![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন (rupakbsadhu@gmail.com)
সে কেঁদেছে; সে কান্নায় সমগ্র জাহান
কেঁপে উঠে বেদনায় আমার হৃদয়
আদ্র হয়েছিলো। সে হেসেছে; সে-ই হাসি,
ভুলিয়ে দিয়েছে পৃথিবীকে; সে হাসিতে মুক্তো
ঝরে পড়েছিলো আর আমি প্রেমে
পড়ে হয়েছিলাম আনন্দে আটখানা।
তার চাহনি আমায় মুগ্ধ করেছিলো,
স্বপ্ন দেখা হয়েছিলো সে-ই থেকে শুরু।
আমি কি জানতাম যে চোখের জলেও
ছলনা লুকানো? হাসিতে নিহিত পাপ?
চাহনিতে অন্তর্হিত ফরমালিন; যা
বিষিয়ে তুলবে আমার জগৎ সংসার?
যা দেখি কখনো কখনো বা ভুল দেখি,
ভুল স্রোতে বেমালুম ভাসিয়ে দেই গা!
২৩ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর সদর।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: একদম।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ভাললাগা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলেই আমাদের চোখের দেখাতেও অনেকসময় ভুল লুকিয়ে থাকে।
সুন্দর সনেট গড়েছেন ভাই, ভালো লাগলো
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা জানবেন।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
বৃষ্টির ফোঁটা থেকে মুক্তো জন্ম নিতে সময় লাগে
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা!
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০
মাহমুদুর রহমান বলেছেন: আমি কি জানতাম যে চোখের জলেও
ছলনা লুকানো? হাসিতে নিহিত পাপ?
চাহনিতে অন্তর্হিত ফরমালিন; যা
বিষিয়ে তুলবে আমার জগৎ সংসার?
ওয়াও।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১
নীলপরি বলেছেন: ভালো লাগলো কবিতা । ফরমালন শব্দের ব্যবহার অভিনব হয়েছে ।
++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: শব্দটা মনে হয় প্রথম ব্যবহার করলাম।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১
নীলপরি বলেছেন: ফরমালিন -- আমিও কোনো কবিতাতে প্রথম পড়লাম । দারুণ ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লিখেছেন, বিশেষ করে শেষ স্তবক। 'ফরমালিন' শব্দটা একটু খটকা লাগছে, উপযুক্ত বাংলা শব্দ পাওয়া গেলে বেশি ভালো লাগতো।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: উপযুক্ত শব্দ পেলে পাল্টে নেব।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
রোকনুজ্জামান খান বলেছেন: চোখের দেখাই মনের দেখা নয় ।
কিছু আপনার বুকে মুখ লুকিয়ে অন্য জনের জন্য কাদবে এটা স্বাভাবিক।
চোখের জলে বুক ভাসিয়ে বেমালুম ভাসিয়ে দিবে কষ্টের সাগরে ।