![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন (rupakbsadhu@gmail.com)
ছবি: ইন্টারনেট
তোমাদের শহরে প্রেমে পড়া বারণ,
ভীষণরকম বারণ। চুমু খাওয়া
তো পাপ। যদি জিগ্যেস করি, কী কারণ?
এখানে কেন এই বৈরী আবহাওয়া?
হাতও ধরা যায় না? একসাথে হাঁটা,
অপলক চেয়ে থাকাটাও বুঝি পাপ?
পথের ধারে কেন বিছিয়ে রাখো কাঁটা?
একটু করবে সভ্যতার পরিমাপ?
সদুত্তর কই? উচ্ছন্নে যায় সমাজ?
মহাপ্রলয় ঘটছে কি তৎক্ষনাৎ?
থেমে যায় বলো জাগতিক যত কাজ?
গভীর শোকে ধরিত্রী করে আর্তনাদ?
অথচ ভণ্ডরা চলছে বুক ফুলিয়ে,
দুর্নীতিবাজরা করছে পুকুর চুরি;
মাথাব্যথা দেখি না ধর্ষকদের নিয়ে-
অন্যের পেটে নিত্য মারছে যারা ছুরি
তাদের নিয়েও নেই কোনো আহামরি
ভাবনা, ভীষণ আজব তোমাদের মন,
পরনে কাপড় নেই অথচ পাগড়ি
মাথায় জোরে বয়ান ছাড়ো সারাক্ষণ।
২১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে ভালো লাগল। অনেক অনেক শুভেচ্ছা।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ একটা কবিতা লিখেছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিটা ইউনিক।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
ইসিয়াক বলেছেন: সত্য বচন।চারদিকের ভন্ডামী দেখলে দম বন্ধ আসে।
চমৎকার কবিতা।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক বলেছেন। আসল কাজের খবর নেই আর ভণ্ডরা মাতামাতি করে সাধারণ বিষয় নিয়ে।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। আপনার কবিতাগুলো বরাবরই ভালো।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। অনেকদিন পর আপনার উপস্থিতিও ভালো লাগল।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২২
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের ছেলেমেয়েদের জন্মই হয়েছে ভালোবাসার হৃদয় নিয়ে; আপাতত, অন্য কিছুতে মন দিচ্ছে না। ভয়ালেন্টাইন'স-ডে আসছে, পকেটের খবর কি?
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের ছেলেমেয়েদের জন্মই হয়েছে ভালোবাসার হৃদয় নিয়ে; আপাতত, অন্য কিছুতে মন দিচ্ছে না। ভয়ালেন্টাইন'স-ডে আসছে, পকেটের খবর কি? তা যা বলেছেন। তবে মন অন্য কিছুতেও দেওয়া হয়। ভালোবাসাতেও দিতে হয়। মনের ক্ষুধাও তো ক্ষুধা।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর হয়েছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অবিরাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা পছন্দ হইছে।