নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

চিরদিন তোমার আকাশ

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১


তোমার আকাশ কি আজও কালো মেঘে
ঢাকে, তোমার শহরে কি আজও ঝড়
বৃষ্টি হয়; যেমনটা হতো বহুদিন
আগে জলাবদ্ধতায় প্লাবিত শহর!
ঘুরে বেড়াতাম শহরময় একলা,
বৃষ্টির প্রকোপ যেতো হু হু করে বেড়ে;
উদাসী মনটা তবু দিশেহারা হয়ে
কোথায় হারাতো সব জঞ্জালতা ছেড়ে!
ব্রহ্মপুত্রের কিনারে এসে থামতাম,
দেখতাম ফেঁপে উঠা জলের লহর;
ভেসে যেতো এক দল পাল তোলা নৌকা
মানুষের কোলাহলে মুখরা প্রহর!
চঞ্চলা শহর হতে কখনো পালিয়ে
ছুটে যেতাম হামেশা কৃষি ভার্সিটিতে
সাক্ষী আছে আজো বোটানিক্যাল গার্ডেন,
সুদৃশ্য ভবন এসে বসতাম যাতে ।
দিনগুলো মনে হলে হয়ে যাই মূঢ়,
অসহ্য যন্ত্রণা বুকের খুবই কাছে!
তোমার শহর কি ভুলে গেছে আমায়-
নাকি অধমেরে আজো তার মনে আছে?

৩০ শ্রাবণ ১৪২৩ বঙ্গাব্দ

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৫

মশিউর বেষ্ট বলেছেন: সুন্দর লাগছে ।

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা । শুভেচ্ছা ।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: চঞ্চলা শহর হতে কখনো পালিয়ে
ছুটে যেতাম হামেশা কৃষি ভার্সিটিতে
সাক্ষী আছে আজো ভুটানিক্যাল গার্ডেন,
সুদৃশ্য ভবন এসে বসতাম যাতে ।

অসাধারন কবিতা। ধন্যবাদ

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা । ভালো থাকুন নিরন্তর!

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগলো জেনে । শুভেচ্ছা রইলো ।

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৯

সুলতানা রহমান বলেছেন: মন্তব্য করার নিয়ম ভুলে গেছি। :(

সুন্দর প্লাস লিখতে হয়, মনে হচ্ছে

সুন্দর+ :)

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: খুশি হলাম । মেলাদিন পর আপনার আগমন । শুভেচ্ছা জানবেন ।

৫| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮

অদৃশ্য বলেছেন:



যে ভালোবাসা বুঝে সে ভুলতে পারেনা
যদি ভুলে যায়
সে ভালোবাসাই বুঝেনা
_____

চমৎকার অনুভূতির প্রকাশ...

শুভকামনা...

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন:
যে ভালোবাসা বুঝে সে ভুলতে পারেনা
যদি ভুলে যায়
সে ভালোবাসাই বুঝেনা ।" যথার্থই ।

শুভ কামনা আপনার জন্যও ।

৬| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


টাইপো---->ভুটানিক্যাল
হতে পারে--->বোটানিক্যাল

কবিতায় টাইপো ভালো নয়

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজেই সন্দিহান ছিলাম বানানটা নিয়ে । অনেকদিন আগে জী এস ভাই একবার একই ভুল ধরিয়ে দিয়েছিলেন । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৭| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



ছাত্র জীবনের সুবিধা হলো, সবাইকে ভালো লাগে, সবকিছুকে ভালো লাগে; সব কথা কবিতা হয়ে যায়।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো বলেছেন । তবে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে যে!

৮| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

নীলপরি বলেছেন: দিনগুলো মনে হলে হয়ে যাই মূঢ়,
অসহ্য যন্ত্রণা বুকের খুবই কাছে!
তোমার শহর কি ভুলে গেছে আমায়-
নাকি অধমেরে আজো তার মনে আছে?


স্মৃতির সুর শুনতে পেলাম । বেশ ভালো লাগলো ।

কবিতায় ++++

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ময়মনসিংহ শহরকে সবসময়ই মিস করি!

৯| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৬

দীপংকর চন্দ বলেছেন: মন ছোঁয়া!

শুভকামনা জানবেন। অনেক।

ভালো থাকবেন। সবসময়।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মেলাদিন পর দীপংকরদার আগমন । পাঠ ও মন্তব্যে ভালো লাগা! ভালো থাকুন ।

১০| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২২

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! খুব ভাল লাগলো!

শুভ কামনা সাধু ভাই!

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম! শুভ কামনা আপনার জন্যও ।

১১| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৯

কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার ব্লগে স্বাগতম । ভালো থাকুন ।

১২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভালো থেকো ।

১৩| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: “দিনগুলো মনে হলে হয়ে যাই মূঢ়,
অসহ্য যন্ত্রণা বুকের খুবই কাছে!
তোমার শহর কি ভুলে গেছে আমায়-
নাকি অধমেরে আজো তার মনে আছে”

দারুন লাগলো।

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: Thanks, Wish you all the best.

১৪| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

অরুনি মায়া অনু বলেছেন: এত এত প্রশ্ন করছেন যাকে সে কি জানতে পারছে?

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: হয়তো না!

১৫| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৭

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালোবাসা জানবেন ।

১৬| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,




কেউ কিছু মনে রাখেনা ! শুধু চিরদিনের আকাশটা তার স্বাক্ষী থাকে ।

ভাবটা হাহাকারের তবে গঠনটা আরো মজবুত হতে পারতো ।
শুভেচ্ছান্তে ।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চিরদিনের আকাশটাই সাক্ষী থাকে এসব হাহাকারের!

শুভেচ্ছা রইলো, জী এস ভাই! বহুদিন পর গরীবের দরোজায় পা রাখলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.