![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
আমি দীনহীন, কায়ক্লেশে কাটে দিন;
দিনেদিনে শুধু বাড়িয়ে চলছি ঋণ।
রক্ত-মাংশের শরীর চলে না সামনে,
চুম্বকের মতো পেছনেই শুধু টানে।
একটা পণই বারবার আসে মনে
দুর্গম পথটা পাড়ি দেব একদিন।
আদৌ কি পারব; এ কথাও ভাবি আর
আকাঙ্ক্ষারা জ্বলে পুড়ে হয় ছারখার।
ভয় এসে ভর করে বুকের ভেতর,
মনোবল ভাঙে; অচেনা লাগে ভূধর।
মিছে মনে হয় এই বাড়ি, এই ঘর
সামনে আমার যেন অকূল পাথার।
তবুও জাগ্রত থাকি তারা ভরা রাতে,
ভাবি, কেউ এসে হাতটা রাখুক হাতে।
এই অন্ধজনে দেখাক নতুন দিশা,
দূর হয়ে যাক যত ঘোর অমানিশা।
মেটাক জন্মের যত দীনতা, পিপাসা;
নতুন সূচনা হোক তারই বরাতে।
১৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
মহাখালী, ঢাকা।
২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ
২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে কবিতা ।
নীজকে নিয়ে সুক্ষ ভাবনা সেই সাথে
তারি প্রেক্ষাপটে নতুন দিনের সুচনা
নিয়ে দৃঢ় আত্ম প্রত্যয়ের ঘোষনা দেখে
মনে পড়ে কবি গুরু রবি ঠাকুরের লেখা
চিত্ত যেথা ভয়শূন্য
চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়–
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি,
পৌরুষেরে করে নি শতধা; নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা–
...................................
তা্ই ভয় নাই , এগিয়ে যান
নতুন দিনের সুচনা হবেই হবে ।
শুভেচ্ছা রইল
৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: অসাধারণ মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:২০
সোহানী বলেছেন: নতুন বছরের জন্য অনেক অনেক শুভ কামনা।
৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কবিতা ভাল হয়েছে।
নতুন সূচনা হোক।
৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইল।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭
বাকপ্রবাস বলেছেন: নতুন বছরে সুখের কবিতায় ভরে যাক জীবন
৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: তবে তাই হোক।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ম্যালাদিন পর কবিতা লিখলাম।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২২
ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠক কম
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৬
করুণাধারা বলেছেন: অবশ্যই একদিন এই দুর্গম পথ পাড়ি দিয়ে জীবনের মসৃণ পথে পৌঁছে যাবেন, শুভকামনা রইল। কঠিনের সাথে লড়াই করে কিন্তু অভিজ্ঞতা আর শক্তি, দুইই বৃদ্ধি পায়।
নতুন বছর নতুন জীবন নিয়ে আসুক।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও।
৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৬
সোনালি কাবিন বলেছেন: ++++
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৭
ভ্রমরের ডানা বলেছেন: কষ্ট শেষে নতূন সূচনা হোক!