নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ব্যবহারে বংশের পরিচয় আর মন্তব্যে ব্লগারের

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৬

'১৩ সালে সামহোয়্যার ইন ব্লগের সাথে পরিচয়। তখন অবশ্য সক্রিয় ছিলাম না। '১৫ সাল থেকে '১৬ পর্যন্ত সক্রিয় ছিলাম। এরপর থেকে নিষ্ক্রিয় হয়ে গেলাম। গত বছর একেবারেই নিষ্ক্রিয়।

তো এই সময়ে মোটামুটি অনেক ব্লগারের পোস্ট বা মন্তব্য আমাকে মুগ্ধ করেছে। নিজেকে সংশোধন করতে সাহায্য করেছে। আমার কাছে মনে হয়েছে এদের দ্বারা আরও অনেকেই উপকৃত হয়েছে।

ব্লগের শুরুতে অনেক বড়ো মাপের লোকজন ছিলেন৷ তাদের লেখা পড়েছি। কিন্তু এখানে এমন ১০ জনের নামোল্লেখ করব, যাদের সাথে সরাসরি ব্লগিং করেছি।

আহমেদ জী এস: এই ভদ্রলোকের মন্তব্য পড়লে মাঝেমধ্যে মনে হয় পোস্টের চেয়ে ওনার মন্তব্য বেশি গুরুত্বপূর্ণ। পোস্টে লেখক যা বলতে চেয়েছেন, সেটা তো বটেই; যা বলতে চান নি, তাও উঠে আসে। তাছাড়া মাঝেমধ্যে বিদগ্ধ মতামত দেন, যা পোস্টদাতাকে সমৃদ্ধ করে।

চাঁদগাজী: ওনার মন্তব্য চাঁছাছোলা। হার্ট দুর্বল লোকজন ওনার মন্তব্য পড়ে মূর্ছা যেতে পারে। মাঝেমধ্যে শ্লেষাত্মক মন্তব্য করেন। তবে ব্যক্তিগতভাবে মনে করি এসব মন্তব্য দরকার আছে।

কাওসার চৌধুরী: এই ভদ্রলোকের সাথে বইমেলায় দেখা হয়েছে। এত মার্জিত এবং প্রগতিশীল চিন্তাধারার, প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যাই। ওনার পোস্টগুলো তথ্যমূলক। আর মন্তব্যগুলোও সমৃদ্ধশালী।

ড. এম. এ আলী
: ওনার মন্তব্য পড়ে অবাক হই। এত বড়ো বড়ো মন্তব্য, অনেকসময় পোস্টের চেয়েও বড়ো হয়ে যায়। মন্তব্যগুলো অবশ্যই তাৎপর্যপূর্ণ।

আখেনাটন: খুব প্রগতিশীল এবং আধুনিক চিন্তাধারার মনে হয় ওনাকে। পোস্টগুলোতে চোখ বোলালেই বোঝা যায়। মন্তব্য পড়েও বোঝা যায়।

খায়রুল আহসান
: ভদ্রলোকের পোস্ট পড়ি। মন্তব্য পড়ি। নিজের পোস্টের রিপ্লাই খুব যত্নসহকারে দেন। অন্যদের পোস্টে যখন মন্তব্য করেন, অনেক বুঝেশুনে চমৎকার মন্তব্য করেন।

নতুন: এই ভদ্রলোককে ভালো লাগে ওনার ধর্মীয় এবং রাজনৈতিক পোস্টের মন্তব্যের মাধ্যমে। ওনি হয়ত নিজেও জানেন না ওনি কী পরিমাণ ভালো তর্ক বিতর্ক করতে পারেন। এবং আমার বিচারে প্রতিবারই বিজয়ী হন।

শরিফ তমাল : ওনি '১৬ সালে সর্বশেষ ব্লগে ছিলেন। কবিতা লিখতেন। রাজনৈতিক পোস্টও করতেন। ব্যতিক্রম একজন। কিছুটা পাগলাটে অবশ্য। তার খোলাখুলি মন্তব্য মুগ্ধ করার মতো।

বিদ্রোহী ভৃগু: ওনি ধর্মীয় ব্যাপারে দারুণ জ্ঞান রাখেন। ধর্মপরায়ণ অথচ প্রগতিশীল লোক বলতে যা বোঝায়, ওনি তাই। ওনার মন্তব্যও সুচারু। কবিতা এবং ধর্মীয় পোস্টে ওনার মন্তব্য অবশ্যই আলাদা তাৎপর্য বহন করে।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই: ব্লগের বয়োজ্যেষ্ঠদের একজন। একটিভ কমই থাকেন। ওনার মন্তব্যও কম। তবে যা করেন, সেগুলোর ওজন আছে। ওনার মন্তব্য পড়লেও চিন্তা-ভাবনা শাণিত হতে বাধ্য।

মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩২

বিটপি বলেছেন: মরুভূমির জলদস্যুঃ অলরাউন্ডার ব্লগার বলতে যা বুঝায়, উনি তাই। ফুল, পাখি, গাছপালা, মহাভারত, ভ্রমণ বৃত্তান্ত - কিছুই বাদ যায়না তার ব্লগ থেকে। সহজ এবং প্রাঞ্জল ভাষায় এমনভাবে ব্যখ্যা করেন, মুগ্ধ হতে হয় ওনার লেখনিতে। তিনি নিঃসন্দেহে সামু ব্লগের একটা বড় সম্পদ

নান্দনিক নন্দিনীঃ ব্লগের ভাষায় তিনি বুঝিয়ে দেন যে, তিনি সদা হাস্যময়ী লাস্যময়ী বিনয়ী এবং রসিক। দৈনন্দিন ছোটখাট ঘটনাকে তিনি এমন সহজ ভাষায় প্রকাশ করেন - এটা বিস্ময়কর। কিন্তু তিনি নিয়মিত নন।

শাহ আজিজঃ সমসাময়িক ঘটনাকে চলতি ভাষায় প্রকাশে তার জুড়ি নেই। তিনি সম্ভবত একটু আড্ডাবাজ লোক - ব্লগেও তার প্রকাশ দেখা যায়।

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট টা মূলত সবচেয়ে ভালো মন্তব্যকারীদের নিয়ে।

২| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,




ঠিকই বলেছেন - পোস্টে আর মন্তব্যেই ব্লগারের পরিচয় !

আমিও সে কথাই বলি, পোস্ট যে বিষয়েই হোক তা হতে হবে অশালীন শব্দ ও বাক্য চয়ন ছাড়া। মন্তব্য হতে হবে পোস্টের বিষয় ভিত্তিক এবং পরিশীলিত। আসলে যিনি নিজের সৃজনশীলতার শোভনীয়তা, অশোভনীয়তা বুঝতে আপারগ; নিজের পূর্ণতাকেও বুঝতে অক্ষম তার সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ব্লগে প্রবেশাধিকার থাকা উচিৎ নয়। কেবলমাত্র পরিশীলিত, মার্জিত ব্লগারেরাই নতুন ব্লগারদের অনুকরনীয় হয়ে উঠতে পারেন বলে বিশ্বাস করি।

লেখাতে আমার নামটি তুলে এনেছেন দেখে কৃতজ্ঞ। সেখানে যা বলেছেন, আপ্রান চেষ্টা করি তাতে স্থির থাকতে। বাকীটুকু সহ- ব্লগারদের প্রেরণা।

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: নতুন লিখিয়েদের জন্য আপনার মন্তব্য নিঃসন্দেহে উপকারী। অন্যরাও শিখতে পারে।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ঠিক

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৮

জগতারন বলেছেন:
আমার নাম নেই যে ?
আমি একজন পাঠক তবে নিয়মিত না।

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভুল হয়ে গেছে। প্রগতিশীলধারার লেখক/মন্তব্যকারীদের আপনি অবশ্যই একজন।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দু'একজন বাদে সবার ব্যাপারে একমত। এখানে আরেকটা নাম থাকবে: মাঈনউদ্দিন মইনুল। ব্লগীয় মিথস্ক্রিয়া শেখার জন্য আহমেদ জী এস ভাই, এম আলী ভাই, খায়রুল আহসান ভাই আর মইনুল ভাই; উনাদেরকে আমার আদর্শ মনে হয়। প্রত্যেক ব্লগার এর উচিত উনাদের মন্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে পড়া।

ধন্যবাদ আপনাকে পোস্টের জন্য। ভালো থাকুন সবসময়।

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ওনি খুব একটা সক্রিয় না মনে হয়। ওনার মন্তব্য সম্পর্কে তেমন ধারণা নেই।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্য থেকেই একজন ব্লগার সম্পর্কে ভাল ধারণা পাওয়া যায়।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: নিঃসন্দেহে।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

সাসুম বলেছেন: আহমেদ জি এস ভাইএর মন্তব্য পড়ি। বেশ সাবলীল ও জ্ঞানী বক্তব্য থাকে।

সুন্দর পোস্টের জন্য সাধুবাদ


বিঃদ্রঃ এর রিভার্স পোস্ট দিয়েন একটা। কাদের কাদের মন্তব্য খুবই বাজে সেটা নিয়ে।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বাজে মন্তব্যকারীদের নিয়েও পোস্ট দেওয়ার ইচ্ছে ছিল। সেটা বোধহয় সমীচীন হবে না।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮

খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে যাদের মন্তব্য পড়ে আপনি মুগ্ধ হয়েছেন, এমন ১০ জনের নামের সাথে নিজের নামটি দেখতে পেয়ে আমিও মুগ্ধ ও চমৎকৃত হ'লাম। এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

আমিও "সাম্প্রতিক মন্তব্য" কলামে যখন আমার পছন্দের কয়েকজনের নাম দেখতে পাই, তখন অবশ্যই আমি তাদের মন্তব্যে চলে যাই।

@বোকা মানুষ বলতে চায়,
ব্লগে মন্তব্যের ব্যাপারে যে চারজন ব্লগারকে আপনার কাছে "আদর্শ" মনে হয়, সেখানে আমার নামটি উল্লেখিত হয়েছে দেখে প্রীত হ'লাম। আপনাকে অশেষ ধন্যবাদ।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি। জীবন সম্পর্কে অভিজ্ঞতাও অনেক। আপনার মন্তব্য নিঃসন্দেহে ব্লগবাসীকে সমৃদ্ধ করে।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩১

জটিল ভাই বলেছেন:
এর বাহিরেও অনেক অনুসরণীয় মন্তব্যকারী রয়েছেন.........

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: হ্যাঁ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৫

মোগল সম্রাট বলেছেন: এতো বড় প্লাটফর্মে মাত্র দশ জনের নাম দিয়া পোষ্ট করছেন ভাইজান। বিষয়ডা কিমুন জানি এক চউখ ওয়ালা মাতবরের মতো লাগতাসে। সামুতে যখন দ্যাশো ব্লগাররা পোষ্টাইতে পারতেন না তহন ভিপিএন দিয়া বহুত কষ্ট করে ৭/৮ জন নিয়মিত ব্লগার দেহা যাইতো তাগো চিনেন?
জানতে মুঞ্চায়!!!!!!

শুভকামনা নিরন্তর

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগের শুরুতে অনেক বড়ো মাপের লোকজন ছিলেন৷ তাদের লেখা পড়েছি। কিন্তু এখানে এমন কয়েকজনের নামোল্লেখ করব, যাদের সাথে সরাসরি ব্লগিং করেছি। এই অংশটুকু পড়েন নি, জাহাপনা?

১১| ১৮ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১

কুশন বলেছেন:


কোন ব্লগার'এর লেখার পুরো বিষয়টা ভুলের উপর হলেও, আহমেদ জি'এস, খায়রুল আহসান, বিদ্রোহী ভৃগু ও ড: এম এ আলী সাহেব তা নিয়ে আলাপ করেন না; এগুলো ভাঁজ দেয়া ব্লগিং, ব্লগিং'এ অপ্রয়োজনীয় সুন্দর মন্তব্য আসলে ভালো কিছু নয়।

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: পুরোপুরি একমত হতে পারলাম না।

১২| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩০

কাওসার চৌধুরী বলেছেন:




ফেইসবুক এবং ব্লগের মধ্যে মূল ব্যবধানটা হচ্ছে মন্তব্যে। ব্লগে যারা পাঠক, যারা লিখেন এবং যারা লেখাটি পড়ে নিজের ভাবনা আর পোস্টের সারমর্মকে উপলক্ষ করে খুব বুদ্ধিবৃত্তিক উপায়ে নিজের মতামত জানান। এতে লেখক যেমন উপকৃত হন, পাঠক ও উপকৃত হন। বিশেষ করে যারা লেখালেখি করেন, বই বের করছেন কিংবা বাজারে তাদের বইয়ের পাঠক আছে তারা সবচেয়ে বেশি উপকৃত হন। একজন লেখকের জন্য লেখার ইতিবাচক/নেতিবাচক সমালোচনা হচ্ছে তার লেখনীকে আরো সমৃদ্ধ করার একটা বড় উপাদান। যারা গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারেন না তাদের লেখনী সমৃদ্ধ ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কমে যায়।

সামহোয়্যারইন ব্লগে আপনিসহ অনেক গুণী ব্লগারের সান্নিধ্য পেয়েছি। উনাদের গঠনমূলক মন্তব্য লেখালেখিকে এগিয়ে নিতে খুব বেশি অনুপ্রেরণা যুগিয়েছে। আপনার পোস্টে উল্লেখিত গুণী ব্লগারদের প্রতি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ব্লগিংকে এগিয়ে নিতে উনাদের গঠনমূলক মন্তব্য আমাকে সাহস যুগিয়েছে। পাশাপাশি, আরো অনেক গুণী ব্লগার আছেন (সবার নাম নেওয়া কঠিন) উনাদের প্রতিও কৃতজ্ঞতা।

আমাকেভালো থাকুন। হ্যাপি ব্লগিং।

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: একজন লেখকের জন্য লেখার ইতিবাচক/নেতিবাচক সমালোচনা হচ্ছে তার লেখনীকে আরো সমৃদ্ধ করার একটা বড় উপাদান। যারা গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারেন না তাদের লেখনী সমৃদ্ধ ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কমে যায়। নিসন্দেহে। যারা সত্যিকার অর্থেই সত্যান্বেষী এবং জ্ঞানী তারা অবশ্যই সমালোচনা সহ্য করার মানসিকতা রাখেন।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৬

ডঃ এম এ আলী বলেছেন:




ব্লগের মন্তব্য নিয়ে ভাল একটি আলোচনার প্রয়াস দেখে ভাল লাগল । প্রঙ্গগক্রমে বেশ কয়েকজন
ব্লগারের নাম উঠে এসেছে তবে এর পরেও আরো অসংখ গুনী ব্লগার রয়েছেন এ ব্লগে
যাদের পোষ্ট ও মন্তব্যগুলি ব্লগের জন্য একটি অমুল্য সম্পদ হিসাবে রয়ে যাবে । ব্লগে
সমসাময়িক ও পিছনের দিকে ফিরে গেলে অসংখ মন্তব্য ও প্রতি মন্তব্য দেখা যায়, যা দেখে
বিস্ময়াবিভুত ও বিমুগ্ধ না হয়ে পারা যায়না । মন্তব্যের পরিধি লম্বা হবে বিবেচনায় সেকলের
গুনগাথা এখানে লেখা হতে বিরত থাকলাম । তবে প্রবিন ও নবীন সকল গুণী ব্লগারদের প্রতি রইল
বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ।

প্রসঙ্গক্রমে বলা যায় যে আমরা সকলেই জানি ব্লগে যখন একটি লেখা প্রকাশ হয় তখন
দেশ বিদেশের পাঠকগণ গুগলের মাধ্যমে সে লেখাটির সাথে অন্যরা কি মন্তব্য করলেন
তাও পড়েন এবং বুঝতে চান লেখাটি এবং মন্তব্যগুলো কেমন উন্নত ও যৌক্তিক হয়েছে।
যদি উপযুক্ত মন্তব্য থাকে, তাহলে লেখাটির পাঠক প্রিয়তা যেমন হয়, তেমনি যিনি
মন্তব্য করেছেন তাঁকেও মূল্যায়ন করা হয়।

লেখাটি নিয়ে আলোচনা, সমালোচনার সময় লেখাটির ক্রিটিক্স, ক্রিটিক্সের মন্তব্যগুলিও
যদি উচ্চমানের হয় তখন পাঠক নিজে উদ্যোগি হয়ে মন্তব্যদাতার লেখা পড়তে যান,
কারণ তখন উনারা বুঝে যান যে পাঠক যেমন আলোচক, তেমনি একজন লেখকও,
এভাবেই উভয়েরই পাঠক প্রিয়তা বৃদ্ধি পায়।

ফিরতি মন্তব্যের বিষয়টিউ গুরুত্বপুর্ণ ,একজন মন্তব্য করে গেলেন এরপর পোষ্ট লেখককে
ফিরতি রিপ্লাই বা জবাব দেয়া একটি নৈতিক দায়িত্ব হয়ে পড়ে। অনেক জায়গায় দেখা যায়
মুল পোষ্ট দাতা আর ফিরে এলেন না তাঁর সাম্প্রতিক পুর্বতন পোষ্টে ( অবশ্য ব্যস্ততার কারণে
অনেক পোষ্ট দাতা অনেক বিলম্বে হলেও মন্তব্যের জবাব দিতে ফিরে আসেন তবে এমনো দেখা
যায় যে তিনি তাঁর পোষ্টে থাকা পাঠকের মন্তব্যের জবাব না দিয়ে নীজের আরো এক বা একাধিক
পোষ্ট দিয়ে সেগুলিতে থাকা পাঠক মন্তব্যের জবাব দিয়ে যাচ্ছেন দেদারছে ) । পাঠক মন্তব্যের
জবাব দেওয়ার এধরনের কালচার বেশ পিড়াদায়ক হয়ে ধরা দেয় সেই মন্তব্যদানকারীর কাছে ,
কারণ অনেক সময় মন্তব্য দানকারী সেই পোষ্টে গিয়ে তার মন্তব্যের কোন জবাব দেখতে না পেয়ে
হতাস হয়ে ফিরে আসেন ) । এটা ভাবতে হবে যে যতবার যেখানেই পোষ্ট দাতা মন্তব্য পাবেন
ততবার তাঁর উচিত মন্তব্যের ও ফিরতি মন্তব্যের জবাব দেওয়া, এতে পাঠক বুঝতে পারেন
পোষ্ট দাতাও একজন প্রতিভাবান মন্তব্যকারী, এতে করে পাঠক ও লেখক পরস্পরের মধ্যে
শ্রদ্ধাবোধ বাড়ে , একজন আরেরকজনকে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করেন, এতে উভয়েরই
পাঠক প্রিয়তা বাড়ে।

একজন লেখক মেধা শ্রম ব্যয় করে কষ্ট করে একটি লেখা লিখেন। সেখানে আলোচনা সমালোচনা
তাঁর প্রাপ্য। পুরো লেখা পড়ে গঠনমূলক মন্তব্য করলে তা পাঠক এবং লেখক উভয়ের জন্যই শিক্ষণীয়
এবং সহব্লগারদের প্রতি সহানুভূতি প্রকাশ করে। নিজেদের একে অপরকে বুঝতেও সুবিধা হয়।

শুভেচ্ছা রইল

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাটি নিয়ে আলোচনা, সমালোচনার সময় লেখাটির ক্রিটিক্স, ক্রিটিক্সের মন্তব্যগুলিও
যদি উচ্চমানের হয় তখন পাঠক নিজে উদ্যোগি হয়ে মন্তব্যদাতার লেখা পড়তে যান,
কারণ তখন উনারা বুঝে যান যে পাঠক যেমন আলোচক, তেমনি একজন লেখকও,
এভাবেই উভয়েরই পাঠক প্রিয়তা বৃদ্ধি পায়।
সহমত। তবে একটা ব্যাপার দুঃখজনক যে, অনেকে সমালোচনা সহ্য করতে পারেন না। নিজের ভুলকেই জাস্টিফাই করতে থাকেন, যা তাদের নিজেদের জন্যই ক্ষতিকর।

প্রতি মন্তব্যের ব্যাপারেও যথাযথ বলেছেন। সময়ের অভাবে হোক আর অনিচ্ছায় হোক, অনেকেই প্রতি উত্তর করতে গড়িমসি করেন। যা একদম অনুচিত।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:১৭

নেওয়াজ আলি বলেছেন: আপনার সাথে একমত। নামগুলি একদম যথাযথ

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩৬

গরল বলেছেন: চমৎকার পর্যবেক্ষন, আপনার পর্যবেক্ষনের সাথে আমিও একমত।

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৩

রানার ব্লগ বলেছেন: পর্যবেক্ষন ভালো কিন্তু বাকি যারা আছে তাদের তাহলে কোন ক্যটাগরিতে ফেলবেন

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাবছি ২য় অংশ দেওয়া যায় কি না।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০০

নতুন বলেছেন: নতুন: এই ভদ্রলোককে ভালো লাগে ওনার ধর্মীয় এবং রাজনৈতিক পোস্টের মন্তব্যের মাধ্যমে। ওনি হয়ত নিজেও জানেন না ওনি কী পরিমাণ ভালো তর্ক বিতর্ক করতে পারেন। এবং আমার বিচারে প্রতিবারই বিজয়ী হন।

B-)) এতো প্রশংসা ব্লগে এই পযন্ত আর কেউ করছে বইলা মনে পড়তেছে না।

নাকি রিভার্স খেললেন? :#)

যাই হউক...আপনার ব্লগ পড়ে মুগাম্ব খুশ হুয়া :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট লেখার সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি। যা সত্যি মনে হয় তাই লিখি। আপনি হয়ত জানেন না প্রথম যখন ব্লগে আসি তখন যে কয়েকজন ব্লগারের যুক্তিতর্ক দেখে ব্লগ ভালো লেগেছিল, আপনি তাদের অন্যতম। ধর্মীয় পোস্টে আপনার উপস্থিতি বরাবরই আমাকে চমৎকৃত করে। উদাসী স্বপ্ন, নতুন, কলাবাগান ১ এগুলো আমার কাছে প্রগতিশীলতার জায়গায় অনুসরণীয় নাম।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: পোস্ট লেখার সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি। যা সত্যি মনে হয় তাই লিখি।

এই বোধটাই আসল। সত্য খুজে সেটা গ্রহন করা, নিরপেক্ষ থাকা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যের জগতে আপনি অনন্য অসাধারণ। কিন্তু আমরা পাশাপাশি পোস্টও চাই। পোস্ট এত কম কেন আপনার?

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৬

নতুন বলেছেন: ঘুম থেকে উঠি ৭টায়<<< ৭.৩০ এর মাঝে রেডি হয়ে ডানা কে স্কুলে দিয়ে কামলায় আশি.... রাতে ৭টার দিকে বাসায় ফিরে যাই।

মাঝে মাঝে অফিসের কামলার ফাকে কমেন্ট করি। পোস্ট লেখা যায় না B-)) :P

হাত্তা ভ্রমনের ৩টা পোস্টই অফিসে কাজের ফাকেই লিখা ।

( অফিসে নিজের কাজের জন্য moderatly use করার অনুমুতি আছে) ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যস্ততা আমাদের দেয় না অবসর।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
যারা বলে এই মুহুর্তে ফেয়ার নির্বাচন দিলে ৩০০ আসনের মধ্যে ৩০০ টাতেই নিশ্চিত হারবে এবং সব আসনে বাকশালীরা জামানত হারাবে। - কিছু সামু ব্লগারদের দৃষ্টিতে তারা নিরোপেক্ষ।
গুটিকয় ব্লগার যারা এর একলাইন বিরোধীতা করবে সে হবে হাসিনার দালাল। ভারতের ভাদা।


প্রতি বছর শত শত গুম হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা নেই, কিছু বললেই গুম।
এই প্রতিষ্ঠিত শত্যটির একলাইন বিরোধীতা করলেই আমি হব বাংলাদেশ নাজি পার্টির গোয়েবলস।

অতচ হাসিনা বিরোধী মানবধিকার সংস্থাগুলোর বার্ষিক পরিসংখানগুলো দেখুন দেখুন
২০২০ এ ফরহাদমাজার সহ ৭ জন গুম হয় (এর ৫ জন ফিরে আসে বা পুলিশ খুজে বের করে = ২ জন নিখোজ)
২০২১ এ তোহা সহ ৬ জন গুম হয় (এর ৫ জন ফিরে আসে বা পুলিশ খুজে বের করে = মাত্র ১ জন নিখোজ)

সুত্র ভয়েস অফ আমেরিকা view this link
বাংলা ট্রিবিউন - view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.