নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

সিঁড়ির নিচে বিড়ির দোকান

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৪


সিঁড়ির নিচে বিড়ির দোকান
সবসময়ই ভিড়,
উঠতে বসতে থামি ক্ষণেক
চার্জ করতে শরীর!
জর্দা মাখা পানের সাথে
নেভি সিগারেট,
টাকা-পয়সা বেশি থাকলে
ব্যানসন এর প্যাকেট!
কখনো বা স্টার, কখনো
পাইলট এর আশ্রয়;
ক্যাপস্টেন ভাল্লাগেনা, শেখ এ
খুশ খুশ কাশি হয় ।
বাবা কিংবা গাঁজা, সীসা
ফেনসিডিল আছে,
বিয়ার, ভোদকাও যাচ্ছে চুপে
ক্রেতাদের কাছে!
তারপর উঠি বাসার ছাদে,
এলো বাতাস বয়;
চেয়ে থাকি শূন্য ব্যোমে
মন উতলা হয়!
চুপচাপ বসে হাওয়ার গল্প
হৃদস্পন্দন শুনি,
অপেক্ষা, অনিশ্চয়তায়
স্তব্ধ প্রহর গুনি!
কেমনে যে কাটে আমার
বিরহের সময়,
সেটা কেবল আমিই জানি
কারও জানা নয়!

১৪ আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৩

বোরহাান বলেছেন: বাহ!

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার ব্লগে স্বাগতম । ভালো থাকুন ।

২| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩২

নীলপরি বলেছেন: কেমনে যে কাটে আমার
বিরহের সময়,
সেটা কেবল আমিই জানি
কারও জানা নয়!


সত্যি , অন্যের পক্ষে বোঝা অসম্ভব । কবিতা ভালো লাগলো ।

সিঁড়ির নিচের অভ্যেস কি কবির ব্যক্তিগত ? তবে অভ্যেসটি ত্যাগ করলেই ভালো । এটা সবাই বুঝেই বলবে ! :)

শুভকামনা ।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: বাস্তব ও গালগল্পের সংমিশ্রণ!

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
চুপচাপ বসে হাওয়ার গল্প
হৃদস্পন্দন শুনি,
অপেক্ষা, অনিশ্চয়তায়
স্তব্ধ প্রহর গুনি!


বাস্তব অভিজ্ঞতা ছাড়া এভাবে অন্য কেহ লিখতে পারে না !!!!
কবির প্রতি সুভেচ্ছা জ্ঞাপন করছি।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: কেমনে যে কাটে আমার
বিরহের সময়,
কেবল আমিই জানি
কারও জানা নয়।


আমগো জানাইয়া আর এগ্গান কবিতা লেইখ্যালান। :) :) :)

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সব কী আর জানানো যায়!

৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫১

ধ্রুবক আলো বলেছেন: বাহ্!! চমতকার একটা কবিতা, অস্থির লাগছে.,,
অভিনন্দন রইলো

০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে ।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৩

জাহাঙ্গীর গুরু বলেছেন: মনরে কৃষিকাজ জানো না, এমন মানবজমিন রইলো পতিত অাবাদ করলে ফলতো সোনা।

০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম!

৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২১

সুমন কর বলেছেন: মজার !

০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৪

রক্তিম দিগন্ত বলেছেন:
বিরহ শুধুই বিরহ।

কবিতা ভাল লাগছে। দুঃখছোয়া।

০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়,
আগুনে মন পুড়ে অলঙ্কার বানাতে হয়...

৯| ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা ভাল লেগেছে। মাদকতা পরিহার করুন। কবিতায় প্লাস +

০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকুন ।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৮

অঞ্জন ঝনঝন বলেছেন: জীবনে বিরহ আসুক তখন আপনার কথার সত্যতা যাচাই করে নিবানি :P কবিতা ভাল্লাগছে

০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: এখনও বিরহ আসেনি? ক্যামনে কী!

১১| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



আধুনিক কবি, চলমান ঘটনা, প্রেম থেকে বড় হয় প্রেমের রটনা।

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্য মাথার ওপর দিয়ে গেলো!

১২| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার েলখা পইড়া মমতােজর গান খানা মনে পড়ল...

https://www.youtube.com/watch?v=dNzbtPFiSbU

;)

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মমতাজাপার গানখানা বড়োই সুমধুর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.