নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

রাঙা দু\'টি ঠোঁট

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪


মার্কা যদি হয় তোমার ঐ রাঙা দু'টি ঠোঁট,
তাহলে আমি একাই দেব ষোলোকোটি ভোট।
পুষ্পের পাপড়ি সম ঠোঁটের কী মাদকতা,
সেটা তো আমিই জানি; আর কেউ জানে না তা!
পরশ নিতে তারই দ্রুত পায়ে হেঁটে যাই,
বসুন্ধরায় এমন দামি আর কিছু নাই।
ইচ্ছে করে ছুঁয়ে দেই তোমার ঐ রক্তজবা,
আমার স্বর্গ নিহিত তোমাতেই হয়তোবা।
তোমার বিরহে অহর্নিশ হা-হুতাশ করা-
তোমাতে নিহিত আছে আমার বাঁচন-মরা!
মনোনয়ন কিনতে যদি লাগে অর্থকড়ি,
ভিটেমাটি বিক্রি করে যোগান দেব তারই।
লাগলে রক্ত বেচব, বেচব চোখ, কিডনি;
তোমার কাছে এগুলো অচ্যুত চিরদিনই।
কেন্দ্র দখল করেই মারব সিল-ছাপ্পর,
যা কিছু ঘটুক; ভাবি না কিছুই পূর্বাপর।
লাশ পড়ুক সর্বত্র, দেশটা হোক শ্মশান;
তোমাকেই জিতিয়ে আনব- দিলাম জবান।

২৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর।

ছবিঃ Google

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

তারেক ফাহিম বলেছেন: ওরিব্বাস

নির্বাচ নিয়ে কবিতা, তাও আবার প্রিয়সির রক্তজবা ঠোট B-)

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠোঁটের কী মাধুর্যতা,
স্পর্শে স্পর্শে মুগ্ধতা!
তাই তো মাতাল হই,
আমি যেন আমি নই।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মার্কা যদি হয় তোমার ঐ রাঙা দুটি ঠোঁট,
তাহলে আমি একাই দেবো ষোলোকোটি ভোট।
পুষ্পের পাপড়ি সম ঠোঁটের কী মাদকতা,
সেটা তো আমিই জানি; আর কেউ জানে না তা!

.................................................................................
কেন জানবে না ভাই, প্রেম কি শুধু আপনি করেন ??
হা হা হা
আমার ব্লগে কবিতা পড়ে আসুন,

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: যারা প্রেমিক তারাই কেবল জানে,
ত্রিভুবনের অমূল্য এ সম্পদের মানে!

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

খায়রুল আহসান বলেছেন: এখন থেকে ভোটার ও প্রার্থীগণের নির্বাচনী মার্কা নিয়ে ভাবনার পরিসর নানা গুণে বৃ্দ্ধি পাবে এবং নানামুখী হবে! :)

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তা যা বলেছেন।

প্রেমিকার চিবুকের কালো তিলের বিনিময়ে সমরখন্দ ও বোখারা নামে দুটো নগর লিখে দিতে চেয়েছিলেন মহাকবি হাফিজ। প্রেমকে, প্রেমিকাকে নিয়ে প্রেমিকদের পাগলামি অনন্তকাল ধরেই চলছে, চলবে।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় বাঙলা জয় বঙ্গবন্ধু।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জয় বাংলা, বাংলার জয়,
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার কাছেও তাই মনে হচ্ছে।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

নীলপরি বলেছেন: এতো নিষ্ঠাবান নির্বাচনী কর্মী নাকি প্রেমিক ? যাহোক এমনটা পাওয়া দুষ্কর !
অভিনব কবিতা । :)
ভালো লাগলো ।

শুভকামনা

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: একের ভেতর দুই।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

রাকু হাসান বলেছেন:


হাহাহাহা দারুণ তো ;)

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: তারপর হবো ইতিহাস।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা দাদা, রাঙা দুটি ঠোঁটের মোহে আপনি পড়ে গেলেন ভালো কথা ; তাহলে দেশের মেল প্রার্থীদের উপায় কী হবে? না পাওয়ার মধ্যে অবশ্য এমন নিষ্ঠার সঙ্গে ভোট উৎসব সেলিব্রেশনটি বেশ মজাদার। হোক না চারদিকে শুধু বঞ্চনা আর প্রতিবাদ.....

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এক্ষেত্রে কিছুটা স্বার্থপর হওয়ার বিধান আছে মনে হয়।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: আহারে !!!!!!!!!!!!!! :P


কবিতা দারুণ হয়েছে। :P

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেয়শীর জন্য মানুষ কী না করতে পারে।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪১

বলেছেন: হাহা হা।


অসাধারণ কাব্যনকথন।


মুগ্ধতা দাদা।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: বহুত শুকরিয়া।

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: ওরে বাবা :||

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভয় পেয়ে গেলেন নাকি? মুগ্ধতায় আজকাল উন্মত্ততাও ভর করে।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! ভাল্লাগসে!

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ওকে। থ্যাঙ্কস!

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,




দারুন!
মার্কা যদি হয় তোমার ঐ রাঙা দুটি ঠোঁট,
তাহলে আমি একাই দেবো ষোলোকোটি ভোট।

এই লাইন দুটো পড়ে মনে হলো , প্রিয়ার গালের একটি কালো তিলের জন্যে কবি কেন সমরখন্দ-বোখারা পর্য্যন্ত বিলিয়ে দিতে চেয়েছিলেন!
সুতীব্র প্রেমাবেগের কবিতা।

আবার ---
লাশ পড়ুক সর্বত্র, দেশটা হোক শ্মশান;
তোমাকেই জিতিয়ে আনবো- দিলাম জবান।
এ লাইন দু'টোকে বর্তমানের বাস্তবতার সাথে মেলালে এমন তীব্র আবেগের কবিতাও নিদারূন একটি স্যাটায়ার হয়ে ওঠে!

লাইকড...................

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: তীব্র অনুরাগ মানুষকে যেমন প্রেমাবেগে উদ্দীপ্ত করে আবার উন্মত্তও করে, মনে হয় প্রিয়ার জন্য জগতের সব অসাধ্য সাধন সম্ভব।

শুভেচ্ছা আপনাকে।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উপমা যখন হয় বাস্তবতা নিয়ে
তখন কবিতা বুঝতে হয় হৃদয় দিয়ে।
+++++++

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: Exactly.

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ইসিয়াক বলেছেন: কবিতা দারুণ হয়েছে

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা অবিরাম।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: নুতন পোস্ট এর সন্ধানে এসেছিলাম দাদা।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তেমন কিছু লিখে উঠতে পারি নি। জাহান্নাম নামে একটা লেখা লিখেছি অবশ্য, ওটা পোস্ট দেওয়া ঠিক হবে না। শীঘ্রই নতুন কিছু পোস্ট দেওয়ার আশা রাখি। আপনি খোঁজ নিতে এসেছেন দেখে খুব ভালো লাগলো।

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আমি দিতাম আঠারো কোটি। :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেমের ময়দানে সবকিছুই সহিহ!

২০| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬

নজসু বলেছেন:

১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ নববর্ষ।

২১| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৭

বাকপ্রবাস বলেছেন: ঠোটে ঠোটে ভোট হোক
প্রেম পিরিতি এক জোট

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: হয়;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.