নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আয়না দেখে চমকে ওঠি

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪১


ঘরের বাইরে এসে দাঁড়াতেই চোখে
পড়ে আয়নাটা, প্রত্যেহ নিজেকে দেখি;
কোন নতুনত্ব নেই, আশা নেই বুকে-
বেঁচে থাকাটাই বুঝি অর্থহীন, মেকি!
একদা প্রত্যুষে এসে সামনে দাঁড়াতে
হঠাৎই চমকে ওঠি, কেউ একজন
দাঁড়িয়ে রয়েছে আমার মতো দেখতে;
ভীষণ চিন্তিত, ভারাক্রান্ত তার মন।
আমি যা করছি সেও তাই করে যায়ঃ
মুখে জলের ঝাপটা দেয়, ব্রাশ করে
দাঁত, মুখের কালো দাগের দিকে চায়;
অসীম শূন্যতা চক্ষু দিয়ে ঝরে পড়ে।
ধূসর চোখে তাকাই, গেঁয়ো পথ ধরে
দেখি এক অবুঝ বালক হাসি মুখে
দিগ্বিদিক ছুটে যাচ্ছে সাইকেলে চড়ে;
রাজ্যের অতৃপ্তি ভর করে তার চোখে।
সবুজ বনান্ত ছেড়ে দূরে বহু দূরে
পেরিয়ে অকূল নদ যাচ্ছে সে কোথায়,
নিজেই জানে না কোন সে বাঁশির সুরে
হর্ষ-ভাবাবেগ তার মন ছুঁয়ে যায়।
অবয়ব দেখে তার কিছু বোঝা যায়,
বাকিটুকু করি ভেবেচিন্তে অনুমান;
খোঁচা খোঁচা দাড়ি মুখে পাহাড় ঘুমায়,
প্রত্যাশা গেঁড়েছে খুঁটি এক আসমান।
সে আমার চেনাজানা, তবুও অচেনা;
অপলক চেয়ে থাকি তার মুখপানে-
সে-ও চেয়ে থাকে, সে-ও পলক ফেলে না;
আমার মতোই সে-ও মগ্ন আছে ধ্যানে।

৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


কবিতাটা বেকারদের জন্য জাতীয় সংগীতের মতো। আপনি চাকুরী করছেন তো?

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: করছি। সুবিধেমতো হচ্ছে না!

৩| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


কি ধরণের কাজ করছেন?
আপনার যেহেতু ডিগ্রি আছে, এখন দরকার টেকনিক্যাল চাকুরীতে ঢুকে হাতেনাতে কিছু শেখা, তখন আপনার সুদিন আসবে।

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শাইনিং পাথ' ছাড়ার পর একটা শুরু করেছিলাম কিন্তু চালিয়ে যেতে পারি নি। পরিবেশ সহ্য করতে পারি না। কোথাও এইচআর এ ঢুকতে পারলে ভালো হতো।

৪| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


স্কুলে চাকুরী না করে, টিউশানী করুন, ও কলকারখানায় চাকুরী খুঁজুন।

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: টিউশনি অস্বস্তিকর মনে হয়।

৫| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


এইআর, মেইছআর বাদ দেন; টেকনিক্যাল কাজ, শারীরিক কাজ খুঁজুন।

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মাসে একবার-দু'বার অসুস্থ হয়ে যাই। খাওয়া-দাওয়া রীতিমতো বন্ধ হয়ে যায় (এখনও অসুস্থ। মাথার সমস্যার সাথে চোখের সমস্যাও বেড়েছে)। কায়িকপরিশ্রম একদমই করতে পারি না।

৬| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনি সকাল বিকেল হাঁটেন; চা- পেঁয়াজো, ভাজি খাবেন না; পানি সিদ্ধ করে খাবেন। আপনি কি আপনার পরিবারের সাথে আছেন?

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: পরিবারের সাথে নেই। একাই আছি। শরীরের যে অবস্থা সব ছেড়েছুঁড়ে বাড়িতেই চলে যেতে হবে। ওদিকেও বিপদ! মৃত্যুর হাত থেকে ফিরেছেন বাবা।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: চা কম খাই, ভাজাপোড়াটা পুরোপুরি ছাড়তে পারি নি। হ্যাঁ, হাঁটাহাঁটি করি মোটামুটি '৯০ মিনিট করতেই হয় প্রতিদিন।

৭| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: আহা আমি যদি এরকম করে লিখতে পারতাম!!!

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি চাইলে কিছু লেখা আপনাকে দিয়ে দিতে পারি।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৯

নীলপরি বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

আপনার মন্তব্য থেকে অসুস্থতার কথা শুনে খারাপ লাগলো । আপনি ও আপনার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।

শুভকামনা

০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। শুভকামনা আপনার জন্যও।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: দাদা সুন্দর কবিতাতে দুর্বিষহ মনের প্রতিবিম্ব পেলাম। চড়াই উতরাই জীবনের অনেক কিছুই যে আমাদের সইতে হয়। জীবনের কিছু মুহূর্তে প্রতিনিয়ত ঠোক্কর খেতে খেতে একসময় আমরা নিজেদেরই দের হারিয়ে ফেলে চলি যন্ত্রের মত। কবিতা ভীষণ সুন্দর হয়েছে।
বাবার অসুস্থতার খবর শুনে দুঃখ পেলাম ; দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করি। সাথে সাথে আপনার প্রত্যহ 90 মিনিট করে হাঁটাটাও জীবনের একটা রুটিন। আপনার প্রিয় ভাজাভুজি ছেড়ে দিয়ে এবং একা একা থাকতে হচ্ছে। কিন্তু কি আর করার, সুস্থতাই যে জীবনে কাম্য।

লগ ইন করতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। আজ সারাদিনে অন্তত 7 থেকে 8 বার ট্রাই করে তবেই লগ ইন করতে পেরেছি । আপনার আগের পোস্টে এখন আমার ডিউ মন্তব্য রয়ে গেছে। লগ ইন সমস্যা না থাকলে অনেক আগেই মন্তব্য করে আসতাম।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।

০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বিচিত্র এক জীবন; এর মানে খুঁজে পাওয়াই কঠিন। মনে হচ্ছে সব ঠেলেঠুলে চলছে।

১০| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে, কিন্তু কিছু প্রতিমন্তব্যে আপনার শারীরিক অসুস্থতার কথা জেনে ভাল লাগেনি।
হরষে-বিষাদে আমাদের এই জীবন । কারো কারো ক্ষেত্রে কিছুটা তারতম্য হয়, এই আর কি। ধৈর্য ধরুন, সামনের সুদিনের অপেক্ষায় থাকুন। আর কায়িক শ্রম বেশী করতে না পারলেও অল্প অল্প করে করুন, আশাকরি সব ঠিক হয়ে যাবে।

০৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যে প্রীত হলাম। এখন মোটামুটি ভালোই আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.