নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলতো সোনা! রামপ্রসাদ সেন

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

রোমান্স

২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮


ফ্যাসিবাদের এমন ঘোর কলিকালে
প্রেমের জোয়ারে চলো আজ ভেসে যাই,
হাত দুটো ধরো- হাওয়া লাগুক পালে
ভয় নেই; এখানে আমরা আমরাই।
মিশে থাকো অঙ্গে প্রতি নিশ্বাসে নিশ্বাসে,
স্পর্শ যেন তোমার প্রতিক্ষণই পাই;
তোমার ছোঁয়ায় মড়ার দেহে প্রাণ আসে-
ফিরে সজীবতা; এ অদ্ভুত দাওয়াই।

সবুজ বন-বনানী জুড়াবে নয়ন,
তুমি আর আমি একেবারেই নিশ্চুপ;
বয়ে যাবে মহাকাল নিজের মতন
হাতে হাত রেখে দেখবো তার স্বরূপ।
সময় যে বেশি নেই, গুটাও পাত্তাড়ি;
কেউ আসার আগেই মৃত্যুকূপ ছাড়ি।

৮ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

শায়মা বলেছেন: মড়া আর পাত্তারি এর র আর ড় উল্টা পাল্টা হবে। :)

২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মড়া মানে তো মৃতদেহ; এ অর্থে বাক্য মানানসই না? আর ওটা পাত্তাড়িই হবে। ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১২

শাহিন বিন রফিক বলেছেন:শুধু ছেড়ে গেলে কি হবে মৃত্যুকূপ!
আগত প্রজন্মেকে কি দিবে জবাব
যদি ওরা বলে- এ কেমন পৃথিবী রেখে গেলে?
গুনীজনে বলে ভালবাসা যেখানে ভয় সেখানে নস্যি
যেহেতু আছে বুক ভরা ভালবাসা, চলুন নেমে পড়ি- সাফ করি
জঞ্জাল পুড়িয়ে নতুন পৃথিবী আনি, যেখানে শান্তিতে ঘুমাবে আমাদের প্রজন্ম সত্ত্বা।

২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এ জন্য উদ্যমী এবং সাহসী মানুষ চাই। যাদের কোন পিছুটান থাকবে না।

৩| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: "তোমার ছোঁয়ায় মরার দেহে প্রাণ আসে-
ফিরে সজীবতা; এ অদ্ভুত দেওয়াই।"
দারুণ প্রত্যাবর্তন দাদা আপনার।
সুন্দর কথামালার গাঁথুনি।
শুভেচ্ছা নিয়েন।

২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখালেখি হয় না বললেই চলে। আজকে হুট করে কিছু একটা লিখলাম। পোস্টও করে ফেললাম।

আপনাদের মাঝে ফিরে এসে ভালো লাগছে।

৪| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:রাধাও নেই, বৃন্দাবনও নেই; এখন জীবনের কঠিন বাস্তবতার মাঝে ভালোভাসা সুক্ষ্মভাবে বিকশিত হবে

২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম।"

৫| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকদিন পর আসলা

ভালো,লাগলো কবিতা

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখালেখি খুব একটা হয় না। আগের মতো আগ্রহও পাই না।

৬| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:আপনি চাকুরীতে আছেন তো? আপনার দরকার ছিলো, ম্যানুফেকচারিং'এ একটা চাকুরী খুঁজে বের করা।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ম্যানুফেকচারিং এ চাকরি হয় হয় করেও হচ্ছে না। ইন্টারভিউ এর জন্য কল করার কথা, অথচ করছে না।
সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক অদৃষ্টে কী আছে।

৭| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।

খুব সুন্দর কবিতা।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মাঝেমধ্যে ঢুঁ মারবো ভাবছি। আপনাদের খোঁজখবরও তো নেওয়া উচিত।

৮| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম। ধন্যবাদ আপনাকে।

৯| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফ্যাসিবাদের ঘোর কলিকালে ফ্যাসিবাদের সমথ্যক না হলে যে সরকারী চাকুরী চুটবেনাগো দাদা! ;)

সেই ভাল ধর্ষন যখন নিশ্চিত, উপভোগই শ্রেয় মন্দবাক্যেটির মতো- ফ্যাসিবাদ যখন নিয়তি
তখন অ্ঙগে অঙ্গ মিশিয়ে সজীবতা খূঁজেই কাটুক সময় :P

বিপ্লবের বীজ মন্ত্রে
জাগেনা মন!
কর্পোরেট নেকটাই
বানায় ডিজিটাল কিন্তাকুনতে- এখন।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সরকারি চাকরি তো সোনার হরিণ! চাইলেই কি আর জুটবে! বেসরকারিখাতেই জোটানো কঠিন হয়ে পড়েছে।

বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগোনোই মঙ্গল। দুনিয়া আর কদিনের! এত ভেবে কী হবে!

১০| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১০

নতুন নকিব বলেছেন:দারুন একটি কবিতার জন্য অভিনন্দন এবং +++

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেকদিন পরে কিছু একটা লেখার প্রয়াস পেলাম। আপনাদের মাঝে এসে ভালো লাগছে।

১১| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪৪

নীল আকাশ বলেছেন: মড়া ঠিক আছে শব্দ হিসেবে। ছবি অসাধারন। আপনি একেছেন? ছবিটা ভাল করে দেখার লোভে পোস্টে এসে দেখি আপনার কবিতা।
একেবারে প্রণয়ের পুকুরে ডুবিয়ে তোলা কবিতা। পড়ে মজা লাগলো।
বহুদিন পরে আসলেন নাকি?
শুভ রাত্রী।

২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিটা ইন্টারনেট থেকে নেওয়া। সূত্র উল্লেখ করতে মনে ছিল না।

ব্যস্ততার কারণে লেখা জমে গেছে। মাঝেমধ্যে পদ্য-টদ্য লিখতে হবে মনে হচ্ছে। পারলে আত্মজৈবনিক গল্প । না লিখলে কেমন শূন্যতা কাজ করে।

১২| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১২:১৪

রাকু হাসান বলেছেন:

সুন্দর হয়েছে।শেষ লাইনটি চমৎকার । ছবিটিও ভালো হয়েছে।

২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যে পুলকিত হলাম। শুভেচ্ছা নিরন্তর।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মাঝেমধ্যে ঢুঁ মারবো ভাবছি। আপনাদের খোঁজখবরও তো নেওয়া উচিত।

অবশ্যই।
একেবারের হারিয়ে যাবেন না, প্লীজ।

২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৯

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আপনার কবিতা পড়লাম । খুবই ভালো লিখেছেন ।
++
শুভকামনা

২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার কাছেও ভালোই মনে হচ্ছে। পদ্য লিখতে ভুলে যাইনি তাহলে!

১৫| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:১৭

ইসিয়াক বলেছেন: আপনার লেখা কবিতা প্রথম পড়লাম । অনেক ভালোলাগা ও শুভকামনা।
ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে। শুভকামনা নিরন্তর।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৭| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:০২

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,
অনেক দিন পরে আপনার দেখা মিললো।
ফ্যাসিবাদের এইসব দিনে "রোমান্স " আর রোমান্স থাকেনা, অন্যকিছু হয়। তারপরেও কারো কারো মরা জীবনে সে রোমান্স প্রাণের মতো সঞ্জীবিত হয় হয়তো।

ভালো হয়েছে কবিতা।

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: তারপরেও কারো কারো মরা জীবনে সে রোমান্স প্রাণের মতো সঞ্জীবিত হয় হয়তো। যে নিয়তি খন্ডানো যায় না, মিছামিছি ভেবে কী লাভ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.