নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আমার আর যাওয়ার জায়গা নাই

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯

মাঝেমাঝে ভাবি হেমন্তের দ্বিপ্রহরে
এই ঘরবাড়ি, এই লোকালয় ছেড়ে
দূরে কোথাও হারিয়ে যাবো চিরতরে;
ফিরবো না কোনদিন এ জগৎ-সংসারে।
অপরূপ ঝর্ণা নামবে পাহাড় বেয়ে,
দেখবো আগ্রহী আমি অপলক চেয়ে
সবুজ বনানী, নদ-নদী, বিল-ঝিল
আকাশে উড়ছে একপাল শঙ্খচিল।
নেই ক্ষুধা, নেই তৃষ্ণা এমন ভুবন
প্রাণপণে অহর্নিশ করি অন্বেষণ
কোলাহল নেই কোন রিক্তের বেদন,
হাজারো প্রাচুর্য ভরে দেয় দেহমন।
মিছামিছি আশা করি আমি সর্বদাই,
এ সংসার ছেড়ে কী করে বলো পালাই?



৭ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


এখন স্বর্গে আছেন, এটাই একমাত্র জীবন, বাকীটুকু কল্পনা

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন।

২| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

করুণাধারা বলেছেন: কবিতাটি ভালো লেগেছে। ভালো থাকুন সব সময়।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে। আপনিও ভালো থাকুন।

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সাইন বোর্ড বলেছেন: ভাল জীবনবোধ ।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: Thanks a lot.

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

স্রাঞ্জি সে বলেছেন:

পালানোর রাস্তা আছে বটে। সংসারের মায়াজাল থেকে বের হয়ে আসলেই বুঝি সব আশা চাওয়া পাওয়া হবে।


কবিতায় ভালোলাগা।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: সংসারের মায়াজাল কাটানো যে বড় কঠিন। একদিন কাটিয়ে ওঠা যাবে নিশ্চয়ই।

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাঝেমাঝে ভাবি হেমন্তের দ্বিপ্রহরে
এই ঘরবাড়ি, এই লোকালয় ছেড়ে
দূরে কোথাও হারিয়ে যাবো চিরতরে;
ফিরবো না কোনদিন এ জগৎ-সংসারে।
আমারেও সঙ্গে নিয়েন কবি =p~

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: একজন সঙ্গে থাকলে অবশ্য মন্দ হয় না।

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: আমরা সকলেই থাতায় লেখার জন্য কলম ব্যবহার করি । আর কলমের ইংরেজী হল Pen . আপনি জানেন কি এই Pen শব্দটি কোথা থেকে এসেছে ? না জানলে আমি বলে দিচ্ছি । ইংরেজী Penশব্দটি এসেছে ল্যাটিন শব্দ Penna থেকে । যার অর্থ হল পালক । প্রাচীনকালে মানুষ পাখির পালক দিয়ে লিখতো তাই এমনটি ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রাচীনকালে মানুষ পাখির পালক দিয়ে লিখতো- এটুকু জানা আছে। বাকিটুকু জানা ছিল না; জানানোয় আপনাকে ধন্যবাদ।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: ফেরারি মন নিয়ে একটু ঘুরুন ঠিক আছে কিন্তু এভাবে একবার চলে যাওয়ার কথা কেন ভাবছেন । কবিতা ভালো লেগেছে দাদা ।
শুভ কামনা ও ভালবাসা রইল ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বৈরাগ্যভাব ভর করেছে। পালালেই মনে হয় মুক্তি।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইচ্ছে করে দৌড়ে গিয়ে
তার হাত ধরি,
সারাদিন তাকে নিয়ে
ঘোরাঘুরি করি।
বুক ফাটা কষ্ট যত
ছুঁড়ে ফেলি জলে,
স্বপ্নজাল বুনে যাই
হৃদয় অতলে।

................................................................................
উত্তরটা এখানেই আছে

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: তারে কি আর এ জনমে পাবো? সে যে আসে যায়, আসে যায় তার জন্যে চান্দে চান্দে চন্দ্রগ্রহণ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.