![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
ক্ষীণ হয়ে আসে যদি নয়নের আলো,
চারপাশে নেমে আসে ঘন অন্ধকার;
জাগতিক চাকচিক্য লাগে আর ভালো?
মনে হয় সামনে অকূল পারাবার।
অন্ধ পথিক নিস্পৃহ, পা চলে না তার-
দিশা নেই একটুও; সব লাগে কালো।
মনে হয় ক্ষয়ে গেছে কোমরের হাড়,
বোধশক্তি সব আজ কোথায় হারালো?
কাঠিন্য তখন জেঁকে বসে খুব করে,
যেভাবে জেঁকে বসে পৌষ-মাঘের শীত;
তবুও বেঁচে থাকা অবজ্ঞা-অনাদরে,
মনোবাঞ্ছা যত সব থাকে উপেক্ষিত।
পা ভাঙা, তীব্র যন্ত্রণায় কঁকিয়ে চলা
তবুও, আর কত কথা থাকে না বলা!
২৯ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
মহাখালী, ঢাকা।
ছবি: অন্তর্জাল
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫৪
সামরিন হক বলেছেন: ভালো লাগলো।
১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম। অশেষ ধন্যবাদ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ
৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার হয়েছে কবিতা। সনেট নাকি?
ঘোর অমানিশা কেটে যাক! পূর্ব দিগন্তে নতুন সূর্যের রঙিন আভা ছড়িয়ে পড়ুক!
১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: সনেট লেখারই ক্ষুদ্র প্রয়াস । ঘোর অমানিশা কেটে যাক! পূর্ব দিগন্তে নতুন সূর্যের রঙিন আভা ছড়িয়ে পড়ুক! আশাব্যাঞ্জক মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা।
৬| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪০
এম ডি মুসা বলেছেন: বাহ্! চমৎকার হয়েছে শুভেচ্ছা, বিলের সরিষা ফুলের শুভেচ্ছা
১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সরিষা ফুল, কাশবন আমার অত্যাধিক পছন্দের। সরাসরি এবারের সরিষা খেত দেখা হলো না কোথাও।
৭| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: না বলতে পারা কিছু কথা বলতে না পেরেই কিছু মানুষ হারিয়ে যায়।
২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: এ অসহায়ত্ব উপলব্ধি করে না অনেকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...