নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

অজস্র মৃত্যুরে লঙ্ঘি

০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮


বাঁচার আশায় ছুটে চলা পথে পথে,
অজস্র মৃত্যুরে লঙ্ঘি দেখা স্বপ্ন কত!
রক্তের স্তুপ জমেছে পাহাড় সমান
শান্ত জনপদ আঘাতে ক্ষত-বিক্ষত।
দিকভ্রান্ত মানুষেরা মৃত্যুভয়ে কাবু,
এই তো আজরাঈল এসে দিল হানা;
ধূলিসাৎ সবকিছু অসভ্য জোয়ারে
ভেসে যায় মনোবল বসতি-ঠিকানা।
বেঁচে থাকাই দুরূহ, সুখ অসুখের
কোথায় বাছবিচার! এই ক্রান্তিকালে
ধড় যেন ঠিক থাকে সেই কামনাই
ভীতু হরিণীর মতো বাঁধে মায়াজালে।
রুখে দাঁড়ানোর মতো নেই গায়ে জোর,
নিজেকে সঁপে দেওয়া দুর্বৃত্তের হাতে;
শ্রান্ত চিত্তে অসহায় আত্মসমর্পণ
বিদীর্ণ করে হৃদয় শোকে দিনেরাতে।
কিছুই যেন করার নেই উত্তরণে
এসব বিঘ্নতা, শুধু চেয়ে চেয়ে থাকা;
দিনলিপি লিখে ডায়েরির পাতা ভরা
সযতনে সমকাল স্তুপাকারে রাখা।

১৪ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনার কবিতা দেখলে, মনে হয়, আপনি হয়তো কিছু একটা করছেন।

০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু একটা করছি, আবার করছি না।

২| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


আপনি যা করছেন, বাকী সময়ে এলাকার কিছু মানুষকে একত্রিত করে একটা ব্যবসা চালু করার চেষ্টা করেন।

০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এলাকার দিকে মুভ করার আগ্রহ নেই আপাতত। শহরেই থাকছি।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: বহুত শুকরিয়া। আপনার মঙ্গল কামনা করছি।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: এলাকার দিকে মুভ করার আগ্রহ নেই আপাতত। শহরেই থাকছি।

-যেখানে আছেন, সেখানকার মানুষকে নিয়ে চেষ্টা করেন। আপনি কি গাজীপুর এলাকায় আছেন? ওখানকার মানুষদের নিয়ে ব্যবসা করার চেষ্টা করেন।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যবসা করব যে পূঁজি পাব কোথায়? আর এখানে তো পরিচিত লোকজন নেই। তাছাড়া এটা আপনার অজানা নয় যে দেশে চোর-বাটপারের সংখ্যা বেড়ে গেছে। কে কাকে বিশ্বাস করবে? '১৭ সালের ডিসেম্বরে যখন গাজীপুরে আসি, বড় ধরণের এক প্রতারণার শিকার হই। আমিও কাউকে বিশ্বাস করতে পারছি না। তার ওপরে এখানে দেশের নানা অঞ্চলের মানুষের বাস।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: পুরো কবিতায় সবই সমস্যা - সমাধান কি তাতো জানাবেন

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মেঘ কেটে গেলেই আলো আসবে। আপাতত সেই আলোকের অপেক্ষায়।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৭

পদাতিক চৌধুরি বলেছেন:
ঠিকই তো সময়ের চক্র কখনো কখনো আমাদেরকে বড় বেশি বোকা বানিয়ে দেয়। অসহায় হয়ে আমরা প্রমাদ গুনি। ভাগ্যকে ছেড়ে দিই উপরওয়ালার অপেক্ষায়। যে প্রহর কখনোবা সারা জীবন অধরাই থেকে যায়।
যাইহোক অতৃপ্ত মন যেন বাঁচার রসদ খুঁজে পায়। কাব্যে ভালোলাগা।
শুভকামনা দাদা আপনাকে।

০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে। মঙ্গল কামনা করছি।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে সবুজ ওরে আমার কাঁচা
আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা!

২৯ ডিসেম্বর সব এয়ার লাইনের টিকেট বুকড ছিল বলেই খবর বেরিয়েছিল!
ওই ধর..... আওয়াজ ওঠেনি বলে আবার ঝাকিয়ে বসেছে!
জনতার ওয়াজে কত কত তখতে তাউস ভেসে গলে ইতিহাসে!

এখন জানতার ক্রোধের মূখাগ্নির অপেক্ষা!
মূখান্তির সেই সুসন্তান কই???

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: যে মাটিতে শের এ বাংলা, সোহরাওয়ার্দী, ভাষানী, বঙ্গবন্ধু রাজনীতি করেছেন; সেই মাটির রাজনীতি এখন দুর্বৃত্তদের দখলে। ভাবতেই খারাপ লাগে।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বহুত শুকরিয়া। আপনার মঙ্গল কামনা করছি।


ভালো থাকুন। সুস্থ থাকুন।

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকার চেষ্টাই চালিয়ে যাচ্ছি।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২২

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। কবিতার চিত্র কারো অজানা নয়, যদিও সবাই ভুক্তভোগী নয়।
"সযতনে সমকাল স্তুপাকারে রাখা" - খুব সুন্দর করে বলেছেন এ কথাটা।
কবিতায় প্লাস + +

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার মতো অভাজনেরা সমকালকে স্তুপাকারে রাখা ছাড়া আর কী বা করতে পারে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.