নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

এখন আর রাত জাগি না

১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০


সন্ধ্যে নামলেই শুয়ে পড়ি মুখ ঢেকে,
রাজ্যের ঘুম আমায় নিয়ে যায় ডেকে।
তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ি চিন্তা-ধারা ভুলে,
দুনিয়ার যত সুখ আছে এর মূলে।
ভুলে যাই দুঃখ-কষ্ট, মান-অপমান;
আমার কাছে সবই একই সমান।
রাত আর জাগি না মাসের পর মাস,
কী ফায়দা করে নিজেরই সর্বনাশ?
চোখের নিচে ফেলতে যাব কেন ছানি?
সয়ে গেলাম নিত্যই ব্যর্থতার গ্লানি।
কারো আশায় থাকি না, আর আহাজারি?
এ সংসারে সকলেই পাক্কা কারবারি।
কারো জন্য কেউ ফেলে না চোখের জল,
আবেগের দাম আছে? মনে রাখি বল।
অথচ আমিই কি না জাগতাম আগে
সে কথা ভাবতে গেলে খুব লজ্জা লাগে।
এমনও হয়েছে রাতের পরে রাত
ফেসবুকে চ্যাটিং করে হয়েছে প্রভাত।
কারো জন্য এই বুকে গড়ে গেছি ঘর,
সেই ঘরেই হয়েছে স্বপ্নের বাসর।
মনোমালিন্য হলে কখনো রাগ করে
আইডি নিষ্ক্রিয় রেখে কেঁদেছি ডুকরে।
এখন সবই স্মৃতি, তাকে ভুলে যাই;
তাই তো সেসব নিয়ে মাথাব্যথা নাই।
মজার ব্যাপার হলো, সেও গেছে ভুলে;
বলে না কথা কখনো আর মন খুলে।
আমাকে সে এখন পারে এড়িয়ে চলে,
সুখী হয় বুঝি আমার মরণ হলে।
হয়ত নতুন মালা পরেছে সে গলে,
আমাকে ভুলতে চায় আজ তার ছলে।

২১ অগ্রহায়ণ
১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


চোরেরা রাতে চুরি করে, স্বামী-স্ত্রীরা রাত জেগে সংসার দেখেন, আপনি কেন রাত জাগবেন?
আগে কেন রাত জাগতেন?

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি চোরও নই, সংসারীও নই। তাই রাত জাগার কোন কারণও নেই। আগে অবশ্য বহু কারণ ছিল। সেগুলো ঝেড়ে ফেলতে পারলেই মঙ্গল।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বেশি রাতজাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
মিডিয়াম রাতজাগাই ভালো।

কবিতায় মানবহৃদয়ের আত্মবোধের বহিঃপ্রকাশ ঘটেছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বলতে গেলে রাত জাগা কমিয়েই দিয়েছি। স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুখী হয় বুঝি আমার মরণ হলে।
হয়ত নতুন মালা পরেছে সে গলে,
আমাকে ভুলতে চায় আজ তার ছলে।

............................................................................
হায় ! ভালবাসা কত কিছু করে !

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "ধীরে প্রেম মুছে যায়,
নক্ষত্রেরও মরে যেতে হয়।"

জীবনানন্দ দাশ

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: একবার ঘুমিয়ে পড়তে পারলে জাগতিক কোনো কিছুই তখন আর স্পর্শ করতে পারে না।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৫

নজসু বলেছেন:




আপনার কবিতার মাঝে আমি কি যেন একটা খুঁজে পাই। ভালো লাগে।
প্রথম লাইকটা আমার।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি আমার সমব্যথী। ভালো লাগলো আপনার প্রতিক্রিয়া।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৭

ওমেরা বলেছেন: রাত না জাগাই ভালো ।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: দুশ্চিন্তা থাকলে মানুষের ঘুম হয় না অথচ আমার দিব্যি হয়। ব্যাপারটা আমার ভালোই লাগে।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এ সংসারে সকলেই পাক্কা কারবারি।

কয়েক লাইনে নিজেকে দেখে সত্যি লজ্জিত হয়েছিলাম। মা গো মা, কবিরা সব জানে গো!!! মনের না বলা কথাও শুনতে পায়।

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: : এই জানা মাঝেমাঝে হিতে বিপরীত হয়ে যায়। যেমন আপনি একজনকে নিজের সুহৃদ হিসেবে জানেন অথচ একদিন প্রমাণ পেলেন সে আপনাকে ঘৃণা করে। তখন আপনার মানসিক অবস্থা কেমন হবে চিন্তা করুন। তখন মনে হয় না জানলেই ভালো হতো।
জগৎ-সংসার বড় নির্মম।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিমন যা জানে তা শুধু কবিতার জন্য। ব্যক্তিসত্তার আন্দাজ অনেক সময় উলটা হয়, বিপরীতে হেঁটে বিপদে পড়ার মত।

কবিরা আসলে বোকা, খুব সহজে প্রেমে পড়ে এবং অলিক সুন্দরকে বিশ্বাস করে।

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিরা আসলে বোকা, খুব সহজে প্রেমে পড়ে এবং অলিক সুন্দরকে বিশ্বাস করে বাস্তব অথচ কী নির্মম।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বয়স এখন ৫০। মাত্র কয়েক বছর আগে আমি বাস্তবিক হয়েছি। প্রেম এবং ভালো বাসা দুই বিষয়। হাতে টাকা না থাকলে ভাতের জন্য ভিক্ষা করতে হয়। আমি এখন কাজ করি, যথেষ্ট রুজি, সকল খুশি।

১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও শিখছি প্রতিনিয়ত। কিছুটা ঠেকে, বাকিটা দেখি। শিখতে শিখতে যায় বেলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.