নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

নির্বাণ

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:১৪


উচিত কথা বলতে গিয়ে
সম্পদ হয়েছে ক্রোক,
চাকরি গেছে; তাতে কী! আমি
ভয় পাওয়ার লোক?
অভুক্ত হয়ে ঘুরেছি পথে
কেউ দেয় নি খাবার,
তেষ্টায় মরলেও জোটেনি
বিন্দু জল বাঁচবার।
তবুও আমি কারও কাছে
পাততে যাই নি হাত,
উঁহ আহ্ ছটফট করে
নিদ্রাহীন কতো রাত
কেটে গেছে এমনি করেই
হা-হুতাশ করে করে,
ভেঙে পড়ি নি কোনক্রমেই;
নিজেকে রেখেছি ধরে।
সত্য পথের মানুষ কম,
একাই চলতে হয়;
সুদৃঢ় রেখে মনের বল
আনতে হয় বিজয়।
হেঁটে চলেছি দূরের পথে,
ওই দেখা যায় আলো;
হঠাৎ আলোর ঝলকানিতে
ঘুচে যাবে সব কালো।
নতুন ভুবনে সবকিছু
গড়বো নতুন করে,
যাবজ্জীবন জরাজীর্ণতা
রাখবো না আর ধরে।

৩ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।



মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২২

আসোয়াদ লোদি বলেছেন: বেশ সুন্দর ভাববোধের প্রকাশ।

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে খুব ভালো লাগলো।

৩| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজয় আসুক হঠাৎ আলোর ঝলকানীতে :)

+++

অট: শয়তান সালমানের বিজ্ঞাপনে সামুতো দেখি সালমানোফোবিয়াক্রা্ত =p~

২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক ভালোবাসা, ভৃগু দা। ভালো থাকবেন।

৪| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১২

সোনালী ডানার চিল বলেছেন:

কবিতার বক্তব্য সবসময় কবিতাকে আলাদা করে, সাধারণ থেকে-
কবিতা ভালো লেগেছে; শুভকামনা রইল-

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: "কবিতার বক্তব্য সবসময় কবিতাকে আলাদা করে, সাধারণ থেকে-" যথার্থই। শুভেচ্ছা জানবেন।

৫| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলিতে চমৎকার সৃষ্টি I

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অপূর্ব শব্দশৈলিতে চমৎকার সৃষ্টি কি না জানি না, তবে ব্যস্ততার ফাঁকে একটু আধটু লিখতে চেষ্টা করি। কতটুকু ভালো হয় জানি না। আপনার মন্তব্যটা ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.