



আমাদের জন্য এগুলো ঐতিহাসিকা গল্প, আমরা শুধু শ্রোতা

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: :(

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




কবিতার লাইনের ধারে ধারে থমকে দাঁড়াতেই হলো । সবটা মিলিয়ে কী জানি মুগ্ধতা ! ++

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: খুশি হলাম, আহমেদ জী এস ভাই! শুভেচ্ছা ।

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

দীপংকর চন্দ বলেছেন: আবার কখনো যদি অামাদের দেখা
হয়


ভীষণ আবেগ মাখা লেখা!!

শুভকামনা অনিঃশেষ কবি।

ভালো থাকবেন। সবসময়।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকবেন আপনিও । শুভকামনা ।

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪

মুসাফির নামা বলেছেন: ভাল লাগল।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ :)

২৭| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগছে।
:)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।

২৮| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা।

২৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

রাজসোহান বলেছেন: ভাল লেগেছে +

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকবেন।

৩০| ১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


জনম দাসীর ব্যান বোধ হয় তুলেনি?

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: তুলবে না মনে হয়!

৩১| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: কবিতা ভালো হইছে। অফটপিক: ময়মনসিংহে রেল লাইন চালু আছে নাকি? জানতাম না তো!

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ময়মনসিংহে রেললাইন তো অনেকদিন ধরেই চালু । দেশের সবচে প্রাচীন রেলস্টেশনের একটা এই ময়মনসিংহ রেলস্টেশন ।

৩২| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

কল্লোল আবেদীন বলেছেন: চমৎকার কবিতা।

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ

৩৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


জনম দাসী অন্য নিকে এলে খারাপ হতো না!

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: আসবেনা মনে হয় ।

৩৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮

মহা সমন্বয় বলেছেন: আবার কখনো যদি অামাদের দেখা
হয় কোনো এক রেলস্টেশনের ধারে,
হাজারো লোকের ভিড়ে তুমি কি অামায়
চিনতে পারবে সেই লোক-লোকারণ্যে?
হুমমমমমমম

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৩৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

বিজন রয় বলেছেন: অাবার কখনো যদি...............

নস্টালজিক।
+++

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইল!

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল । বেশ ভাল

০১ লা মে, ২০১৬ সকাল ৮:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৩৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: আবার পড়লাম কবিতাটা । আপনারই স্টাইল ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: এই কবিতার বৈশিষ্ট্য হলো এখানে ৮ ৬= ১৪ মাত্রা থাকলেও কোন অন্তঃমিল নেই । আবেগ এর আধিক্য রয়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.