নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

মায়াজাল

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৯


কর্মক্লান্তিতে যখন নুয়ে পড়ে মাথা,
ভালো লাগে না মোটেও আর হইচই;
কোলাহল ছেড়ে খুঁজেফিরি নীরবতা
কিন্তু এ শহরে নীরবতা পাব কই?
গাড়ির শব্দে দিনের আগমন হয়,
গাড়ির শব্দেই ফের রাত নেমে আসে;
গ্রামের স্নিগ্ধ প্রভাত তো সম্ভব নয়-
দম নিতে হয় তাই দূষিত বাতাসে।
এখানে নেই পাখির কিচিরমিচির,
নেই পূবাল-দখিনা নির্মল হাওয়া;
নেই তো পদ্ম পুকুর, ভোরের শিশির,
খোলা প্রকৃতিকে যায় না কাছে পাওয়া।
আছে শুধু যান্ত্রিকতা, আছে কপটতা;
আছে লোক ঠকানোর কত শত ছল,
আছে নির্মমতা, নিকৃষ্ট মানসিকতা,
বিভাজনের এমন সাগর অতল।
মানবজীবন ভীষণ রহস্যময়।
কখন কীভাবে যে কাটে দহনকাল
কে বলতে পারে আগেভাগে? কেউ নয়।
শুধু অপেক্ষায় থাকা- বাঁধা মায়াজাল।

২৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫০

ইসিয়াক বলেছেন: অবশেষে ফিরলেন!
ব্লগে সু-স্বাগতম।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগছে। দেখি নিয়মিত হওয়া যায় কি না।

২| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



ঢাকার নিজস্ব চরিত্র আছে।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আছে শুধু যান্ত্রিকতা, আছে কপটতা;
আছে লোক ঠকানোর কত শত ছল,
আছে নির্মমতা, নিকৃষ্ট মানসিকতা,
বিভাজনের এমন সাগর অতল।
এই ব্যাপারগুলো প্রবল।

৩| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৮

ইসিয়াক বলেছেন: গ্রামগুলোও এখন আর আগের মত নেই। সর্বত্র কৃত্রিমতার আবরণ।আলম সাধুর বিকট আওয়াজ আর তীব্র কালো ধোঁয়ায় নিস্তব্ধতা ভেঙে খান খান করে নিরন্তর।আরও কত শত কৃত্রিমতা ছোঁয়ায় দূষিত হচ্ছে চারপাশ,বলে শেষ করার নয়।আসলে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে সময়। সে শহর বা গ্রাম সবখানে ই।
কবিতা ভালো লাগলো প্রিয় ব্লগার।
শুভকামনা রইল।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে সময়। সে শহর বা গ্রাম সবখানেই। নির্মম বাস্তবতা।

৪| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

ঢাকার মায়াতেও কি ভেজাল আছে?

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: হয়ত আছে, হয়ত নেই।

৫| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৫

শায়মা বলেছেন: মায়াজাল কাটানো যায় না ভাইয়ু!!!!!

তবে হাইড্রলিক হর্ন দেওয়া ড্রাইভারদেরকে ঢিল মারা দরকার সবাই মিলে।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: সয়ে যেতে হবে সবই।

৬| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩১

উদারত১২৪ বলেছেন: ভালো লাগছে খুব

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম। শুভেচ্ছা জানবেন।

৭| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও।

৮| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:



ঢাকা ক্রমেই করাচীর মতো হয়ে যাচ্ছে।

১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি।

৯| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:২৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর মায়াজাল

১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

১০| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পরে দেখলাম এখানে আপনাকে রূপকদা । কবিতায় ++++++

১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন।

১১| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১১

রানার ব্লগ বলেছেন: সুস্বাগতম !!!

১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ

১২| ১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেই যে জড়িয়েছি মায়াজালে
উন্নয়নের নামে!
আধুনিকতার নামে!
সূখের নামে!

অবশেষে উনর্ণাভ জালের ফাসে হাসফাস প্রাণ
প্রকৃতিকে ছেড়েেআসার প্রাকৃতিক প্রতিশোধেই কাতর

অস্ফুটে চিৎকার করে মন বারবার
ফিরিয়ে দাও অরণ্য- লহ এ নগর!

১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অস্ফুটে চিৎকার করে মন বারবার
ফিরিয়ে দাও অরণ্য- লহ এ নগর!
অরণ্যে ফিরে যেতে পারলেই হয়ত শান্তি পাওয়া যেত।

১৩| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: শঠতা কপটতা দূর হোক।
মানুষ ফিরে পাক তার মানবিকতা।
কবিতা ভালো লেগেছে+

শুভেচ্ছা প্রিয় কবিবরকে।

২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা জানবেন।

১৪| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: ফেবুতে আপনাকে পাই না। আমাকে ব্লগ করেছেন নাকি?

২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আগের আইডি নষ্ট। নতুন আইডি। রূপক বিধৌত সাধু লিখে সার্চ দিন।

২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: এটাই আপনার আইডি তো? রিকোয়েস্ট দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.