নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

কারও ওপর রাগ হলে

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০২


কারও ওপর রাগ হলে
কী করতে পারি?
রাগে গজগজ করি আর
শূন্যে ঘুসি মারি।
তারপর চুপচাপ বসে
কান্নাকাটি করি,
নিজেই নিজেকে অভিশাপ
দিতে দিতে মরি।
এ ছাড়া আমার কোনোকিছু
করবার নেই,
দুনিয়ায় ব্রাত্য হয়ে গেছি-
বেঁচে আছে এই
ঢের। আর কী চাইতে পারি?
যদিও কখনো
কখনো ভাবতে থাকি এর
শেষ আছে কোনো?
যে যার মতো মাড়িয়ে গেছে
হাঁটবার পথ,
কাউকে কিছু বলি নি আমি-
করি নি দ্বিমত।
এ সুযোগে সকলেই করে
গেছে অবহেলা,
অবশ্য দীনহীনের প্রতি
মায়া কোন বেলা
কে করেছে দায়েপড়ে আর?
সে তো বাসি ফুল,
মালাগাঁথার অনুপযুক্ত -
তার জন্ম ভুল।
মাঝেমধ্যে স্মৃতির দুয়ার
খুলে বসি আর
পুরনো দিনের কথা ভেবে
মন হয় ভার।
কখনোই ছিল না আমার
প্রাচুর্যের দিন,
জন্মাবধি মিটিয়ে চলছি
আজন্মের ঋণ।

৬ বৈশাখ ১৪২৯
ছবি: ইন্টারনেট

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: রাগ হলে আমি করি জানেন?
কুৎসিত গালি দেই। ভয়াবহ সব গালি।

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: লোকজন এতে গোস্বা করে।

২| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: সভ্য সমাজ। তাই চিৎকার করে গালি দেই না। মনে মনে গালি দেই।

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: গালি দিলে নিজেকে হালকা লাগে। কিন্তু সমস্যা হলো, নিজেকে সুশীল পরিচয় দিতে গেলে অশ্রাব্য ভাষা ব্যবহার করা যায় না।

৩| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: রাগ একটা বিছিরি সভাব সবার মাঝে থাকে তবু নিয়ন্ত্রহীন
অনেক শুভ কামনা রইল

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: নিয়ন্ত্রণে রাখতে পারাটাই বুদ্ধিমানের কাজ।

৪| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: রাগ হলে খুব কষ্ট পাই কিছু করতে না পারার জন্য

সুন্দর হয়েছে

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: রাগ হলে খুব কষ্ট পাই কিছু করতে না পারার জন্য।
ঠিকই বলেছেন।

৫| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২১

সোনাগাজী বলেছেন:


অসুখী সমাজে রাগ জীবনের নিতয় সাথী

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ধ্রুব সত্যি।

৬| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৬

ইসিয়াক বলেছেন: আগে রাগ হলে খুব চিল্লাচিল্লি করতাম। এখন একদম শান্ত থাকি, না হয় কোন একদিকে উদ্দেশ্যহীনভাবে হাটা শুরু করি।
আসলে রাগ খুব খারাপ জিনিস যেকোন অনাসৃষ্টির শুরু রাগ থেকেই।

#মাঝে মাঝে মনে হয় মানব জনম কেন হলো। পাখি জাতীয় কিছু একটা হলে বেশ হতো।

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: একই অবস্থা আমারও। এখন রাগারাগি করতে ইচ্ছে করে না অথচ একসময় যা খুশি তাই বলতাম। বয়স বাড়ার সাথে সাথে মনে হয় চিন্তায় শৈথিল্য চলে আসে।

৭| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: এরপর কোনো কারনে আপনার রাগ হলে কুৎসিত গালি দিবেন। মনে মনে। দেখবেন ভালো লাগে। শান্তি শান্তি লাগে। যেমন কয়েকজন ব্লগারের পোষ্ট দেখে আমি গালি দেই। বিপুল শান্তি পাই।

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: মনে মনে গালি দিয়ে লাভ কী? ওরা তো জানতে পারবে না।

৮| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো রাগই করিনা, কখনো না, উহুম, আমি রাগ করার মানষই না। ঐ মিয়া বিশ্বাস না করলে কিন্তু খবর আছে!! X((

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: একদম রাগ না করলে লোকে তো পেয়ে বসবে। মাথায় কাঁঠাল ভেঙে খায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.