নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

অচিনপাখি

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২


সবাই যখন জিজ্ঞেস করে,
"কেমন আছেন ভাই?"
আমি তখন মুচকি হেসে
স্থবির হয়ে যাই!
তাদের কাছে বলবো কি যে
এই তো আছি বেশ?
সেটা হবে মিথ্যে বলা;
ভন্ডামি একশেষ!
চারিদিকে অস্থিরতা,
অস্থির আমার মন;
বুকটা যেন বিরানভূমি
জ্বলছে হুতাশন!
চোখটা আমার দুঃখের সাগর,
কাটি ডুব-সাঁতার;
কূল-কিনারা পাইনা খুঁজে
এমন দৈর্ঘ্য তার!
কী করে যে অসময়ে
থাকি আমি ঠিক,
জানে কি কেউ সে ফর্মূলা
দেখাবে আমায় দিক?
চাইলেই কি আর মানুষেরা
সুখের নাগাল পায়?
সে তো একটা অচিন পাখি;
তারে ধরা দায়!

১৫ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

ছদ্দবেশি লৌকিক বলেছেন: সুন্দর বলেছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো । ভালো থাকুন নিরন্তর ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা ।

সমসাময়িক সমস্যাকে বিশ্লেষণ করার চেষ্টা - ভাল হয়েছে ।

//কী করে যে অসময়ে
থাকি আমি ঠিক,
জানে কি কেউ সে ফর্মূলা
দেখাবে আমায় দিক?//

-- ফর্মুলাটা আমারও দরকার ।

ভাল থাকুন । সবসময় ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: ফর্মূলাটা যে কার জানা আছে সেটা আবিষ্কার করাই দুঃসাধ্য!
অনেক অনেক শুভেচ্ছা ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

নীলপরি বলেছেন: চাইলেই কি আর মানুষেরা
সুখের নাগাল পায়?
সে তো একটা অচিন পাখি;
তারে ধরা দায়!


একদম ঠিক কথা । কবিতা ভালো লাগলো ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা । শুভেচ্ছা অফুরান, নীলপরি!

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: বুকটা যেন বিরানভূমি
জ্বলছে হুতাশন!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক যেন তাই ।
আপনাকে ইদানীং দেখিনা । ভালো ছিলেন তো?

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: Chakuri te ektu problem dekha diyeche. Thik hoye gelei firbo, ager moto. Thanks.

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আশা করছি খুব শীঘ্রই চাকরি সংক্রান্ত জটিলতা কেটে যাবে । শুভ কামনা রইলো ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

সাহসী সন্তান বলেছেন: চমৎকার ছড়া! সুখ জিনিসটা আসলেই যে কি, এটা ভাবতে বসলেই আরো বেশি অশান্তি এসে চারপাশ ছেয়ে যায়! কবিতায় ভাল লাগা!

শুভ কামনা জানবেন!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সুখ যেন এক অচিনপাখি,
সে যে দেয়না ধরা; দেয় যে ফাঁকি ।
শুভেচ্ছা অফুরান!

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

দেবজ্যোতিকাজল বলেছেন: ছন্দাকার পদ্য ।।।।।। নিজেকে প্রকাশ করা আড়াল থেকে

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: চাইলেই কি আর নিজেকে আড়াল করা যায়?
কাজকর্মে, চালচলনে ঠিকই প্রকাশ পায় ।
শুভেচ্ছা নিও ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।

ভালোলাগা +

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভালো থাকুন সবসময় ।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

কানিজ ফাতেমা বলেছেন: //চারিদিকে অস্থিরতা// কবিতাটির বিষয়বস্তু একবারে সামগ্রিক । শুভেচ্ছা রইল ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্তর আর বাহিরের চূড়ান্ত সমন্বয় ।

ভালো থাকুন সতত!

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

প্রথমকথা বলেছেন: Khub sundor botobbo, valo laglo.

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । শুভ কামনা রইলো ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৫

রঙ্গীন ঘুড়ি বলেছেন: চাইলেই কি আর মানুষেরা
সুখের নাগাল পায়?
সে তো একটা অচিন পাখি;
তারে ধরা দায়



বেশ ভাল লাগলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভালো থাকুন ।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ। +

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, রাজপুত্তুর! শুভ কামনা ।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৪

সাদা মনের মানুষ বলেছেন: মনটা এতো উতালা ক্যান সাধু?

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মনটা আসলে আকাশের মতো বর্ণচোরা; কখনো হাসোজ্জ্বল কখনো বা মেঘলা ।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন:

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৩

রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান । ভালো থাকুন ।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:

সূখি মানুষের জামা
গল্পে আছে মামা
নাও পড়ে আরেকবার
পাবে সন্ধান সূখের :)

চাহিদা যার স্বল্প যত
ভবে সেই সূখি তত
যার কিছূ নেই গরীব সে নয়
যে বেশি চায় সেই গরীব হয়- শাস্ত্রে কয় ;)

যাবে কি সূখের বাড়ী
গায়ের ঐ বস্ত্র ছাড়ি
নেই চাহিদা কোন
সূখি তুমি যেন ! :) :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: গল্পটা জানা আছে অবশ্য; বিষয়বস্তু চমৎকার । হতাশা ভর করলে আসলে যে কোন সান্ত্বনাই অহেতুক মনে হয় ।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন । শুভ কামনা সতত ।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮

গেম চেঞ্জার বলেছেন: বেঁচে থাকাটাই সুখে থাকা নয় কী? :||

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্ষেত্রবিশেষে অভিশাপও মনে হতে পারে । ভেতরের অনুপ্রেরণাই হয়তো শক্তির যোগান দিতে পারে...

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৫

রক্তিম দিগন্ত বলেছেন:
ভাই, হতাশ হতাশ কেন খালি?

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সময়টা খুব খারাপ! ভালো থাকুন ।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

সাধু ভাই,
ছড়া খুব ভাল্লাগছে। এখন মিষ্টি চাই! :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার কথা মাথায় রাখলাম । দেখা যাক...

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

জনৈক অচম ভুত বলেছেন: সুখ বলতে কিছু নাই। সব অবচেতন মনের কল্পনা। :-<

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক বলেছেন ।

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

গন্ডোলার মাঝি বলেছেন: ভালো লাগলো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান ।

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৮

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




মনের হুতাশনের ছবি । এমন উথালপাতাল মন নিয়ে কি করে বলা যায় ---এই তো আছি বেশ?
সুখ তো আসলেই এক অচিনপাখি । কোথায় কোথায় যে উড়ে উড়ে যায় !!!!!
না পারা যায় তাকে ধরতে , না সে পারে আমাকে ................

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.