নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

মড়ার উপর খাঁড়ার ঘা

০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১০

রেলওয়েতে পরীক্ষা বিভাগীয় শহরে। ময়মনসিংহে যাব কী যাব না ভাবতে ভাবতে এডমিট কার্ড তুলে আনলাম। রাতে হালকা পড়ালেখাও করলাম। যদিও জানি কাজ হবে না তবুও।

৬ তারিখ সকাল ৮ টায় কমলাপুর রেলস্টেশনে গেলাম। টিকিট নেই। দাঁড়ানো টিকিট নিলাম। ২ ঘন্টা অপেক্ষার পর ১১ টায় ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা।

পরীক্ষা ৩.৩০ এ। যেতে যেতে ২.৩০। সি.কে ঘোষ রোডে মিন্টু কলেজে সিট। খিদে পেয়েছিল। সিঙারা, পেঁয়াজু খেয়ে হল এ ঢুকলাম।
যথাসময়ে পরীক্ষা শুরু হলো। কিন্তু আমার পরীক্ষা শেষ হলো সময়ের অনেক আগে।

পরীক্ষা শেষে রিফাতের জন্য অপেক্ষা করছি। যদিও জানি না রিফাত কোথায়। ওর সাথে দেখা হওয়ার কথা কিন্তু কোথায় দেখা করব সেটা বলা হয়নি।
মোবাইলে চেক করলাম ও কল দিয়েছিল।

ব্রীজ থেকে ভালুকার বাসে উঠলাম। ৫০ টাকার ভাড়া ১০০। কিছু করার নেই। দিতে বাধ্য। সরকার না কি জ্বালানির দাম বাড়িয়েছে।


বাড়িতে লোকজনের অভাব নেই। বোন ভাগ্নিরা সবাই এসেছে। মা খুব অসুস্থ। ওনাকে ডাক্তার দেখানো দরকার। স্থানীয় ক্লিনিকে কিছু পরীক্ষা দিয়েছে। এগুলো করাতে হলে ময়মনসিংহে যেতে হবে।

পরদিন ময়মনসিংহে এলাম। মায়ের পরীক্ষা নিরীক্ষা করা হলো। হার্টে সমস্যা, ফুসফুসে সমস্যা, যকৃতে সমস্যা, চর্বি জমে গেছে, হাড়ে মাংস, প্রেশারে সমস্যা।

ডাক্তার ওষুধ দিলেন। মাকে বাড়ি নিয়ে এলাম।

আমার চিন্তায় বেচারির ঘুম আসে না। কোনো সদগতি করতে পারিনি। ঘর-সংসারও হয়নি। এসব নিয়ে সারাক্ষণ ভাবনা। আশ্বস্ত করলাম সব ঠিক হয়ে যাবে।


মালিবাগ মোড়ে ডাচ-বাংলার এটিএম বুথ নেই। মৌচাক মোড়ে গেলাম। একজন বলল শান্তিনগর যেতে।

পাসওয়ার্ড ভুল। ৩ বার। নিশ্চিত হওয়ার জন্য বাসায় এলাম। পিন নাম্বারটা দেখে মালিবাগ চৌধুরী পাড়া গেলাম। সেখানে একটা বুথ আছে।
বুথে কার্ড আটকে গেল।

একটা কাজের অগ্রিম টাকা। যদিও কাজটা শুরু করতে পারিনি এখনও। টাকাটা কত দরকার সেটা তো আমি জানি। বাসা ভাড়া, একটা ঋণ এবং খাবারের টাকা।

কী করব বুঝতে পারছি না। প্রেশার গেল লো হয়ে। বুথের সামনে বসে পড়লাম। ব্যাংকে গিয়ে কথা বলব সে সুযোগও নেই। আজ ব্যাংক বন্ধ।

টিউশনি ১১ টায়। এদিকে মাথায় খেলছে কেমনে টাকার ব্যবস্থা করব। সবচেয়ে কাছের বন্ধুকে ফোন দিলাম। যদিও জানি ওর অবস্থা খুব খারাপ। ফোন দিয়ে মনে হলো ফোনটা দেওয়া উচিত হয়নি।

ও অন্য একজনকে ফোন দিতে বলল। কিন্তু সঙ্কোচ হলো। বন্ধুটা খুব ঘনিষ্ঠ। কিন্তু তবুও দিতে পারলাম না। অন্য একজনকে দিলাম। ফোন ধরল না। মনে হয় ব্যস্ত।
নিরুপায় হয়ে যাকে ফোন দিতে চাইনি, তাকেই ফোন দিলাম। ও কিছু টাকা 'নগদ' করল।

ছাত্রীকে পড়াচ্ছি কিন্তু পড়ানোয় মন বসছে না। নাস্তা এসেছে। ছাত্রীকে কিছু লিখতে দিয়ে ভাবলাম নাস্তাটা করি। এর মধ্যে অপরিচিত একটা নাম্বার থেকে পরিচিতর ফোন।

কোচিং এ যাওয়া হয় না অনেকদিন। গতমাসের টাকাও বাকি। এত অস্থিরতা মধ্যে কী পড়াব?

দিন হতে দিন আসে যে কঠিন আমি দীনহীন কোন পথে যাইতাম?

ছবি: গুগল

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি বোধহয় জটিল মেন্টাল লুপে আটকে আছেন; কোনেমতেই বের হতে পারছেন না।

০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝতে পারছি না।

২| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার জন্য শুভকামনা রইলো।

০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।

৩| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩০

ককচক বলেছেন: এমন অস্থির সময় আমিও পার করেছি, চাকুরী নেই, টাকা নেই...
কিছু টাকাপয়সা দিয়ে হ্যাল্প করবে এমন টাকাওয়ালা বন্ধুবান্ধব নাই; কেউ কেউ থাকলেও নিজের সমস্যার কথা বলতে গিয়েও বলতে পারছি না।

এখন টাকাপয়সা না থাকলে একটা চাকুরী আছে, মাস শেষে কিছু টাকা হাতে আসছে। কোনোরকম চলতে পারছি।
যাইহোক

শুভকামনা আপনার জন্য

০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার অস্থিরতার সময়টা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

৪| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৬

ককচক বলেছেন: চেস্টা করতে থাকুন, ভালো সময় আসবে নিশ্চয়ই

১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

৫| ২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৬

জ্যাক স্মিথ বলেছেন: অনেক অনেক সমস্যা!! :( সমস্যা হচ্ছে পানির ঘূর্ণিপাকের মত এখানে একবার আটকে গেলে বের হওয়া মুশকিল; একের পর এক সমস্যা আসতেই থাকে। এখন থেকে বের হতে হলে দ্বীগুন ফোর্স প্রোয়োজন, আশা করি শীঘ্রই আপনার সে শক্তি হবে।

আমি আপনার ব্যপারে তিনজনের সাথে কথা বলেছি, কিন্তু তারা যা অফার করে তা আপনাকে বলতে লজ্বা বোধ করছি তাই আপনাকে আর কিছু জানাইনি। ভাল কিছু পেলে অবশ্যই জানাবো।

শুভ কমনা থাকবে সবসময়।


২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার ঐ মন্তব্যটা পড়ার পর আলোড়িত হয়েছিলাম। এত আন্তরিকতা খুব কম মানুষই অচেনা কাউকে দেখায়। আপনার কথা আমি মনে রাখব।
আর নিজেও চেষ্টা চালাচ্ছি অনেক। হয়ে যাবে কিছু শীঘ্রই। আমি আশাবাদী।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। আমি এদেশের রেংকিংয়ে টপ তিনটি নিউজ টিভি চ্যানেলের একটির ডিজিটাল মিডিয়া হেড। আপনার লিখার হাত আমার বেশ পছন্দ হয়েছে। আমার বিভাগে লিখালিখির জন্য সাব এডিটর নিচ্ছি। প্রবেশকালিন বেতন ১৫-২০ হাজারের মধ্যে। আপনি আগ্রহী থাকলে [email protected] এ সিভি পাঠান। সামনের মাসের ১ তারিখে জয়েন করতে পারবেন। যদি আপনার বিরুদ্ধে কোন পুলিশ কেস বা উগ্রবাদী সম্পর্ক না থাকে তাহলে আপনার লেখার হাতের মানের ভিত্তিতে অবশ্যই আপনি আমার বিভাগের জন্য উপযুক্ত বলে মনে করি। এটা কোন দাক্ষিণ্য নয় বরং যোগ্যকে তার জায়গায় বসিয়ে দেয়ার জন্য আমার প্রয়াস।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: তেমন যোগ্যতা আমার নেই। তাই তো এই দুরবস্থা। সিভি পাঠিয়েছি। কথা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.