নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

গোরস্থান (একটি কবরের আত্মকাহিনী)

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭


রৌদ্রে খাঁখাঁ করিতেছে গোরস্থান,
কা কা ডাকিতেছে দাঁড়কাক;
আর্তনাদে কাঁপিতেছে আসমান
সম্মুখে আসিতেছে বৈশাখ ।
চারিপাশে কা'র হাঁক ডাক শুনি
সচকিত হই, পাতি কান;
ফিরি ফিরি খুঁজি সেই প্রতিধ্বনি
কেহ নাই; ভুল অনুমান ।
ঝড়িয়া পড়িছে শুকনা পল্লব
হেন সীমাহীন শুন্যতায়-
বৃক্ষরাজি দাঁড়ায়ে আছে নীরব
কালের সাক্ষী, মিটা'তে দায়!
আসিয়াছে আরো একখানি লাশ,
শোরগোলে হইবে সৎকার;
দোয়া পড়িতে একটু অবকাশ
অতঃপর স্তব্ধ হাহাকার ।
ক্ষণকাল আরো থাকো না গো প্রিয়
ঘর-সংসার ক্ষণিক ভুলি,
একদা তো ছিলাম নিকটাত্মীয়
কথা কই আজ প্রাণ খুলি!
বক্ষ মাঝে জমিয়াছে কতো কথা
কেহ তো নাই, বলিবো কা'রে;
প্রকৃতির বিরূপতা বিষণ্ণতা
রহিয়াছে যে আমায় ঘিরে ।

ময়মনসিংহ
২৭ চৈত্র ১৪১৯ বঙ্গাব্দ

মন্তব্য ৬২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: কি দিলেন?

লেখা কই?

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবি যুক্ত করার পর লেখা পেস্ট করতে পারছিলাম না । ড্রাফটে নিয়ে লেখা যুক্ত করেছি । ব্রাউজারে বোধহয় সমস্যা!

২| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

ইন্দ্রনীলা বলেছেন: বিষন্নতা প্রকৃতি ও মানব মনের চির বন্ধন।

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক তাই । অাপনাকে অামার ব্লগে স্বাগতম ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

বিজন রয় বলেছেন: নিক পরিবর্তন করলেন কেন?
আগেরটাই ভাল ছিল।

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ?

৪| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

শাহ আজিজ বলেছেন: এক আলাদা পরাবাস্তব অনুভুতি ।

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতার আধ্যাত্মিক ভাব মন ছুঁয়ে গেছে।


শুভকামনা কবি!

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা অাপনার জন্যও । নতুন লেখা দেন না কেন?

৬| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪

প্রামানিক বলেছেন: ক্ষণকাল অারো থাকো না গো প্রিয়
ঘর-সংসার ক্ষণিক ভুলি,
একদা তো ছিলাম নিকটাত্মীয়
কথা কই আজ প্রাণ খুলি!


অনেক ভাল লাগল কাব্য কথামালা। ধন্যবাদ

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

সুমন কর বলেছেন: অতঃপর স্তব্ধ হাহাকার...........+।

ভালো হয়েছে।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ ।

৮| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

কল্লোল পথিক বলেছেন:

মুর্শিদ লেখাটা
এক পরাবাস্তব অনুভূতিতে নাড়া দিয়ে গেল।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কা-ভা ভাইয়ের একটা মন্তব্যে জানলাম অাপনার সমস্যা সমাধান করা হয়েছে । অাশা করি অাপনাকে পুরনো উদ্যমেই পাওয়া যাবে ।

৯| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

জনৈক অচম ভুত বলেছেন: গোরবাসীর হাহাকার ফুটে উঠেছে।
কবিতা ভাল লাগল।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বাগতম অাপনাকে! ভালো থাকুন সবসময় ।

১০| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

মুসাফির নামা বলেছেন: ভাললাগা রইল।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

১১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন:

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ নববর্ষ!

১২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

তোফাজ্জল হোসেন ছোটন বলেছেন: অন্তিম গন্তব্য! সবাইকেই যেতে হবে!

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: তা তো বটেই!

১৩| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

উল্টা দূরবীন বলেছেন: দারুণ।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও মন্তব্য ভালো লাগা!

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

বন্যলোচন বলেছেন: কবরের আত্মকাহিনীতে কঙ্কাল নাই। দশে শূন্য।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার কথায় শক্ত যুক্তি অাছে ।

কবরটা নতুন; নতুন শব দাফন করার জন্য খুঁড়া হয়েছে ।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনি নতুন কিছু খুঁজছেন?

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সম্ভবত!

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ লাগল।তবে প্রথম শব্দটা রুদ্রে না দিয়ে রৌদ্রে দিলে কি আরো ভালো হবে

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক করে নিয়েছি । ধন্যবাদ অাপনাকে ।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৪

নীলপরি বলেছেন: ক্ষণকাল অারো থাকো না গো প্রিয়
ঘর-সংসার ক্ষণিক ভুলি,
একদা তো ছিলাম নিকটাত্মীয়
কথা কই আজ প্রাণ খুলি!
বক্ষ মাঝে জমিয়াছে কতো কথা
কেহ তো নাই, বলিবো কা'রে;
প্রকৃতির বিরূপতা বিষণ্ণতা
রহিয়াছে যে আমায় ঘিরে ।


অসাধারণ লাগলো পড়তে । ++
শুভকামনা ।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি ভাবছিলাম নীলপরি কি পরীস্থানে চলে গেলো নাকি! ব্লগে দেখিনা!

পাঠ ও প্রতিক্রিয়ায় ভালো লাগা!

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩

জুন বলেছেন: নতুন বিষয় যা আমরা হয়তো ভয় থেকে এড়িয়ে চলি সে নিয়ে কবিতায় ভালোলাগা সাধু।
+

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের জন্ম যেমন সত্য, তারচে বড় সত্য মৃত্যু; তারপরও মৃত্যুর কথা স্মরণ হলে অামরা কেমন উদাস হয়ে যাই!

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২০

নীলপরি বলেছেন: আরে গেলেও আপনার কবিতা পড়তে আসতেই হবে ! :)

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন বিদগ্ধ পাঠক (পাঠিকা) কে না চায়! ভাল্লাগলো । শুভ কামনা সতত!

২০| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
baah. chomotkar Likhsen besh.

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, মুন! ভালো থাকুন ।

২১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০

তাসলিমা আক্তার বলেছেন: হাহাকার প্রতিধ্বনিত কবিতায় প্লাস। খুব গভীরভাবে ফুলে উঠেছে রুদ্ররোষ।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো!

২২| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২

কালনী নদী বলেছেন: ক্ষণকাল অারো থাকো না গো প্রিয়
ঘর-সংসার ক্ষণিক ভুলি,
একদা তো ছিলাম নিকটাত্মীয়
কথা কই আজ প্রাণ খুলি!

অসাধারণ+++

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন ।

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

আমিই মিসির আলী বলেছেন:
রৌদ্রে খাঁখাঁ করিতেছে গোরস্থান,
কা কা ডাকিতেছে দাঁড়কাক;
আর্তনাদে কাঁপিতেছে আসমান
সম্মুখে আসিতেছে বৈশাখ ।
চারিপাশে কা'র হাঁক ডাক শুনি
সচকিত হই, পাতি কান;
ফিরি ফিরি খুঁজি সেই প্রতিধ্বনি
কেহ নাই; ভুল অনুমান ।
ঝড়িয়া পড়িছে শুকনা পল্লব
হেন সীমাহীন শুন্যতায়-
বৃক্ষরাজি দাঁড়ায়ে আছে নীরব
কালের সাক্ষী, মিটা'তে দায়!
আসিয়াছে অারো একখানি লাশ,
শোরগোলে হইবে সৎকার;
দোয়া পড়িতে একটু অবকাশ
অতঃপর স্তব্ধ হাহাকার ।
ক্ষণকাল অারো থাকো না গো প্রিয়
ঘর-সংসার ক্ষণিক ভুলি,
একদা তো ছিলাম নিকটাত্মীয়
কথা কই আজ প্রাণ খুলি!
বক্ষ মাঝে জমিয়াছে কতো কথা
কেহ তো নাই, বলিবো কা'রে;
প্রকৃতির বিরূপতা বিষণ্ণতা
রহিয়াছে যে আমায় ঘিরে ।


পুরো কবিতার সব লাইনই ভালো লাগছে।
প্রথমবার ঘটিলো এমুন। :)

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও ভালো লাগছে এমন মন্তব্য পেয়ে । বোঝা গেলো মিসির অালী সাহেব গভীর মনোযোগের সাথে লেখাটা পড়েছেন । লেখায় সার্থকতা!

২৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



গোরস্থান এর নিঃসঙ্গতার মাঝে যে হাহাকার ফুঁটিয়ে তুলেছেন তা এক লাইনে বলি - একটু আমার কাছে আরো থেকে যাও ....

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ থাকে না! অবশ্য একসময় সবাইকেই যেতে হয়, যখন অন্তিম মুহূর্ত অাসে!

২৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০

খায়রুল আহসান বলেছেন: ছবি দেখে আর কবিতা পড়ে শিহরণ অনুভব করলাম। কবিতা নাড়া দিয়ে গেছে।
ফিরি ফিরি খুঁজি সেই প্রতিধ্বনি
কেহ নাই; ভুল অনুমান ।
ঝড়িয়া পড়িছে শুকনা পল্লব
হেন সীমাহীন শুন্যতায়-
-- অসাধারণ! + +

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় প্রীত হলাম । শুভেচ্ছা রইলো ।

২৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

সাথিয়া বলেছেন: অসাধরন

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা! অাপনার উপস্থিতি ভালো লাগলো, সাথিয়া!

২৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

রিপি বলেছেন:
কবিতা মোটামুটি। মরনের কথা মনে করিয়ে দিলেন। :||

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মরণকে ভয় পান নাকি?

২৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭

রিপি বলেছেন:
ভয় পাইনা মন খারাপ হয়। এখনো অনেক কিছু করার বাকি আছে। :(

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অামারও একই অবস্থা! তবে অামার ধারণা কিছুই করতে পারবো না! শেষে সন্নাসী হতে হবে ।

২৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০১

রিপি বলেছেন: হুম আপনি তো অলরেডি সাধু মানুষ আপনার আমার কিসের ভয় ভাইয়া। B-))

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: তা অবশ্য ঠিক! তবে পারিবারিক দায়বদ্ধতার কথাও তো ভাবতে হয়!

৩০| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একেবারে ভিন্ন স্বাদ পেলাম।
খুব ভাল।
লাইক!

২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকদিন পর অাপনার দেখা! ভালো অাছেন তো?

৩১| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল আছি।

আপনি কেমন আছেন?

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বেঁচে অাছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.