নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৮


ভাবছি আমি একলা বসে
কী আছে কী নাই,
আউলে গেছে মাথা আমার
পথ্য কই পাই!
বিদ্যুৎ নাই গ্যাসও নাই
পাখা নাই ঘরে,
ছিঁড়ে গেছে এয়ারফোনও
হুড়ুহুড়ি করে!
হাঁড়ি নাই পাতিলও নাই
নাই ঘরে জগ,
বনভোজনে হারিয়ে গেছে
ছিলো যে-ই মগ!
বালিশ নাই বিছানা নাই
নাই যে চাদর,
মাটির মানুষ মাটিতেই
এলাই গতর!
বাক নাই স্বাধীনতা নাই
নাই গণতন্ত্র,
বদনা নাই পানিও নাই
নাই বাদ্যযন্ত্র!
বউও নাই সন্তান নাই
নাই শালি-শালা,
শ্বশুর নাই শাশুড়ি নাই
তবু কতো জ্বালা!
বইও নাই খাতাও নাই
নাই যে কলম,
মাথার বিষে মরে গেলেও
পাইনা মলম!
চশমা নাই ক্যাপও নাই
নাই দামি স্যুট,
কিনতে পারলাম না আজো
এক জোড়া বুট!
টাকা নাই পয়সাও নাই
নাই ব্যাংক-বীমা,
যারে ভালোবেসেছিলাম সে
দেখালো গরিমা!
ছাগল নাই গরুও নাই
নাই যে মহিষ,
তবু রোজ কী খুঁজে বেড়াই
পাইনা হদিস!
ঘুমও নাই স্বপ্নও নাই
নাই বুকে বল,
চক্ষুও নাই অশ্রুও নাই
আমি নিঃসম্বল!
এতো এতো শূন্যতার মাঝে
কী করে যে থাকি,
অন্তর্যামীও জানেন কি তা?
দেই তারে ফাঁকি!

১ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: বউও নাই সন্তান নাই
নাই শালি-শালা,
শ্বশুর নাই শাশুড়ি নাই

ওয়ে : , ওয়ে : ....বেঁচে গেছেন মাইরি !
জোকস এপার্ট , বেশ মজার লেখা।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই বুঝি! যাক ওপথ আর মাড়াবো না!

২| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২০

নীলপরি বলেছেন: এতো এতো শুন্যতার মাঝে
কী করে যে থাকি,
অন্তর্যামীও জানেন কি তা?
দেই তারে ফাঁকি!


শেষে এসে তো একেবারে সিক্সার মারলেন ! পুরো কবিতাটাই অনবদ্য লেগেছে । ++

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হাস্য-রসাত্বক কিছু একটা লেখার ইচ্ছে ছিলো, কিন্তু ক্যামন সিরিয়াস হয়ে গেলো! ভাবছিলাম মুছে দেবো কি না!

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১

নীলপরি বলেছেন: নানা মুছবেন কেনো ? প্রথম থেকে শেষ পর্যন্ত কমেডির এসেন্স আছে । বেশী ডায়রেক্ট বললে ভালো লাগে না । আমার মতে ! :)

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে ।

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৭

শামছুল ইসলাম বলেছেন: এত শুন্যতার মাঝেও বেঁচে থাকতে হয়,
কখনো কখনো এই বেঁচে থাকাটাই আনন্দের।

কবিতা অনবদ্য হয়েছে।

//এতো এতো শুন্যতার মাঝে
কী করে যে থাকি,
অন্তর্যামীও জানেন কি তা?
দেই তারে ফাঁকি!//


ভাল থাকুন। সবসময়।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: হুঁ, বেঁচে থাকার চেষ্টাই করছি । শুভেচ্ছা জানবেন ।

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ মজা পাইছি! :D

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যাক, যে উদ্দেশ্য নিয়ে লিখেছি; সফল হয়েছে ।

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৩

সুমন কর বলেছেন: মজা পাইলাম।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সিরিয়াস বিষয়গুলোকে কমেডি ধাঁচে প্রকাশের একটা প্রয়াশ ছিলো । শুভেচ্ছা জানবেন, সুমনদা!

৭| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২০

গোফরান চ.বি বলেছেন: আস্তে আস্তে সব হবে। আসুন ভাই সবাই মিলে কাজ করি।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: কোলকাতার একটা গান মনে করিয়ে দিলেনঃ ওদের হয়েছে মামা আমাদেরও হবে ।
অনেক অনেক শুভ কামনা জানবেন ।

৮| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১০

গোফরান চ.বি বলেছেন: পাওয়ার অব পজিটিভ থিংকিং বইটা পড়িয়েন ।

শুভেচ্ছা আপনাকে।

জামাত একটি ভয়ানক মরণ ব্যাধী। আসুন নিজেকে এসব থেকে মুক্ত রাখতে সবাই মিলে কাজ করি।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৫

আমি তুমি আমরা বলেছেন:



বাক নাই স্বাধীনতা নাই
নাই গণতন্ত্র,
বদনা নাই পানিও নাই
নাই বাদ্যযন্ত্র!

আপনার রসবোধের তারিফ না করে পারছি না। :)

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বাগতম । শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

১০| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: শুণ্যতার মাঝে আমরা-তোমরা

এই নিয়েই পথ চলা ।

সুন্দর লিখেছেন।

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই তো পথ চলছি । মাঝেমাঝে বাধা এসে থামিয়ে দিলেও পিছু হটছিনা!

১১| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫২

প্রামানিক বলেছেন: নাই নাই নাই কিছুই নাই
তবু বেঁচে থাকা
চারদিকেতে তাকিয়ে দেখলে
জীবন লাগে ফাঁকা

তারপরেতে ভালোই আছি
জ্যামের শহর ঢাকা
দু'দিন পরে থাকবে না আর
এই শহরে ফাঁকা।

খুব সুন্দর নাই নাইয়ের কবিতা। ভালো লাগল।

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এইতো জীবন!
অনেক অনেক শুভেচ্ছা রইলো ।

১২| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫

নীলপরি বলেছেন: লাইক দিতে ভুলে গি্য়েছিলাম । দিয়ে গেলাম । :)

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝেছি লেখাটা নীলপরির সত্যিই ভালো লেগেছে । প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২০

বিলিয়ার রহমান বলেছেন: শুন্যতা খুব করে ছুয়েছে আমায়
লাইক দিয়ে হৃদয়ে তাই নিয়েছি তোমায়

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সমব্যথী? বুক ভরা ভালোবাসা রইলো ।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৩

চাঁদগাজী বলেছেন:




আপনি স্বাধীনতা পেয়েছেন

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই বুঝি?

১৫| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৪

চাঁদগাজী বলেছেন:




এতদিনে প্রথম স্বাধীনতা অর্জন করলেন!

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চারদিকে শুনি নাই আর নাই; সে-ই প্রেক্ষিতেই মজা করে লেখা!

১৬| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মিশেল বলবো।
তবে ভালো লাগা।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: মোটামুটি জগাখিচুড়ি বলতে পারো । উদ্ভট চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ আর কী!

১৭| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: উদ্ভটতা না থাকলে সে কোন দিন লেখালিখি করতে পারে না।

তবে এটা ঐ পর্যায়ে না। অনেক ভালো। আমি মিশেল বলতে তা বুঝাইনি।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ওকে ।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন: এতো এতো শুন্যতার মাঝে
কী করে যে থাকি,
অন্তর্যামীও জানেন কি তা?
দেই তারে ফাঁকি!


দোয়া করি আপনার যতটুকু চাওয়া সব যেন থাকে।
যা কিছু নাই , তা তো শুনলাম। এবার যা কিছু আছে তা শুনালে খুশি হব।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ । যা আছে তা নিয়ে লেখার ইচ্ছে রাখি ।

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ভ্রমরের ডানা বলেছেন: ঘর নাই চালা নাই
তবু গাই গান
বউ নাই, বাচ্চা নাই
খাই খিলি পান!




আমিও দুলাইন গেয়ে দিলাম ভাই!


কবিতা খুবই সুখপাঠ্য হয়েছে! ধন্যবাদ!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে । বাউলিয়ানা একটা ভাব আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.