![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন (rupakbsadhu@gmail.com)
এগারো মাস পরে এসেছে ভবে পবিত্র এ মাহে রমজান,
সারাদিন রোজা- রাত্রিরে ইবাদতে মশগুল মুসলমান ।
তিমিস্রা রজনীতে সুখনিদ্রা হতে জেগে খায় তারা সেহরি,
মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে যেতে করেনা তো দেরি ।
রমজানে বন্ধ থাকে সকল পাপাচারের উৎস-দুয়ার,
ইবলিশ আর তার অনুসারীর আবাস বদ্ধ কারাগার ।
বিধিবিধান, সাম্য, তাকওয়া, শান্তি মানুষেতে বিরাজ করে;
ঐক্য-প্রেম-উদারতায় নিমগ্ন একে অপরের উপকারে ।
জাতিতে জাতিতে ব্যবধান নেই, সবাই থাকে সবার পাশে;
বিপদে আপদে হিন্দু-মুসলিম সব পাশাপাশি ছুটে আসে ।
হিংসা, বিদ্বেষ, অহংকার সকল দূরীভূত যে হৃদয় হতে,
গরিবের হক ফেতরা-যাকাত প্রদানে উঠে সবাই মেতে ।
মুমিনের মুখে বিরাজিত থাকে চির অমলিন এক হাসি,
আল্লাহ্-নবীর পথে চলে পরতে রাজি সদা গলায় ফাঁসি ।
মাহে রমজান বয়ে আনুক সুখের বারতা সবার ঘরে,
বিলীন হোক পাপের সাম্রাজ্য মানব জাতির মনের জোরে ।
ছবিঃ থেসাস
০৬ ই জুন, ২০১৬ রাত ৮:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: রমজানের শুভেচ্ছা আপনাকেও ।
২| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:১৭
কালনী নদী বলেছেন: দোয়া করবেন ভাই।
০৬ ই জুন, ২০১৬ রাত ৯:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: অবশ্যই । ভালো থাকুন ।
৩| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪০
কল্লোল পথিক বলেছেন:
খোশ আমদেদ মাহে রমজান।
০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানাই ।
৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪৭
প্রামানিক বলেছেন: রমজানের শুভেচ্ছা রইল।
০৬ ই জুন, ২০১৬ রাত ১০:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ।
৫| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৫০
কিরমানী লিটন বলেছেন: মাহে রমজানের শুভেচ্ছা...
০৬ ই জুন, ২০১৬ রাত ১০:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা! মেলাদিন পর? ছিলেন কেমন?
৬| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৫৭
সুমন কর বলেছেন: রমজান মোবারক......
০৬ ই জুন, ২০১৬ রাত ১০:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: রমজানের শুভেচ্ছা জানবেন । শুভ কামনা সতত ।
৭| ০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩১
রাফা বলেছেন: মাহে রমজানের শুভেচ্ছা-সারাজাহানের মানুষের সাথে দেশের মানুষের নিরাপদ জিবনের কামনা থাকলো।
ধন্যবাদ,রু.বি.সাধু।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
৮| ০৭ ই জুন, ২০১৬ রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন:
" রমজানে বন্ধ থাকে সকল পাপাচারের উৎস-দুয়ার,
ইবলিশ আর তার অনুসারীর আবাস বদ্ধ কারাগার । "
-এক মাস ভালো সময় কাটবে জাতির।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: সারাবছরই ভালো কাটুক তেমনটাই প্রত্যাশা!
৯| ০৭ ই জুন, ২০১৬ রাত ১২:২২
নীলপরি বলেছেন: কবিতা খুব সুন্দর লাগলো ।
রমজানের শুভেচ্ছা রইলো ।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: রমজানের শুভেচ্ছা নীলপরিকেও । ভালো থাকুক সবসময়!
১০| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৪০
মোস্তফা ভাই বলেছেন: দূর হোক ক্ষুধা আর দারিদ্র। ধন্যবাদ ।
০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই । ধনীরা দীনদুঃখী ক্ষুধার্তের দুঃখ উপলোব্ধি করুক ।
১১| ০৮ ই জুন, ২০১৬ রাত ১২:০১
গাজী বুরহান বলেছেন: ভালো লিখেছেন
০৮ ই জুন, ২০১৬ রাত ৩:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।
১২| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৫
অদৃশ্য বলেছেন:
এই লিখাটিও ভালো লেগেছে আমার... তবে কথা হলো শয়তান তার দেহ নিয়ে হয়তো আটকে আছে তবে তার কাজের প্রসার ব্যপাকভাবে ঘটিয়েছে যে তা মোটেও থেমে থাকেনা বা থামানো যাচ্ছেনা... সঠিক পথে থাকতে পারলেই সেটা সম্ভব আর সঠিক পথে থাকাটা যতো সময় যাচ্ছে ততো কঠিন হয়ে যাচ্ছে...
শুভকামনা...
০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা আপনার জন্যও ।
১৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৪০
কালনী নদী বলেছেন: আবারও পড়ে গেলাম সাধক ভাই।
১০ ই জুন, ২০১৬ সকাল ৭:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।
১৪| ১০ ই জুন, ২০১৬ সকাল ৮:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: রমজােনর শুভেচ্ছা সাধূ ভাই
++++++++++++
১০ ই জুন, ২০১৬ সকাল ৮:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকেও, ভৃগুদা!
১৫| ১২ ই জুন, ২০১৬ সকাল ১১:৪০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ কবিতার জন্য আপনাকে আন্তরিক সাধুবাদ! + +
জাতিতে জাতিতে ব্যবধান নেই, সবাই থাকে সবার পাশে;
বিপদে আপদে হিন্দু-মুসলিম সব পাশাপাশি ছুটে আসে - এমন শুভ ভাবনার প্রতিফলন সত্যিকার অর্থে সমাজে দেখতে চাই। এই আদর্শিক পরিস্থিতি এদেশে চির বিরাজমান হোক!
মাহে রমজান বয়ে আনুক সুখের বারতা সবার ঘরে,
বিলীন হোক পাপের সাম্রাজ্য মানব জাতির মনের জোরে - চমৎকার এই ভাবনার জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি। আর অভিনন্দন এমন একটা সুন্দর অভিব্যক্তিময় কবিতা পোস্ট করার জন্য।
১২ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য!
১৬| ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: পবিত্র মাহে রমজান নিয়ে সুন্দর আহবানের কবিতা । ভাল লেগেছে অনেক । ইবাদতে এভাবেই কাটুক সকল মুসলমানের রমজান এবং কাটুক নিষ্পাপ পুরো জীবন ।
১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: রমজানের শুভেচ্ছা । ভালো থাকুন সতত!
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ রাত ৮:৪২
দরবেশমুসাফির বলেছেন: মাহে রমজান সাধু ভাই। দোয়া করি আপনি এই রমজানকে যাতে আল্লাহতায়ালার সন্তুস্টি অর্জনের জন্য কাজে লাগাতে পারেন।