নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

কাটে যদি অন্ধকার

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮


তোমাদের শহরটা রোদে খাঁ খাঁ করে ।
পথে-ঘাটে ভিড় নেই । সকলেই ঘরে
বন্দি আছে । কারো নেই কোনো কাজ-বাজ ।
করোনার ভয়ে বিরানভূমি সমাজ ।
প্রতিদিনই আসছে মৃত্যুর খবর ।
আতঙ্কিত সকলেই কাঁপে থরথর ।
এই বুঝি দেখা দিলো মৃত্যু-যমদূত,
দরুদ-কালাম পড়ে মরতে প্রস্তুত ।
আকাশের হাতে আপাতত সমাধান?
সভ্যতা মুমূর্ষু? বিজ্ঞানের অপমান?

কী যে হবে এই ভেবে দিনগুলো কাটে,
ছিলো যতো স্বপ্ন-আশা মারা যাবে মাঠে?
পাবো না আর কি নতুন সূর্যের দেখা?
প্রকৃতির হাতে তবে মৃত্যুই কি লেখা?
নানা কথা ভেবে বুক ভারী হয়ে যায়,
প্রকৃতির কাছে আজো কতো অসহায়
মানবজাতি! ভাবলে কাঁটা দিয়ে উঠে
শরীর। ধুলোয় পড়ে যাই মাথা লুটে ।

কাটে যদি অন্ধকার কোনো একদিন,
পৃথিবী হয়তো হয়ে উঠবে রঙিন ।
পাখিরা ডাকবে কিচিরমিচির করে,
নানান রঙের ফুল ফুটবে প্রান্তরে ।
খাবার থাকবে মানুষের ঘরে ঘরে,
খোয়াব দেখবে ভালোমন্দ খেয়ে-পরে ।
ধনী-গরীবের থাকবে না ভেদাভেদ,
ধর্মীয় মৌলবাদেরও হবে উচ্ছেদ ।

১৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।



মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



অপেক্ষা করছি, হয়তোবা চেঞ্জ আসবে - হয়তোবা না

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সুদিনের অপেক্ষা।

২| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনি কি নিজের গ্রামে, নাকি অন্যত্র?

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: গ্রামে যাই নি।

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বর্তমানকে ধরে রেখে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুনে গেছেন কবিতায়। কবিরা এমনি স্বপ্নদ্রষ্টা।

তবে, আমি অধিক মুগ্ধ হয়েছি কবিতাশৈলীতে, অর্থাৎ, কবিতার নির্মাণে। যে-ছন্দে কবিতাটি লিখেছেন, এর নাম মুক্তক অক্ষরবৃত্ত।

এবার যদি বেঁচে উঠি, নতুন জন্মে আমি আর স্কুল পালাবো না
প্রতি ভোরে ফুল দেব, খামারে খামারে বুনে দেব সোনা

শুভেচ্ছা রইল।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এবার যদি বেঁচে উঠি, নতুন জন্মে আমি আর স্কুল পালাবো না
প্রতি ভোরে ফুল দেব, খামারে খামারে বুনে দেব সোনা ।
অসাধারণ।

আপনার মন্তব্যে পুলকিত হলাম।

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০

সাইন বোর্ড বলেছেন: আশাবাদী মানুষ, পৃথিবী হয়ত একদিন আবার তার আগের রূপ ফিরে পাবে ।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার।

৫| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

মিরোরডডল বলেছেন: "পাবো না আর কি নতুন সূর্যের দেখা ?"
কেনো না ? অবশ্যই আসবে ।
আমিও অপেক্ষায় আছি !

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মহা পরাক্রমশালী রাষ্ট্রগুলোও যেভাবে ধরাশায়ী হচ্ছে, স্বপ্ন দেখতেও ভয় লাগে। তবুও অপেক্ষা নতুন সূর্যের।

৬| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
ভাষা সুন্দর। প্রানবন্ত।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম।

৭| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন:
ভালো লিখেছেন দাদা।
শেষ স্তবকের প্রত্যাশা যেন বাস্তবায়িত হয়।

শুভেচ্ছা নিয়েন।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৯:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা জানবেন।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

করোনা পরবর্তী পৃথিবী হোক পরিচ্ছন্ন সুন্দর।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৯:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: করোনা পরবর্তী পৃথিবী হোক পরিচ্ছন্ন সুন্দর। এ আশাতেই বাঁধি খেলাঘর বেদনার বালুচরে।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: অন্ধকার কেটে যাবে। সেই সময় খুব দূরে নয়।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই যেন হয়।

১১| ১১ ই জুন, ২০২০ সকাল ৮:৫৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সাধু, কেমন আছেন ? আমাকে মনে আছে ?

১২| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই। আপনি কেমন?
মনে আছে বৈকি। ব্লগে আজকাল আসি না। কী মনে করে এলাম, এসে দেখি আপনার মন্তব্য। ভালো লাগলো খোঁজ নিতে এসেছেন দেখে।

১৩| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৬

খায়রুল আহসান বলেছেন: শেষের স্তবকের কল্পনাটার যেন দ্রুত বাস্তবায়ন হয়। কবিরা কল্পনা করে পথ দেখিয়ে দেন বলেই না বিজ্ঞানীরা পথ খুঁজে পান এবং সাফল্য বয়ে আনেন!
আজকের তাজা খবরঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প কভিড-১৯ দ্বারা আক্রান্ত!
কবিতায় ভাল লাগা + +।

১৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকদিন পর ঢুকলাম। কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.