নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

নাবালিকা

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৩


বেশ ক’বছর আগের কথা। আমি তখন গাজীপুর থাকতাম।
এক সন্ধ্যায় অচেনা একটা আইডি থেকে একটা মেসেজ এল আমার ফেসবুকে। ছোট্ট করে লেখা, “আই লাভ ইউ”।

মেসেজটা পড়ে খুশি হওয়ার কথা। প্রেমের প্রস্তাবে কে না খুশি হয়! অশীতিপর বৃদ্ধও তো প্রেমের জন্য উতলা।

কিন্তু আমি বিরক্ত হলাম। খুবই বিরক্ত। উল্টোপাল্টা কথা শুনালাম।

বিজ্ঞজন মাত্রই জানেন দুঃসময়ে মাথায় ওই ধরণের অনুভূতি কাজ করে না। মানে প্রেমানুভূতি আসে না। যাদের আসে, তারা অন্য লেভেলের।

একটা স্কুলে পড়াতাম আমি। কিছুদিন হলো চাকরিটা নেই। মানবেতর জীবনযাপন করছিলাম। চাকরি খুঁজছি আর এর ওর কাছ থেকে ধার-দেনা করে চলছি।

এই অবস্থায় প্রেমানুভূতি আসতে পারে?

বিরক্ত হওয়ার আরও একটা কারণ ছিল অবশ্য। কাউকে ভালো লাগলে সেটা ধীরেসুস্থে বলতে হয়। হুট করে বললে হয় না। প্রেম এত সস্তা না। বহু সাধনার ধন।

আবার এমনও কি হতে পারে না যে আমাকে ফাঁদে ফেলতে চেষ্টা করছে? এমন তো অহরহ হয়।

কেউ বা আবার দুষ্টামি করতে পারে। কিন্তু দুষ্টামি করার মত কেউ নেই আমার।

বিরক্ত আমি জিগ্যেস করলাম, “কে?”

“আপনি আমাকে চিনবেন না।” ওপাশ থেকে মেসেজ এল।

এর একটু পরই নতুন মেসেজ, “স্যার, আমি সেতু।”

মনে করতে চেষ্টা করলাম, সেতুটা কে? আশপাশের কোন সেতু বা কালবার্টের কথা মনে পড়ল না।

বললাম, “চিনি না।”

“আমি আপনার ছাত্রী সেতু।”

এবার চেনা গেল।

সম্প্রতি যে প্রতিষ্ঠান থেকে চলে এসেছি, সে প্রতিষ্ঠানেরই এক ছাত্রী এই সেতু। কালো, লম্বা কিন্তু মায়াবী চেহারার এক মেয়ে।

“সেতু খুবই নম্র এবং নিরীহ এক মেয়ে। সে তো এমন হওয়ার কথা না।” আমি বললাম।

এমন হওয়া বলতে কী বুঝায় নিজেই কি বুঝতে পারলাম? মনে হয় না।

ওপাশ থেকে আর প্রত্যুত্তর নেই। আমার কেন যেন মনে হলো, সে সেতুই।

নিজের ব্যবহারে একটু খারাপ লাগল। এভাবে বলা ঠিক হয় নি। তার তো আমাকে ভালো লাগতেই পারে, ভালো লাগার কথা জানাতেই পারে। তাই বলে যা তা ব্যবহার করা তো উচিত না।

আমার বয়স তখন পঁচিশ। মেয়েটা অষ্টম শ্রেণিতে পড়ত। বয়স বড়োজোর পনেরো।

আসলে দশ বছরের ছোটো কোন মেয়ে প্রপোজ করবে, তাও আবার শিক্ষককে আমি এমন ভাবতেই পারি নি।

খুব অস্বস্তি হচ্ছিল।

আমার দেখা সবচেয়ে ভালো মেয়েদের একজন এই সেতু। পড়ালেখা তো বটেই, আদব-লেহাজে অতুলনীয়।

পরদিন আমিই মেসেজ দিলাম তাকে। কেমন চলছে; এসব জানতে চাইলাম। স্কুলের ব্যাপারেও জানতে চাইলাম। সে উত্তর করল শুধু, নিজে থেকে কিছু বলল না।

এরপরও মাঝেমধ্যে মেসেজ হতো। আমি ওর খোঁজ নিতাম। সাবেক স্কুলটা সম্পর্কেও জানতে চাইতাম। আরও যারা ছিল, তাদের বিষয়েও জানতে চাইতাম।

দুইদিন পর দেখি সে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। আমার প্রথমদিনের আচরণ বোধহয় ভুলতে পারে নি। মেয়েরা হয়তো প্রত্যাক্ষানের লজ্জা ভুলতে পারে না।

কিন্তু আমি কি ঠিক প্রত্যাক্ষান করেছিলাম তাকে?

ছবিঃ গুগল

একটা কবিতা লিখেছিলাম। প্রাসঙ্গিক মনে হলো তাই দিলাম। হাপিত্যেশ

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪২

জ্যাকেল বলেছেন: বিয়ে করে ফেলেছেন?

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: না।

২| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


মেয়েদের সাইকোলজি বুঝা কি খুব কঠিন।

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: মনিষীরা বলেন নারীদের মতিগতি বিধাতাও ঠিকমতো বুঝেন না।

৩| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০০

জ্যাকেল বলেছেন: আমি বলি- স্ত্রীকে চেনা যায়, নিজের স্ত্রীকে জানা খুবই সম্ভব।

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: চিনতে পারলে তো ভালোই। কিন্তু ক'জন পারে? অনেকেই তো দেখি দীর্ঘদিন সংসার করেও চিনতে পারে না।

৪| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই নিয়ে আর ভেবে কী লাভ ? আমি মনে করি আপনি ঠিক করেছিলেন । সেতুকে প্রশ্রয় দেয়াটা ঠিক হত না । বয়োঃসন্ধির প্রেম , ভাদ্র মাসের বুষ্টির মত । এই আছে এই নাই !!

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝিয়ে বলা যেত অন্তত।

৫| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে সেতু তার প্রথম মেসেজের ব্যাপারে আপনার মতামত জানতে আগ্রহী ছিল। কিন্তু আপনি ঐ ব্যাপারে কিছু না বলে অন্য বিষয় নিয়ে আলাপ করেছেন। ফলে সে এক পর্যায়ে আগ্রহ হারিয়ে ফেলে এবং আনফ্রেন্ড করে।

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও তাই মনে হয়।

৬| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নাহ আপনি বোঝালেও কিছু হত না । ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি হয এদের সাথে এমন আচরণ করতে হয় নাহলে খুব চোটপাট দেখাতে হয় । না হলে ক্যাঁচাল বাড়ে ।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তা ঠিক।

৭| ১৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখন কি করছেন? পরিস্থিতী কি কিছুটা বদলেছে?

১৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: পরিস্থিতি কি কিছুটা বদলেছে? বদলাচ্ছে।

৮| ১৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৫০

সোনালি কাবিন বলেছেন: আশেপাশের কোন সেতু বা কালভার্টের কথা মনে পড়ল না =p~ =p~

১৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: :|

৯| ১৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: আগে একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে ইন্টারেকশন হলে প্রেম প্রেম একটা কেমিস্ট্রি হলেও হইতে পারতো এখন কোন সময় কার সাথে কি ইন্টারেকশন হয়েছে সেটাও ভুলে যায়।

১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: Fast

১০| ১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা থেকে দূরে থাকবেন। সরাসরি বিয়ে করবেন সময় হলে।

১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা যাক।

১১| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫২

রানার ব্লগ বলেছেন: ভেবে দেখার মতো বিষয়। এমন হুট করে কেউ কাউকে আই লাভ য়ু বলে না।

১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: যোগাযোগের সুযোগ নেই। হয়ত জানা হবে না কোনোদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.