নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

টুঙ্গিপাড়ার চারাগাছটি

১৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৬


টুঙ্গিপাড়ায় জন্মানো এক চারাগাছ
একদিন মহিরুহে পরিণত হলো,
ফুল দিল, ফল দিল, সুশীতল ছায়া
দিল; ধরিত্রীকে এক বুক মায়া দিল।
তবুও একদা কুঠারের কোপ এসে
তার সুবিশাল বুকে সজোরে লাগল,
ভূলুণ্ঠিত হলো তার মস্ত দেহখানা
আর সাথেসাথে ধরিত্রী কেঁপে উঠল।
মহিরুহের পতনে ধরিত্রী কাঁপবে;
তীব্র খরায় ভুগবে জনপদগুলো-
চিরাচরিত নিয়ম এমনই ছিল,
আছে, থাকবেও; এ কথা কেউ ভাববে?
ভাবেনি তাই ফসলে ভরা ক্ষেতগুলো
এক এক করে সবই শুকিয়ে গেল,
ঘন বনাঞ্চল সব মরুভূমি হলো;
যত পাখি ছিল ডালে সবই মরল।

৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।

ছবি: ইন্টারনেট

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন।
কবিতা লেখার প্রতি আরও মনযোগী হতে পারেন। আরও মনোনিবেশ করলে আরও ভালো কবিতা বের হয়ে আসতে পারে আপনার কলম থেকে।

১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকদিন লিখি না। হুটহাট লিখেই পোস্ট করে দিলাম এখন। সময় নিয়ে আরও বৃহৎ পরিসরে লেখা যেত।

২| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর একটা ভালো কবিতা লিখেছেন।

১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৪

সোনাগাজী বলেছেন:



গাছ ধরিত্রীকে বুকে আগলাইয়া রাখে, নাকি ধরিত্রী গাছকে বুকে আগলাইয়া রাখে?

১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধরিত্রীই গাছকে আগলে রাখে।

১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মনে হচ্ছে লেখাটা নিয়ে আরও কাজ করতে হবে। গাছটা বলতে নেতাকে বুঝিয়েছিলাম, আর ধরিত্রী বলতে বাংলাদেশ, যদিও ধরিত্রী অর্থ পৃথিবী।

৪| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৭

সোনাগাজী বলেছেন:



গাছ পাখীর বাসাকে ও পাখীর ছানাগুলোকে বুকে আগলায়ে রাখলে ভালো হয়।

১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

৫| ১৭ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৬

বাকপ্রবাস বলেছেন: গাছটাতে পরগাছা জড়ায় ধরছিল, কোপ মারছে পরগাছায়, লগে গাছ ও মারা পড়ছে

১৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: Pathetic.

৬| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ১০:১০

বিষাদ সময় বলেছেন: আধনিক কবিতা, নৃত্য আর চিত্র আমার অবোধ্য.... :)

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১০:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: “মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে।” রবীন্দ্রনাথ ঠাকুর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.