![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
বিষমাখা শেল কেউ গেঁথে দিলো বুকে,
অসহ্য যন্ত্রণা- আমি তড়পাতে থাকি;
ধোঁয়াশা বিরাজ করে দেখি চতুর্দিকে
মরণের আর বেলা কতক্ষণ বাকি?
এভাবেই বহুকাল কাতরাবো নাকি?
জলের মীন যেমন ছটফট করে
শুকনো ডাঙায় এসে পড়ে পড়ে মরে
আমারো একই হাল, জীবনের ফাঁকি?
জীবন সমুদ্রে যারা দিলো এত ফাঁড়া,
খুব ভালো আছে তারা কারো মনে হয়?
তারাও পুড়বে জ্বলে একদা নিশ্চয়
অপরের বাড়া ভাতে ছাই দেয় যারা
তাদেরও অদৃষ্টে নিশ্চিত আছে শনি,
তারাও মরবে একদিন ধুঁকে ধুঁকে;
বিষমাখা শেল গাঁথবে তাদের বুকে
যন্ত্রণায় ফেঁপে ফুলে উঠবে ধমনী।
১৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।।
৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা। জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
২| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
নতুন নকিব বলেছেন:
দারুন লিখেছেন। একটু দেখে নিয়েন তো, দ্বিতীয় লাইনের শব্দটা 'তড়পাতে' হবে না কি?
৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি। তড়পাতে হবে। ধন্যবাদ।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: Thanks a lot. Best of luck.
৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: আপনার সাথে একদিন এক কাপ চা খেতে চাই।
৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ইদানীং একটু ব্যস্ততায় আছি। সামনের মাসের কোনো একদিন সময় বের করুন। স্থান কোনো নদীর পাড় বা রেলস্টেশন হলে ভালো হয়।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১
নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।
৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান। ভালো থাকুন।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনি মেয়ে দেখলেই উতলা হয়ে, আকর্ষিত হয়ে যান, মনে হয়।
৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: শেল কি শুধু মেয়েরাই গাঁথে?
এই লেখা লেখার ক্ষেত্রে কোন মেয়ে সংক্রান্ত ব্যাপার ছিল না। সামগ্রিক প্রতারণা উপজীব্য ছিল।
৭| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,
কবিতা ভালো হয়েছে কিন্তু এতো ফরিয়াদ নয়, এ যে অভিশাপ হয়ে গেলো!
টাইপো আছে " ধোঁআশা" শব্দটিতে।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: 'অভিশাপ' শিরোনামে আরও একটা লেখা থাকায় অন্য নাম দেওয়া। 'অভিসম্পাত' দিয়ে দিলাম। ধন্যবাদ আপনাকে। ধোঁয়াশা শব্দটা ঠিক করে নিয়েছি।
৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: আমি জানি আপনি এখন ব্যস্ত।
বইমেলা শেষ হোক। তারপর।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।
৯| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: জীবনের আরেক নাম যদি বেঁচে থাকা হয় তাহলে কেন এমন বিলাপ দাদা? কাব্যে বিষণ্ণ ভালো লাগা।
শুভকামনা জানবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বেঁচে থাকাই জীবন বটে। তবে জীবনযাত্রার মাঝেমাঝে অস্বাভাবিক ঝড়ঝাপটা চলার গতি কিছুটা কমিয়ে দিতে ওত পেতে থাকে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: সেসব সামলে এগিয়ে যাওয়া ক্ষেত্রবিশেষে দুরূহ ব্যাপার।
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকে।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৬
কালো যাদুকর বলেছেন: কেন রেগেছেন? বাড়া ভাতে ছাই দিয়ে অনেকে পার পেয়ে যায়।
ধন্যবাদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: সাময়িকভাবে পার পাওয়া যায় হয়ত। একদিন ঠিকই ভুগতে হয়।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৮
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে। শুভকামনা জানবেন।
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একবার অভিশাপ দিলে বারবার আশীর্বাদ করতে হয়।
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ক্লান্তি আমার ক্ষমা করো, প্রভু
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৭
নিভৃতা বলেছেন: অসাধারণ!