নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত শহরে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪


তোমাদের এই সদা ব্যস্ত শহরে
বড়ো বেমানান আমি; প্রহরে প্রহরে
তাই মনে হয়- আমি যে আগন্তুক;
এসেছি বাড়াতে তোমাদের দুর্ভোগ।
তোমরা যখন কর্মব্যস্ত হয়ে
সংসারের ঘানীটা যাও গো টানি সয়ে
হাজারো ঝুট ঝামেলা- আমি যে তখন
পথে ঘাটে ঘোরাঘুরি করি অকারণ।
সারাদিন কাজ করে অবশ শরীর
যবে, তোমরা ঘুমাও হয়ে সুনিবিড়।
আমার দুচোখে আসেনা তখন ঘুম,
আকাশে তাকিয়ে রই- দুনিয়া নিঝুম।
তোমাদের সন্তান ইশকুলে যায়,
পড়াশোনা করে, ছবি আঁকে; গান গায়।
বড় হয়ে ধরবে যে সংসারের হাল,
তার পিছে শ্রম দাও- বাঁধো মায়াজাল।
একদা তারাও বড়- তোমাদের মত
ঝরায় দেহের ঘাম কাজে অবিরত।
আমি হইনি কিছু- প্রকাণ্ড ঝোঁপ
ধরণীর বুকে এক জন্মেছি চুপ।
কুক্ষণে হয়েছিল আমার সৃজন,
রাশভারী ছিল বুঝি বিধাতার মন।
কখনো লাগিনি কারো কাজে- আচমকা
আমার সৃষ্টি যে প্রকৃতির ধোঁকা।

২৬ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: কুক্ষণে হয়েছিল আমার সৃজন,
রাশভারী ছিল বুঝি বিধাতার মন।


ভালো লাগল। ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান...

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লিখেছেন, ধন্যবাদ,,,

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭

কানিজ রিনা বলেছেন: হয়ত প্রকৃতিরই ধোকা নয়ত নিজের কাছে নিজেই ধোকা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: হয়তো...

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: অকারণে পথে ঘোরাঘুরি করা ভালো না ........হাহাহা

শেষটা তেমন লাগেনি, বাকিটুকু ভালো লাগল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: বাউলা মন...

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: ভালোলাগা++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো...

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো লাগলো ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, নীলপরি!

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮

আরণ্যক রাখাল বলেছেন: এতো নিরাশা কেন?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: অনিশ্চয়তা, বৈরাগ্য...

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: বাস্তবিক কবিতা!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: হুঁ!

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২০

রক্তিম দিগন্ত বলেছেন: প্রথম লাইন কয়টা ভাল ভাবেই বুঝছিলাম। সেই ভাব আইসা গেছিল মনের মধ্যে, 'আমিও কবিতা বুঝবার শুরু করছি।'
পরে শেষে গিয়া তালগোল পাঁকায়া গেল।

:(

যাই হোক, যতটুক বুঝছি ততটুক ভাল্লাগছে।
পিলাস।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আর সবার সাথে নিজেকে মানিয়ে না নিতে পারার ব্যর্থতা, বৈরাগী মনোভাব- এসবের কিঞ্চিৎ বাতচিত আর কী!
শুভেচ্ছা রইলো!

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা । শুভ কামনা সতত!

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

প্রথমকথা বলেছেন:


খুব ভাল লেগেছে দাদা। ভাল থাকবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন ।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

অদৃশ্য বলেছেন:



লিখাটি পড়ে একটু কষ্টের সাথে কিছুটা হাসিও পেলো... তবে ভালো লেগেছে...

শুভকামনা...

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: হাসির কারণ জানতে মন চায়...

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ব্যস্ত শহরে ব্যস্ত না হতে পারলে তাল রাখা যায় না ।
বেশ সহজ বর্ণনায় সেই কথাটাই কী বলতে চেয়েছেন ?

আপনার কবিতা গুলো খুব ভালো হচ্ছে ।

ভাল থাকুন । সবসময় ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিকই ধরেছেন ।
শুভেচ্ছা অফুরন্ত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.