নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

অভিসার (ছবি)

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৩


"তুমি কি ও হেনরির 'দ্যা গিফট অব ম্যাজাই' পড়েছ?" তূর্য জিগ্যেস করল মধুকে।
"ওই জিম আর ডেলার গল্প টা তো?" মধু বলল।
"হ্যাঁ।"
"মন খারাপ করে দিয়েছিল গল্প টা। জিম ডেলার জন্য পছন্দের ঘড়ি বিক্রি করে চিরুনি আনল অথচ সেটা কাজেই লাগল না।"
"ডেলা জিমের জন্য নিজের দীঘল চুল বিক্রি করে ঘড়ির বেল্ট কিনল এবং সেটাও কাজে লাগল না। কী ট্রাজেডি!"
"তোমার কি মনে হয় না আমাদের সম্পর্ক ওদের মতোই।"
"মনে হয়।"
"আমাদেরও অর্থসম্পদ তেমন নেই। অথচ ভালোবাসা আছে।"

তূর্য ফেসবুকে মধু'র নিক নেম ডেলা লিখল। তৎক্ষনাৎ মধুও তার নিক নেম জিম করে ফেলল।

তাদের পরিচয় হয়েছিল ফেসবুকে। তূর্য তখন তার গ্রামের বাড়িতে। চাকরি ছেড়ে এলাকায় কিছু করতে চাচ্ছিল। কিন্তু কিছু করতে পারছিল না। হঠাৎ এক বন্ধু ব্যবসার প্রস্তাব দেয়। তখন সে রাজি হয়ে যায়।
এক বিকেলে এক মেয়ের আইডি চোখে পড়ল তূর্য'র। নামঃ হিমাদ্রি হিম। প্রোফাইল টায় কেমন অসহায় এক মেয়ের ছবি। পোস্টগুলোও বেদনাদায়ক। তাকে নক দিল তূর্য। সেখান থেকেই কথাবার্তা শুরু।
এক পর্যায়ে জানা গেল উম্মে হানি মেয়েটার আসল নাম। তূর্যকে তার আসল আইডি দিল।

মেয়ে টা ব্রোকেন ফ্যামিলিতে বড়ো হয়েছে। বাপ, এবং দু ভাই আছে সংসারে। মা অন্যত্র বিয়ে করেছেন।

অল্প বয়স থেকেই সংসারের কাজ করা শুরু করতে হলো। অষ্টম শ্রেণিতে থাকাবস্থায় মা চলে গিয়েছিলেন। বাপ দোকানদারি করেন। ছোটোভাই তার সাথে থাকে। বড়োভাই শুয়ে-বসে দিন কাটায়। মাঝেমধ্যে বিকেলে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডাবাজি করে আসে।

"অনেকদিন হয়ে গেছে। আমাদের দেখা হওয়া দরকার না?" তূর্য বলল।
"১৯ এ মার্চ বিসিএস পরীক্ষা। ওদিন আসতে পারবে ঢাকায়?"
"আচ্ছা। কলেজ টা খোলা হলে সুবিধা হতো।"

মধু বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ে। করোনার কারণে এক বছর ধরে বাড়িতে। তূর্য'র সাথে ঘনিষ্ঠতা হওয়ার পর ওর ইচ্ছে করে ঢাকায় আসতে। কিন্তু সে সুযোগ কোথায়?

তূর্য মধু'র জন্য কিছু উপহার কিনল। মধুও কিনল। মধু'র ইচ্ছে তূর্য'র সাথে দেখা হওয়ার পর ওকে পরীক্ষা হলে ঢুকিয়ে বাইরে অপেক্ষা করবে। তারপর পরীক্ষা শেষ হলে দুজন ঘোরাঘুরি করবে। বিকেলে যে যার মতো বাড়ি চলে যাবে।

১৯ মার্চ সকাল ৯ টা। তূর্য ঢাকায়। ওর সিট পড়েছে সদরঘাট এলাকায় "কবি নজরুল কলেজ" এ। উশখুশ করছে তূর্য। মধু'র তো এতক্ষণে চলে আসার কথা। আসছে না কেন? ওর কি কোনো সমস্যা হলো?

কিছুক্ষণ পর মেসেজ এলো। "স্যরি। আসতে পারলাম না।"

চলবে...

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৮

ইসিয়াক বলেছেন: তাড়াতাড়ি দেখা হোক তূর্যর সাথে মধুর সেটাই কামনা করি।

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

২| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১১

ইসিয়াক বলেছেন: মন খারাপ?

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কেন এমন মনে হলো?

৩| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবির নীচে ছবি লেখা সেটা নেট থেকে নিয়েছেন উল্লেখ করুন ও গল্পের শুরুর লাইন থেকে একটু স্পেস দিয়ে দেন। তা না হলে ছবি শব্দটাও গল্পের অংশ মনে হচ্ছে। গল্পটা হুট করে শেষ হয়ে গেল, দেখা হওয়ার পর কি হয় সেটা কিন্তু পাঠক আশা করছে।

সুন্দর গল্প।

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অভিসারের এই অংশটার নাম আসলে ছবি। পরবর্তীতে আরও অংশ আছে।

৪| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩০

নান্দনিক নন্দিনী বলেছেন: অনু গল্পটা মন খারাপ করা ...

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: একজনের জন্য অপেক্ষা করলেন অথচ সে এলো না। ভাবতে গেলেই কেমন লাগে!

৫| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

৬| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২০

ফুয়াদের বাপ বলেছেন: অপেক্ষা বরই কঠিন কাজ। আর তা যদি হয় অদেখা প্রিয়সীকে দেখার অপেক্ষা! অত:পর স্বপ্নভঙ্গ। মন খারাপের অনুগল্প বেশ ভালো হয়েছে। কিবোর্ডে ঝড় উঠুক এমন সুন্দর লিখনীতে।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অপেক্ষা বড়ই কঠিন কাজ। আর তা যদি হয় অদেখা প্রিয়সীকে দেখার অপেক্ষা! নির্মম সত্য।

৭| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম ডেটিং মিস হওয়া যাতনাময়। আগামীতে ভালো কিছুর অপেক্ষায় রইলাম..

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: আগামীতে ভালো কিছুর অপেক্ষায় রইলাম.. আচ্ছা।

৮| ২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:


একটু ডিজিটাল ডিজিটাল

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভার্চুয়াল জগতের গল্প।

৯| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কফি বানাতে জানেন? ভালো কফি?

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজীব নূরের পোস্ট এ করা মন্তব্য টা আপনার চোখে পড়ে গেছে?

১০| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৯

প্রত্যাবর্তন@ বলেছেন: সামনে নিশ্চয়ই সাস্পেন্স আছে।

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: অবশ্যই।

১১| ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:০৬

নেওয়াজ আলি বলেছেন: তাৎপর্যময় ও অর্ধবোধক লেখা । বেশ সাবলীল লিখনী, অনুপম l

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: Thanks a lot.

১২| ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৯

সোহানী বলেছেন: ঠিক আছে চলুক.........

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: Okay.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.