নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ইতিহাস জানা কি খুব কঠিন?

১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। এখন ২০২৩। তার মানে দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। ‘৭১ সালে যার বয়স ১৫-২০ ছিল (বাংলাদেশে বহু মানুষ আছেন যাদের বয়স ৭০ এর ওপর), তিনি অনায়াসেই বলতে পারবেন ওই সময়টায় আসলে কী হয়েছিল। কারা স্বাধীনতার পক্ষে ছিল আর কারা বিপক্ষে ছিল। কারা দেশে অরাজকতা করেছে বা পাকিস্তানি সেনাবাহিনীর লেজুড়বৃত্তি করেছে। অনেক মুক্তিযোদ্ধাও জীবিত আছেন, তারা বলতে পারেন ওইসময় কার কী অবস্থান ছিল। সাঈদি, নিজামী, গোলাম আজম, কামারুজ্জামানদের অবস্থান জানা খুব কঠিন না।

দেশের আইন-আদালতের ওপর আপনার বিশ্বাস নাই থাকতে পারে, মনে করতে পারেন ওদের রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে। তাহলে ওপরের কোনো কাজ না করলেও একটু কষ্ট করে দেশের পাবলিক লাইব্রেরিগুলোতে যেতে পারেন। বইপত্রের ইতিহাস বিকৃত মনে হলে ওই সময়ের পত্রিকাগুলোও পড়তে পারেন। স্পষ্ট হয়ে যাবে সবকিছু।

আমার এই কথাগুলো সত্যসন্ধানীদের জন্য। যদি আপনার জানার আগ্রহ থাকে, তাহলেই করতে পারেন। যদি আপনি পাকিস্তানি ভাবধারার হয়ে থাকেন, আপনার আদর্শ জামায়াত হয়ে থাকে; তাহলে এত কষ্ট করার দরকার নেই। জামাত যেমন তাদের অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয়, তারা মনে করে তাদের অবস্থান ঠিকই ছিল; তাহলে আপনিও ওই ধ্যানধারায় থাকুন অযথা বলবেন না ওরা অপরাধ করেনি। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করলে ওদের অপরাধও স্বীকার করতে হবে। বাংলাদেশ স্বাধীন না হলে মুক্তিযোদ্ধারা যেমন দোষী স্বীকৃত হতো, একই ভাবে ওই সময়ের জামায়াত নেতারাও দোষী।

ধর্মের লেবাস ধরলে আপনার কাছে বা অনেকের কাছে কেউ ভালো হয়ে গেছে মনে করলেও যারা ক্ষতিগ্রস্ত বা রাষ্ট্রের কাছে তারা ভালো হয়ে যায়নি। ধর্ম আপনাকে যে কোনো অপরাধ করলেও মাফ করতে পারে কিন্তু রাষ্ট্র আপনাকে শাস্তি দেবে। কোনো দল যদি ফায়দা নেয়, সেটা অন্যায়। অন্যায়কে প্রশ্রয় দিলেও জায়েজ হয়ে যায় না।

ছবি: নেট

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০১

শাহ আজিজ বলেছেন: জামাতিরা আরও সাহসী হয়েছে আওয়ামী লীগের সাথে গাঁটছড়া বাধার কারনে । মূলধারার লিগাররা অনেকেই ব্যাপারটা মেনে নেননি বা পছন্দ করেননি ।

১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: জামাতিরা আরও সাহসী হয়েছে আওয়ামী লীগের সাথে গাঁটছড়া বাঁধার কারণে। তাই লক্ষ্য করা যাচ্ছে।

২| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: সঠিক ইতিহাস জানা কঠিন কিছু না। ইচ্ছা থাকলেই জানা যায়।

১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকের সে ইচ্ছেটাই নেই।

৩| ১৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সঠিক ইতিহাস কমবেশি সবাই জানেন। তবে, জানা সত্ত্বেও নানা কারণে সঠিক ইতিহাস কেউ বলেন না বা প্রকাশ করেন না। কেউ কেউ জেনেশুনেই সঠিক ইতিহাস বিকৃত করেন।

১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কমবয়সি ছেলেমেয়েরা শুধুমাত্র ধর্মীয় কারণে তাকে সমর্থন করছে।

৪| ১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

অক্পটে বলেছেন: "সঠিক" শব্দটা আওয়ামী ডিকশনারীতে নেই।
ওদের সমাজ আলাদা সবাই মিথ্যা কথা বলে
এবং মিথ্যার মাঝেই ওরা সমস্ত কিছু করে।
মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী জামায়াতে
ইসলামে যোগ দেন ১৯৭৯ সালে। বর্তমান অবৈধ
সরকার অবিচার করেছে সাঈদীর উপর। এই মিথ্যা
মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে এই সরকার
অপহরণ করেছিল, পরে তাকে পাওয়া যায় ভারতের জেলে।
একথা কি মানুষ ভুলে গেছে? কেমন
বিচার হয়েছে সবাই জানে। স্কাইপি কেলেঙ্কারীর ইতিহাস
ভুলার নয়। ছলনা আর ছলনার আশ্রয় নিয়ে মিথ্যাবাদীরা
রাজনৈতিক হত্যাকান্ড ঘটিয়েছে। বেঈমান হয়ে মরার ইচ্ছা
আমাদের নেই। যা জানি তা বলতেই হবে।

১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সাঈদির মৃত্যুতে পাকিস্তান সরকার শোক প্রকাশ করেছে, জানেন কি?

৫| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৮

কামাল১৮ বলেছেন: সাইদিকে যাবতজীবন জেল দেওয়াতে একটাই উপকার হলো সে চাঁদে ঘুরে আসতে পারলো।

১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এই রায়কে কেন্দ্র করে সাঈদির এলাকায় গণ্ডগোল হয়েছিল।

৬| ১৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইচ্ছা থাকলেই সঠিক ইতিহাস জানা যায়। তবে ইতিহাস বিকৃতির অনেক চেষ্টা হয়েছে।

২০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যে যার সুবিধা মতো ইতিহাস চর্চার রীতি নতুন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.