নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

সবার অঙ্ক মেলে কিন্তু আমার অঙ্ক মেলে না

০৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০৬


শাহবাগে একজনের সাথে দেখা করে মালিবাগ এসেছি। একটা কাজ করে ভাবছি কোচিং এ যাব কী যাব না। ভাবতে ভাবতে দুই ঘন্টা পার।
হঠাৎ ফেসবুক গ্রুপে দায়িত্বপ্রাপ্ত একজন মেসেজ করলেন, "রূপক স্যার, আপনি কোথায়?"
কোচিং কাছেই ছিল। দ্রুত চলে গেলাম।

ক্লাস করতে করতে মেজোবোন ফোন দিল। সে সচরাচর এমন সময় ফোন দেয় না। জানে আমি বাইরে থাকি।
কথা বলে জানলাম মা অনেক অসুস্থ। হাসপাতালে নেওয়া হয়েছে। একসপ্তাহ ধরে না কি শ্বাসকষ্ট।
বুক ফেটে কান্না এল আমার। কিন্তু ঢাকা শহরে কান্না করার জায়গা কই?
অসুস্থ এজন্য না শুধু, তার জন্য কিছু করতে পারছি না এজন্য মন ভারি হলো।

আমার বাবা বছরের পর বছর অসুস্থ। ওনার সেবা-শুশ্রূষা করতে করতে মা কাহিল। আলাদাভাবে ওনার চিকিৎসা করা হয়নি। মাঝেমধ্যে ফার্মেসি থেকে অল্পবিস্তর ওষুধ আনা হয় কিন্তু বড়ো ডাক্তার কখনো দেখানো হয়নি।


রাতে মেজোবোন আবার ফোন দিল। বোনজামাই একটা বিপদে পড়েছেন। ওনি পল্লি চিকিৎসক। এক মেয়ের চিকিৎসা করাতে গেছিলেন। খায় না ঠিকমতো। খাওয়ার স্যালাইন দিয়ে চলে এলেন। পরদিন দেখা গেল মেয়েটা মারা গিয়েছে।

মেয়েটাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা ছিল। কোনো ঝামেলা ছিল বোধহয়। শ্বশুরবাড়ির লোকজন একদিন পরে নিয়ে যেতে বলল। পরদিন যে লাশ যাবে কে জানত। আমরা ধারণা করছি মেয়েটাকে হত্যা করা হয়েছে।

মেয়েটা খুব দুঃখী ছিল। বাবা দুর্ঘটনায় মারা গেছে। মা অন্য লোকের সাথে ভেগে গেছে। ভাইদের অভাবের সংসার। সে ভাইদের বিপদে ফেলতে চায় নি, তাই হয়ত কষ্ট করে রয়ে গেছিল। বিয়ে হয়েছে মাত্র ৩ মাস।

হত্যা মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বোনজামাইয়ের কাছে ফোন আসে পুলিশের। ৪-৫ বার দেখাও করেছে। তদন্তের খাতিরে আসতেই পারে। কিন্তু ইদানীং মনে হচ্ছে পুলিশ টাকা খেতে চায়।

বেচারা মেয়ে বিয়ে দিয়ে সর্বস্বান্ত। এখন টাকা পাবে কই। মেজোবোন আমাকে বলে মেয়ের ভাইকে কিছু বলতে। সে আমার সহপাঠী ছিল। সহমর্মিতা জানাব না কি বোনজামাই বিপদে যেন না পড়ে সেজন্য অনুরোধ করব ভেবে পাই না। মেজোবোন ফোন নাম্বার নেয়। কথা বলে। সহপাঠী জানায় ওনার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না কিন্তু তবুও পুলিশ দেখা করতে বলে। বোন জামাই আতঙ্কে থাকে। আমি ফোন দেই সহপাঠীকে। সে ফোন ধরে না।


টিউশনিতে যাব কিন্তু ফোন দিয়ে জানায় বাচ্চা অসুস্থ। যাই না। পরদিন গিয়ে দেখি বাচ্চার মাও অসুস্থ। আলাপ করে চলে আসি, বুদ্ধি পরামর্শ দেই। এদিকে নিজেও অসুস্থ। প্রেশার লো হয়ে যায়। চলতে পারি না।
পরদিন আবার পড়াতে যাই। অল্প পড়াই। বাচ্চা অসুস্থ তো। তারপর অভিভাবকের সাথে গল্পসল্প করে চলে আসি।

এদিকে কোচিং এ যাওয়ার ইচ্ছে হয় না। অল্প টাকা কিন্তু ৬ ঘন্টা কথার ওপরই থাকতে হয়। অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেই।

একটা চাকরির কথা। গিয়ে কথা বলি। অনলাইন বেজড চাকরি। কতটুকু পারব সেটা নিয়ে সংশয় দেখা দেয়। এদিকে অন্য একটা চাকরির কথা। সেটাও অনলাইন বেজড। বাসায় ওয়াইফাই নেওয়ার চিন্তা করতে করতে সময় যায়। বাসায় মালিকের চেয়ার টেবিল আছে। চাইলেই কম্পিউটার বসিয়ে ব্যবহার করতে পারি। ভাবতে ভাবতে অন্যদের দখলে চলে যায়।

গত ৫-৬ বছরে কী করলাম, জীবনের হিসেব কষি। শুয়ে-বসে চিন্তা করা ছাড়া তেমন অর্জন দেখি না। যা উপার্জন করি, বাড়িতে পাঠিয়েও সে টাকায় কোনোমতে চলা যায় কিন্তু আমার চলে না। কেন চলে না সেটাও মেলাতে পারি না। সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না। এমন না যে প্রচুর খরচ করি। বা কোনো নেশার বদভ্যাস আছে।

বিভিন্ন জায়গায় সিভি পাঠাই কিন্তু সুখবর আসে না। টেনশনে দিনদিন মেজাজ খিটখিটে হতে থাকে। নিজেকে পাগল পাগল মনে হয়।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অত বেশি ভাবনা চিন্তা করতে গেলে কোনটাই পাবেন না যেকোন একটাতে লেগে পড়ুন কিছুদিন গেলেই বুঝবেন ভালো হলে করবেন নয়তো ছেড়ে দিবেন। সুসময় আসুক সেই কামনা করি।

০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনের সিংহভাগ গেল অহেতুক ভাবনাচিন্তা করে।

২| ০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৮

বিষাদ সময় বলেছেন: জীবনের হিসাব আমিও মেলাতে পারিনি। মানসিক দুর্বলতাই এর কারণ। কিন্তু শত চেষ্টা করেও এই চক্র থেকে বের হতে পারিনি। এটাই মনে হয় আমার নিয়তি। আপনার বয়স কম চেষ্টা করে দেখুন এ চক্র থেকে বের হতে পারেন কিনা।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পারছি না।

৩| ০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ড্রাইভিং শিখে ট্যাক্সি চালান। ড্রাইভারদের বেকার থাকতে দেখি না।

চিন্তা করবেন না। সময় পরিবর্তন হবে আপনার জন্য।

চাকরীর বাজারে অত্যধিক প্রতিযোগিতা। ১ টা চাকরীর জন্য ৫০০ লোক, ১০০০ লোক দরখাস্ত করে। কোচিং করিয়ে অনেকে লাখ লাখ টাকা কামাচ্ছে। আপনারও পারার কথা।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: মাসে মাত্র ৬ হাজার টাকা দেয়। সপ্তাহে ৬ দিন ৬ ঘন্টা করে ক্লাস নিতে হয়।

৪| ০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০০

ইমরোজ৭৫ বলেছেন: ভাই। কম্পনি বা সরকারি চাকরির আসা বাদ দেন। দোকানে, হোটেলে কাজ করেন। আপনার চাইতে কোর্টের সামনে ফটোকপির দোকানদার বেশী টাকা হাতায়। আমিও ভাবছি ডিসি অফিসের সামনে দোকান দিমু। প্রচুর টাকা কামামু।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তাও মনে হয় ভালো।

৫| ০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০০

জুল ভার্ন বলেছেন: দুঃখজনক!

০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি।

৬| ০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৫

ককচক বলেছেন: মন খারাপ হয়ে গেলো। আপনার সব সমস্যার সমাধান হোক, এই কামনা

০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: একটু শান্তি দরকার।

৭| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: লাইফস্টাইল হিমুর মত করে ফেলুন দেখবেন হিসেব নিকেশ করার প্রয়োজনই পড়বেনা।

০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: পিছুটান থাকে।

৮| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার খারাপ সময়টা দীর্ঘ।
খারাপ সময়কে ভালো করতে হবে আপনাকে নিজেকেই ।
আপনি কি করতে পারবেন সেটি আপনার চেয়ে ভালো কেউ জানে না। সেটিই করার চেষ্টা করুন।

০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিকই বলেছেন।

৯| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার অংক মেলেনা,
কারো কারোরটা মেলে;
তারা অবশ্যই ভাগ্যবান!

০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক।

১০| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১১

রানার ব্লগ বলেছেন: অংক মেলাবার কোন দরকার নাই । মিলে গেলো তো হয়েই গেলো !! জীবনে যতোদিন অংক না মিলবে ঠিক ততদিন বেঁচে থাকার ইচ্ছা থাকবে যেইনা অংক মিলে গেলো ওমনি ডাকবে কবর আয়রে আয় দুধ মাখা ভাত পোকায় খায় !!!

০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: গভীর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.