নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

সন্দেহ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

'স্যার, আপনাকে আমার অসম্ভব ভালো লাগে; এ কথা কি আপনি জানেন?'

কথাটা লতা ম্যাডামের মুখে শুনে মুচকি হাসল মৃণাল। সৌজন্যতার হাসি। তাকে কারও ভালো লাগে এটা ভাবতেই মনটা কেমন ফুরফুরে হয়ে গেল। কার না হবে?

'তাই বুঝি?' মুখে হাসি রেখে মৃণাল বলল।
লতা ম্যাডামও চওড়া হাসি দিয়ে বললেন, 'হুম। আমার যদি কোন বোন থাকত, আপনার সাথে বিয়ে দিতাম।'
'কিন্তু আমি তো কখনো বিয়ে-শাদী করব না, চিরকুমার থাকব। আপনার ইচ্ছেটা মনে হয় পূরণ হতো না।' মৃণাল বলল।
'এ বয়সে এমন উদ্ভট চিন্তা থাকেই। বয়স বাড়লে ঠিকই চিন্তা-ভাবনা পাল্টে যাবে।' লতা ম্যাডাম আত্মবিশ্বাসের সাথেই বললেন।

একটু খাটো মতন, তবে যথেষ্ট সুন্দরী লতা ম্যাডাম। মিষ্টি একটা হাসি আঠার মতো সবসময় মুখে লেগেই থাকে। মৃণালকে খুব পছন্দ করেন, উনার স্বামী সুমন স্যারও তাকে বিশেষ স্নেহ করেন। লতা ম্যাডাম ইংরেজি সাহিত্যের ছাত্রী, মৃণালও সাহিত্যানুরাগী। তাই দু'জনের বনে ভালো। বিভিন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ-আলোচনা করে। সাহিত্য, দর্শন, রাজনীতি, ধর্ম- কোন কিছুই বাদ যায় না।

কিছুদিন যাওয়ার পর দেখা গেল সুমন স্যার মৃণালকে একদম সহ্য করতে পারছেন না। লতা ম্যাডাম, সুমন স্যার আর মৃণালের মধ্যে দোতলার ঘরে আলাপ হচ্ছিল একদিন। হঠাৎ জরুরি ফোন আসায় সুমন স্যার নিচে নেমে যান। অনেকক্ষণ পর ফিরে এসে দেখেন লতা ম্যাডাম আর মৃণাল তখনও আলাপ করছে। উনি খুব বিরক্ত হলেন। শিষ্টাচার বহির্ভূতভাবে লতা ম্যাডামকে বললেন, 'আর কত আলাপ? নিচে বাচ্চা কাঁদছে।'

একদিন লতা ম্যাডাম আর সুমন স্যার অফিসকক্ষে বসে ছিলেন। মৃণালও তাদের সামনে বসা। হঠাৎ কী প্রসঙ্গে লতা ম্যাডাম মৃণালের খুব প্রশংসা করলেন। সুমন স্যারের মুখটা কালো হয়ে গেল। বোঝা গেল উনি মৃণালের প্রশংসা সহ্য করতে পারছেন না। বললেন, 'থাক ওসব। এখন অন্য বিষয়ে কথা বলি।'

লতা ম্যাডামের সাথে মৃণালের বয়সের ব্যবধান ন্যূনতম আট বছর। ব্যাপারটা এমন না যে আট বছরের বড় কারও সাথে সম্পর্ক হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জনৈকা ম্যাডামের প্রতি মুগ্ধতা বেড়ে গিয়েছিল মৃণালের। ম্যাডাম শিক্ষিকা হিসেবে বিরক্তিকর ছিলেন। উনার ক্লাস কারও ভালো লাগত না। তাই সবাই এড়িয়ে যেতে চেষ্টা করত। কারও ভালো লাগুক আর না লাগুক ওর ঠিকই ভালো লাগত। ম্যাডামের ক্লাস করার জন্য উদগ্রীব হয়ে থাকত। ম্যাডামের সাথে তার বয়সের ব্যবধান কমপক্ষে বারো বছর, তার ওপর একটা বাচ্চাও আছে।
আসলে বয়স কোন ব্যাপার না। এটা একটা সংখ্যা মাত্র। সে শেষ পর্যন্তই অপেক্ষায় থেকেছে।
লতা ম্যাডামের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। কিছু কিছু স্ত্রীলোকের চেহারায় মাতৃত্বভাব ফুটে ওঠে, নিকটাত্মীয় মনে হয়। মায়ের মতো অথবা বড়বোনের মতো মনে হয়। মৃণাল তাকে বড়বোনের চোখেই দেখত, সে মতোই পছন্দ করত।

কোন একদিন ক্লাসে মেজাজ চড়া হয়ে গেল মৃণালের। শিক্ষার্থীরা খুব হট্টগোল করছিল। রাগান্বিত হয়ে সবাইকে বেধড়ক পেটাল। বেসামাল হয়ে এক ছেলেকে মাথায় আঘাত করে বসল। হুলস্থুল কান্ড বেঁধে গেল।

টিউশনিতে ছিল মৃণাল। হঠাৎ ফোন দিলেন সুমন স্যার। বললেন, 'ঐ ছেলের মা-বাপ-বোন তিনজনই পুলিশ। থানায় গিয়েছিল মামলা করতে। আমি হাতেপায়ে ধরে নিবৃত্ত করেছি। আপনি ক'দিন আসবেন না। আপনাকে মারার জন্য খুঁজছে। আসার সময় হলে আমিই আপনাকে ফোন দেব।'

সুমন স্যার আর মৃণালকে ফোন দেন নি। ঐ ছেলের আঘাত সামান্যই ছিল। যত না আঘাত তারচেয়ে বেশি ছিল অভিনয়। আসলে সুমন স্যার নিজেই চাচ্ছিলেন না মৃণাল আবার উনার প্রতিষ্ঠানে আসুক। কেন চাচ্ছিলেন না সেটা বুঝতে নিশ্চয়ই জ্যোতিষী হওয়া লাগে না।

২০ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


আপনার অভিজ্ঞতাটা খুব একটা বেশী নয়, স্ত্রী শব্দটা একটু কঠিন; সামান্য 'ভালো লাগে, মালো লাগে'তে স্ত্রী হারিয়ে যায় না

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: হতে পারে, তবে এটা অস্বীকার করা যায় না যে সম্পর্ক পরিবর্তনশীল।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

মৃণালের জন্য সমবেদনা!

+++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ, ভৃগু দা! ভালোবাসা নিরন্তর।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: আহারে----

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখজনক।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখাটা চমৎকার। তবে শিরোনামের সাথে মিল খুঁজে পেলাম না।

কিছুকিছু স্ত্রীলোকের চেহারায় মাতৃত্বভাব ফুটে ওঠে, নিকটাত্মীয় মনে হয়। মায়ের মতো অথবা বড়বোনের মতো মনে হয়।।
ঠিক। বিষয়টা আমিও খেয়াল করেছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষয়বস্তুর নিরিখে ছোট্ট করে শিরোনাম দিতে পারলেই ভালো হতো। ভালো শিরোনাম পেলে পাল্টে দেবো। যাহোক, এখানে সুমন স্যারের অনুভূতিটাই উপজীব্য।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন দাদা। তবে শেষের দিকে আরও এক নাটকীয় করতে পারতেন। মৃণালের জন্য শুভকামনা রইল। শুভকামনা আপনাকেও ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: তাড়াহুড়োর মধ্যে লেখা। আজকাল বেশি ভাবতেও পারি না।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

নীল আকাশ বলেছেন: বিয়ে করেছেন? করে থাকলে বুঝতেন এটা এত সহজ না! সহজ হলে আকাশ আর মিতুর এই অবস্থা হতো না! পাখী অনেক আগেই ফুটে যেত! :P
দূর ভাই, আমি আসলাম একটা রগরগে পরকীয়ার গল্প পড়বে বলে আর আপনি দিলেন দুধভাত! এটা খেয়ে পোসাবে? :P
এর আগের পর্ব লেখে, লতা আর মৃণালের একটা দুই দিন তিন রাতের কক্সবাজার ট্যুর দিয়ে দিন। মন্তব্য আর লাইক রাখার জন্য গামলা খুঁজবেন। ;)
ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার লেখাগুলো আসলে ডায়েরি'র মতো, যা ঘটে তাই টুকটাক লিখে রাখি। বেশিকিছু যোগ করতে ইচ্ছে হয় না। তার ওপর তাড়াহুড়ো করে লেখা! সময় নিয়ে লিখলে হয়ত আরও ভালো করা যেত।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

ওমেরা বলেছেন: জী এটা খুবই সত্য কথা নিজের প্রিয় মানুষের মুখে অন্যের প্রসংশা সহ্য করা যায় না সেটা যতই ভদ্রতা আর পবিত্রতার সাথেই করা হোক।

ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের চিরন্তন বৈশিষ্ট। কেউ বোধহয় এর উর্ধ্বে উঠতে পারে না।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ইশরে..... ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ?

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: সমবেদনা ....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: ও আচ্ছা। শুভেচ্ছা জানবেন।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: গল্প বাস্তবকে ছোঁয়ে গেছে । ঘটনা আরো ভয়ংকর হতে পারতো - গল্পে লাগাম ধরেছেন, বাস্তব লাগামহীন হয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন।

বাস্তব মাঝেমাঝে কল্পনাকেও ছাপিয়ে যায়।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ভুলের মাঝে আছেন; বিবাহিত কারো মনে সামান্য রং লাগলেও উহা ফিকে হতে কয়েক মিনিট সময় লাগে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: লতা ম্যাডামের মনস্তত্ত্ব বিশ্লেষণ করা হয় নি। হয়ত আপনার ধারণাই সঠিক। উনি মৃণালকে ছোট ভাইয়ের মতোই দেখতে পারেন। এবং এটাই স্বাভাবিক।
আমি এখানে মৃণালের চিন্তাভাবনাই তুলে ধরতে চেষ্টা করেছি। সেও ম্যাডামের প্রতি অতটা ইচ্ছুক ছিল না। বোনের মতোই দেখত।
সুমন স্যার এর ভাবনাটাই এখানে বিবেচ্য। উনি মনে হয় ভুলের মধ্যে ছিলেন।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

নীলপরি বলেছেন: ভালো লাগলো বিষয়টা । অনেকে মন সঙ্কীর্ণ করে রাখে । ++

শুভকামনা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দরী স্ত্রী থাকলে স্বয়ংক্রিয়ভাবেই পুরুষদের মন সঙ্কীর্ণ হয়ে যায় মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.